ETV Bharat / state

Madrasa Service Commission Exam: মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষায় 10 প্রশ্ন ভুল ! খতিয়ে দেখতে কমিটি গঠন হাইকোর্টের - মাদ্রাসা সার্ভিস কমিশন

মাদ্রাসা সার্ভিস কমিশনের শারীরশিক্ষার পরীক্ষায় (Madrasa Service Commission Exam) 10টি প্রশ্ন ভুল ছিল কি না, তা দেখতে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)৷

Expert committee to check if Madrasa Service Commission exam questions wrong: Calcutta High Court
মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষায় 10 প্রশ্ন ভুল ! খতিয়ে দেখতে কমিটি গঠন হাইকোর্টের
author img

By

Published : Nov 9, 2022, 3:33 PM IST

কলকাতা, 9 নভেম্বর: মাদ্রাসা সার্ভিস কমিশনের শারীরশিক্ষার পরীক্ষায় (Madrasa Service Commission Exam) 10টি প্রশ্ন 'ভুল'! এই অভিযোগে হওয়া মামলার শুনানিতে বিশেষজ্ঞ কমিটি গঠন করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। প্রশ্নে আদৌ ভুল রয়েছে কি না তা দেখতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের শরীরশিক্ষা বিভাগের বিভাগীয় প্রধানকে দিয়ে বিশেষজ্ঞ কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অনিরুদ্ধ রায় । 20 নভেম্বরের মধ্যে 'ভুল' প্রশ্ন নিয়ে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে এই কমিটিকে ।

শেখ আব্বাস আলি-সহ 12 জন মাদ্রাসা সার্ভিস কমিশনের শারীরশিক্ষার পরীক্ষায় ভুল প্রশ্নের (Wrong Questions) অভিযোগ এনে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন । মাদ্রাসা সার্ভিস কমিশনের এই পরীক্ষার মাধ্যমে কয়েকশো প্রার্থী চাকরি পান । শারীরশিক্ষা ষষ্ঠ এসএলএসটি 2013-র পরীক্ষা হয় 2021 সালে । মাদ্রাসা সার্ভিস কমিশন এই পরীক্ষা নেয়। সেই পরীক্ষায় 10টি প্রশ্ন ভুল এসেছে বলে অভিযোগ এনে মামলা দায়ের করা হয় । যদিও প্রশ্নে কোনও ভুল নেই বলে দাবি করে রিপোর্ট পেশ করে মাদ্রাসা সার্ভিস কমিশন ৷

আরও পড়ুন: মাদ্রাসার চাকরিতেও অভিষেকের হস্তক্ষেপ চাইছেন চাকরিপ্রার্থীরা, ক্যামাক স্ট্রিটে বিক্ষোভ

বিচারপতি অনিরুদ্ধ রায়ের প্রশ্ন, "যিনি প্রশ্ন তৈরি করেন, তিনি কীভাবে নিজের তৈরি প্রশ্নের ভুল বাছবেন ! মাদ্রাসা সার্ভিস কমিশনের রিপোর্ট গ্রহণযোগ্য হতে পারে না ।" এরপরই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের শারীরশিক্ষা বিভাগের বিভাগীয় প্রধানকে দিয়ে বিশেষজ্ঞ কমিটি গঠন করার নির্দেশ দেন বিচারপতি । 20 নভেম্বরের মধ্যে ওই কমিটিকে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছেন তিনি ।

কলকাতা, 9 নভেম্বর: মাদ্রাসা সার্ভিস কমিশনের শারীরশিক্ষার পরীক্ষায় (Madrasa Service Commission Exam) 10টি প্রশ্ন 'ভুল'! এই অভিযোগে হওয়া মামলার শুনানিতে বিশেষজ্ঞ কমিটি গঠন করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। প্রশ্নে আদৌ ভুল রয়েছে কি না তা দেখতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের শরীরশিক্ষা বিভাগের বিভাগীয় প্রধানকে দিয়ে বিশেষজ্ঞ কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অনিরুদ্ধ রায় । 20 নভেম্বরের মধ্যে 'ভুল' প্রশ্ন নিয়ে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে এই কমিটিকে ।

শেখ আব্বাস আলি-সহ 12 জন মাদ্রাসা সার্ভিস কমিশনের শারীরশিক্ষার পরীক্ষায় ভুল প্রশ্নের (Wrong Questions) অভিযোগ এনে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন । মাদ্রাসা সার্ভিস কমিশনের এই পরীক্ষার মাধ্যমে কয়েকশো প্রার্থী চাকরি পান । শারীরশিক্ষা ষষ্ঠ এসএলএসটি 2013-র পরীক্ষা হয় 2021 সালে । মাদ্রাসা সার্ভিস কমিশন এই পরীক্ষা নেয়। সেই পরীক্ষায় 10টি প্রশ্ন ভুল এসেছে বলে অভিযোগ এনে মামলা দায়ের করা হয় । যদিও প্রশ্নে কোনও ভুল নেই বলে দাবি করে রিপোর্ট পেশ করে মাদ্রাসা সার্ভিস কমিশন ৷

আরও পড়ুন: মাদ্রাসার চাকরিতেও অভিষেকের হস্তক্ষেপ চাইছেন চাকরিপ্রার্থীরা, ক্যামাক স্ট্রিটে বিক্ষোভ

বিচারপতি অনিরুদ্ধ রায়ের প্রশ্ন, "যিনি প্রশ্ন তৈরি করেন, তিনি কীভাবে নিজের তৈরি প্রশ্নের ভুল বাছবেন ! মাদ্রাসা সার্ভিস কমিশনের রিপোর্ট গ্রহণযোগ্য হতে পারে না ।" এরপরই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের শারীরশিক্ষা বিভাগের বিভাগীয় প্রধানকে দিয়ে বিশেষজ্ঞ কমিটি গঠন করার নির্দেশ দেন বিচারপতি । 20 নভেম্বরের মধ্যে ওই কমিটিকে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.