ETV Bharat / state

Fake Cops Arrested: কলকাতা পুলিশের কর্মী সেজে ছিনতাই ! সল্টলেকে গ্রেফতার 2

কলকাতা পুলিশের আধিকারিক সেজে ছিনতাই (Saltlake snatching Case) করতে গিয়ে ধরা পড়ে গেল দুই অভিযুক্ত (Fake Cops Arrested)৷ সল্টলেক থেকে তাঁদের গ্রেফতার করা হয়েছে ৷

author img

By

Published : Feb 15, 2023, 7:19 PM IST

Updated : Feb 15, 2023, 8:15 PM IST

Fake Cops Arrested ETV Bharat
ভুয়ো পুলিশকর্মী গ্রেফতার
কলকাতা পুলিশের কর্মী সেজে ছিনতাই

কলকাতা, 15 ফেব্রুয়ারি: কলকাতা পুলিশের আধিকারিক সেজে ছিনতাইয়ের অভিযোগে সল্টলেক থেকে গ্রেফতার করা হল দু জনকে (Fake Cops Arrested)৷ সল্টলেকের একাধিক জায়গায় কলকাতা পুলিশ লেখা (KP) বাইক নিয়ে, পুলিশের পরিচয়ে গাড়ি থামিয়ে ধৃতরা ছিনতাই করতেন বলে অভিযোগ । সেই অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেফতার করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ । আজ তাঁদের বিধাননগর আদালতে তোলা হবে । কলকাতার একাধিক থানাতেও এঁদের নামে অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে (Saltlake snatching Case)।

পুলিশ সূত্রে খবর, তপসিয়া এলাকার বাসিন্দা সুরজ ঝা ও ট্যারার বাসিন্দা বিক্রম সিং কলকাতা পুলিশ লেখা বাইক নিয়ে সল্টলেকের সিটি সেন্টারের কাছে দাঁড়িয়েছিলেন । সেই সময় সিটি সেন্টারের নিরাপত্তা রক্ষী অসীম বল্লভ হেঁটে বাড়ি ফিরছিলেন । এই দুই ভুয়ো পুলিশকর্মী তাঁর রাস্তা আটকান এবং নিজেদের পুলিশ বলে পরিচয় দেন বলে অভিযোগ । ধৃতরা বলেন, "আপনার উপর সন্দেহ হচ্ছে ৷ আপনার ব্যাগে কী আছে দেখান ।" অসীমের সন্দেহ হওয়ায় তিনি ব্যাগ দেখাতে চাননি । তখন অভিযুক্তরা নাকি বলেন, তাঁদের কাছে বন্দুক আছে । এতে ভয় পেয়ে অসীম তাঁর মানিব্যাগ ও মোবাইল বের করেন । এর পর তাঁরা সেগুলি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ ।

আরও পড়ুন: বাজেটের দিন বিধানসভার মূল কক্ষের কাছে ঢুকে পড়ল ভুয়ো বিধায়ক, প্রশ্নের মুখে নিরাপত্তা ব্যবস্থা

এরপর অসীম চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাঁদের ধরে ফেলেন এবং বিধান নগর উত্তর থানায় ফোন করলে পুলিশ এসে তাঁদের আটক করে । অভিযুক্তদের কাছে আই কার্ড দেখতে চাইলে কোনও পরিচয় পত্র দেখাতে পারেননি তাঁরা ৷ তখনই তাঁদের গ্রেফতার করা হয় । এঁদের কাছ থেকে একটি ছুরিও উদ্ধার হয়েছে ।

পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে, এর আগেও কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন এই অভিযুক্তরা । জেরায় তাঁরা স্বীকার করেছেন যে, ভবানীপুর, তপসিয়া, বটতলা এলাকায় একই কায়দায় ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছেন তাঁরা । অভিযোগ, গত 11 তারিখ সল্টলেকে এমনই আরও একটি ঘটিয়েছেন তাঁরা ৷

আজ ধৃতদের বিধান নগর আদালতে তোলা হয় ৷ পুলিশ তাঁদের নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানিয়েছে ৷

কলকাতা পুলিশের কর্মী সেজে ছিনতাই

কলকাতা, 15 ফেব্রুয়ারি: কলকাতা পুলিশের আধিকারিক সেজে ছিনতাইয়ের অভিযোগে সল্টলেক থেকে গ্রেফতার করা হল দু জনকে (Fake Cops Arrested)৷ সল্টলেকের একাধিক জায়গায় কলকাতা পুলিশ লেখা (KP) বাইক নিয়ে, পুলিশের পরিচয়ে গাড়ি থামিয়ে ধৃতরা ছিনতাই করতেন বলে অভিযোগ । সেই অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেফতার করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ । আজ তাঁদের বিধাননগর আদালতে তোলা হবে । কলকাতার একাধিক থানাতেও এঁদের নামে অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে (Saltlake snatching Case)।

পুলিশ সূত্রে খবর, তপসিয়া এলাকার বাসিন্দা সুরজ ঝা ও ট্যারার বাসিন্দা বিক্রম সিং কলকাতা পুলিশ লেখা বাইক নিয়ে সল্টলেকের সিটি সেন্টারের কাছে দাঁড়িয়েছিলেন । সেই সময় সিটি সেন্টারের নিরাপত্তা রক্ষী অসীম বল্লভ হেঁটে বাড়ি ফিরছিলেন । এই দুই ভুয়ো পুলিশকর্মী তাঁর রাস্তা আটকান এবং নিজেদের পুলিশ বলে পরিচয় দেন বলে অভিযোগ । ধৃতরা বলেন, "আপনার উপর সন্দেহ হচ্ছে ৷ আপনার ব্যাগে কী আছে দেখান ।" অসীমের সন্দেহ হওয়ায় তিনি ব্যাগ দেখাতে চাননি । তখন অভিযুক্তরা নাকি বলেন, তাঁদের কাছে বন্দুক আছে । এতে ভয় পেয়ে অসীম তাঁর মানিব্যাগ ও মোবাইল বের করেন । এর পর তাঁরা সেগুলি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ ।

আরও পড়ুন: বাজেটের দিন বিধানসভার মূল কক্ষের কাছে ঢুকে পড়ল ভুয়ো বিধায়ক, প্রশ্নের মুখে নিরাপত্তা ব্যবস্থা

এরপর অসীম চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাঁদের ধরে ফেলেন এবং বিধান নগর উত্তর থানায় ফোন করলে পুলিশ এসে তাঁদের আটক করে । অভিযুক্তদের কাছে আই কার্ড দেখতে চাইলে কোনও পরিচয় পত্র দেখাতে পারেননি তাঁরা ৷ তখনই তাঁদের গ্রেফতার করা হয় । এঁদের কাছ থেকে একটি ছুরিও উদ্ধার হয়েছে ।

পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে, এর আগেও কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন এই অভিযুক্তরা । জেরায় তাঁরা স্বীকার করেছেন যে, ভবানীপুর, তপসিয়া, বটতলা এলাকায় একই কায়দায় ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছেন তাঁরা । অভিযোগ, গত 11 তারিখ সল্টলেকে এমনই আরও একটি ঘটিয়েছেন তাঁরা ৷

আজ ধৃতদের বিধান নগর আদালতে তোলা হয় ৷ পুলিশ তাঁদের নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানিয়েছে ৷

Last Updated : Feb 15, 2023, 8:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.