ETV Bharat / state

Puja Security Initiatives: শারদোৎসবে আঁটোসাঁটো নিরাপত্তা শহরে, বসছে ফেস রেকগনিশন ক্যামেরা - Face recognition cameras to be installed

উমা আসতে আর মাত্র কয়েকদিন ৷ ঘরে মেয়েকে বরণ করতে সেজে উঠেছে মর্ত্যবাসী ৷ আসন্ন দুর্গাপুজোকে কেন্দ্র করে শহরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থার উপর জোর দেওয়া হয়েছে ৷ শহরের আনাচে-কানাচে বসানো হচ্ছে ফেস রেকগনিশন ক্যামেরা ৷

Etv Bharat
কলকাতা পুলিশ
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 23, 2023, 10:50 PM IST

কলকাতা, 23 সেপ্টেম্বর: শহর জুড়ে সাজো সাজো রব। ক'দিন পরই শহরের রাস্তায় ভিড় বাড়বে ৷ শারদোৎসব উপলক্ষ্যে তিলোত্তমা সেজে উঠবে নতুন সাজে ৷ এই শারদোৎসবকে নিরাপদ করতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে লালবাজার ৷ বিশেষত আইনশৃঙ্খলার অবনতি না-হয়, তার জন্য এবার একাধিক পদক্ষেপ নিয়েছে ৷ যার মধ্যে অন্যতম ফেস রেকগনিশন ক্যামেরা ৷ যা নিরাপত্তার স্বার্থে শহরের জুড়ে বসানো হচ্ছে ৷ শনিবার এমনটাই জানা গিয়েছে লালবাজার সূত্রে ৷

সূত্রের খবর, গোটা বিষয়টি সম্পূর্ণ করতে শুক্রবার বৈঠকে কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল । সমস্ত থানার ওসিদের সঙ্গেও কথা হয়েছে নগরপালের ৷ শহরে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে কলকাতার নগরপাল বিনীত গোয়েল বলেন, "দুর্গাপুজোয় কলকাতা পুলিশের নজরদারি চালাবে। আগেও তা করা হয়েছে । তবে চলতি বছর পুজোর সময় বিশ্বকাপের খেলা আছে । আমরা তার জন্য বাড়তি প্রস্তুতি নিচ্ছি । তাই নিরাপত্তায় যথেষ্ট ব্যবস্থা থাকবে। কোনও চিন্তার প্রয়োজন নেই ।"

দুই ভিড়ের চাপে শহরে নাকাল পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করছেন সাধারণ মানুষ থেকে শুরু করে অনেকেই । এমনকী যানজট তৈরি হতে পারে শহরে । ফলে শহরের রাস্তায় চাপ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে । এই বিষয়ে অবশ্য নগরপাল জানান, ট্রাফিকের পক্ষ থেকে সব ব্যবস্থা নেওয়া হবে । ট্রাফিক সচল রাখতে এবং শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে যানজট ঠেকাতে সম্পূর্ণ চেষ্টা করা হবে । গড়িয়া গার্ডের আউট পোস্ট ইতিমধ্যেই চালু করা হয়েছে । গুরুত্বপূর্ণ বাইপাসের করিডরও গাড়ির গতি ঠিক রাখতে কাজ করছে ।

আরও পড়ুন: নিকাশি নালার হাল জানতে সিসি ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত কর্পোরেশনের

প্যান্ডেল হপিং থেকে শুরু করে পুজোর সময় সাংস্কৃতিক অনুষ্ঠনে গা ভাসান সাধারণ মানুষ । ইতিমধ্যেই গোটা শহরজুড়ে বিভিন্ন বড় বড় রাস্তায় পড়েছে বিভিন্ন বিজ্ঞাপন ৷ সেইসঙ্গে শহর সেজে উঠতে চলেছে শরদোৎসবের সাজে ৷ এছাড়াও আবহাওয়া দফতর সূত্রে খবর, শারদোৎসবের সময় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই পরিস্থিতিতে শহরবাসীর জন্য দুর্গাপুজোয় শহরের নিরাপত্তার প্রস্তুতি নিয়ে ফেলল কলকাতা পুলিশ।

কলকাতা, 23 সেপ্টেম্বর: শহর জুড়ে সাজো সাজো রব। ক'দিন পরই শহরের রাস্তায় ভিড় বাড়বে ৷ শারদোৎসব উপলক্ষ্যে তিলোত্তমা সেজে উঠবে নতুন সাজে ৷ এই শারদোৎসবকে নিরাপদ করতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে লালবাজার ৷ বিশেষত আইনশৃঙ্খলার অবনতি না-হয়, তার জন্য এবার একাধিক পদক্ষেপ নিয়েছে ৷ যার মধ্যে অন্যতম ফেস রেকগনিশন ক্যামেরা ৷ যা নিরাপত্তার স্বার্থে শহরের জুড়ে বসানো হচ্ছে ৷ শনিবার এমনটাই জানা গিয়েছে লালবাজার সূত্রে ৷

সূত্রের খবর, গোটা বিষয়টি সম্পূর্ণ করতে শুক্রবার বৈঠকে কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল । সমস্ত থানার ওসিদের সঙ্গেও কথা হয়েছে নগরপালের ৷ শহরে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে কলকাতার নগরপাল বিনীত গোয়েল বলেন, "দুর্গাপুজোয় কলকাতা পুলিশের নজরদারি চালাবে। আগেও তা করা হয়েছে । তবে চলতি বছর পুজোর সময় বিশ্বকাপের খেলা আছে । আমরা তার জন্য বাড়তি প্রস্তুতি নিচ্ছি । তাই নিরাপত্তায় যথেষ্ট ব্যবস্থা থাকবে। কোনও চিন্তার প্রয়োজন নেই ।"

দুই ভিড়ের চাপে শহরে নাকাল পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করছেন সাধারণ মানুষ থেকে শুরু করে অনেকেই । এমনকী যানজট তৈরি হতে পারে শহরে । ফলে শহরের রাস্তায় চাপ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে । এই বিষয়ে অবশ্য নগরপাল জানান, ট্রাফিকের পক্ষ থেকে সব ব্যবস্থা নেওয়া হবে । ট্রাফিক সচল রাখতে এবং শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে যানজট ঠেকাতে সম্পূর্ণ চেষ্টা করা হবে । গড়িয়া গার্ডের আউট পোস্ট ইতিমধ্যেই চালু করা হয়েছে । গুরুত্বপূর্ণ বাইপাসের করিডরও গাড়ির গতি ঠিক রাখতে কাজ করছে ।

আরও পড়ুন: নিকাশি নালার হাল জানতে সিসি ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত কর্পোরেশনের

প্যান্ডেল হপিং থেকে শুরু করে পুজোর সময় সাংস্কৃতিক অনুষ্ঠনে গা ভাসান সাধারণ মানুষ । ইতিমধ্যেই গোটা শহরজুড়ে বিভিন্ন বড় বড় রাস্তায় পড়েছে বিভিন্ন বিজ্ঞাপন ৷ সেইসঙ্গে শহর সেজে উঠতে চলেছে শরদোৎসবের সাজে ৷ এছাড়াও আবহাওয়া দফতর সূত্রে খবর, শারদোৎসবের সময় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই পরিস্থিতিতে শহরবাসীর জন্য দুর্গাপুজোয় শহরের নিরাপত্তার প্রস্তুতি নিয়ে ফেলল কলকাতা পুলিশ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.