ETV Bharat / state

International Museum Day 2023: মিউজিয়াম দিবসে কলকাতায় 75 ভিন্টেজ কমিউনিকেশন সংগ্রহের প্রদর্শনী - আন্তর্জাতিক মিউজিয়াম দিবস

আন্তর্জাতিক মিউজিয়াম দিবসে কলকাতায় 75টি ভিন্টেজ কমিউনিকেশন কালেকশনের প্রদর্শনী হতে চলেছে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে ৷

International Museum Day 2023
International Museum Day 2023
author img

By

Published : May 17, 2023, 8:06 PM IST

কলকাতা, 16 মে: আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার আন্তর্জাতিক মিউজিয়াম দিবস । আর সেই বিশেষ উপলক্ষে তিলোত্তমার নাগরিকদের জন্য বিশেষ আকর্ষণ থাকছে শহর কলকাতায় । কেন্দ্রীয় সরকারের অধীন ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম তথা দেশের প্রথম বিজ্ঞান মিউজিয়াম বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে এ দিন ‘ভিন্টেজ ভয়েজ-কমিউনিকেশন টেকনোলজি’ নামে একটি নতুন গ্যালারি উন্মোচন করা হবে । আর সেই গ্যালারিতে 75টিরও বেশি প্রযুক্তিগত বিবর্তনের চ্যালেঞ্জিং সফরের আভাস পাওয়া যাবে বলে জানিয়েছেন কর্মকর্তারা ।

এই ধরনের প্রযুক্তির সামাজিক প্রভাবকে গল্পের আকারে প্রকাশ করা হবে । বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিকাল মিউজিয়াম (বিআইটিএম) সূত্রের তরফে দাবি করা হয়েছে, "আমাদের স্টকে প্রায় 75টি ভিনটেজ কালেকটিভ আইটেম রয়েছে । যা আগামিকাল প্রদর্শিত করা হবে । শিশুরা এই আন্তর্জাতিক মিউজিয়াম দিবসে আরও প্রাণবন্তভাবে প্রযুক্তিগত বিবর্তনের চ্যালেঞ্জিং সফরের আভাস পাবে ।"

International Museum Day 2023
ভিন্টেজ কমিউনিকেশন কালেকশনের প্রদর্শনী

গ্যালারিতে যে প্রযুক্তিগুলির বিষয় তুলে ধরা হবে, তার মধ্যে রয়েছে অতীত এবং বর্তমান যোগাযোগের পদ্ধতি । থাকছে পোস্ট, টেলিগ্রাফ, টেলিফোনি, রেডিয়ো, ম্যুরাল, ম্যানেকুইন, মাল্টিমিডিয়া এবং আধুনিক শিল্প স্থাপনাগুলি টেলিপ্রিন্টার, আয়নোস্ফিয়ার রেকর্ডার, গ্রামোফোন, ম্যানুয়াল টেলিফোন এক্সচেঞ্জ, প্রাচীর-মাউন্টেড টেলিফোন, বেলের তরল ট্রান্সমিটারের প্রতিরূপ এবং ফায়ার-অ্যালার্ম বক্স ।

International Museum Day 2023
নতুন গ্যালারি উন্মোচন হবে
International Museum Day 2023
মিউজিয়াম দিবসে কলকাতার চমক

এই গ্যালারিটির উদ্বোধন করবেন ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম এবং নির্বাহী কমিটির চেয়ারম্যান অধ্যাপক অভিজিৎ চক্রবর্তী । উদ্বোধনের পর তা পাকাপাকি ভাবে মিউজিয়ামের অংশ হবে । সরকারি ছুটির দিন ছাড়াও গ্যালারিটি প্রতিদিন খোলা থাকবে । হো চি মিন-এর 133তম জন্মবার্ষিকী এবং আন্তর্জাতিক জাদুঘর দিবস উপলক্ষে ভারতীয় জাদুঘরটি 'ভিয়েতনামে ভারতীয় সংস্কৃতির ছাপ' নিয়ে একটি ফটো প্রদর্শনী ও সেমিনারেরও আয়োজন করেছে । যেখানে রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং ভারতে ভিয়েতনামের রাষ্ট্রদূত নগুয়েন থান হাই উপস্থিত থাকবেন ।

International Museum Day 2023
ভিন্টেজ কমিউনিকেশন কালেকশনের প্রদর্শনী

আরও পড়ুন: জাতীয় ক্রীড়াদিবসে জাদুঘর হিসাবে সংরক্ষণ করা হল মেজর ধ্যানচাঁদের ঘর

কলকাতা, 16 মে: আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার আন্তর্জাতিক মিউজিয়াম দিবস । আর সেই বিশেষ উপলক্ষে তিলোত্তমার নাগরিকদের জন্য বিশেষ আকর্ষণ থাকছে শহর কলকাতায় । কেন্দ্রীয় সরকারের অধীন ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম তথা দেশের প্রথম বিজ্ঞান মিউজিয়াম বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে এ দিন ‘ভিন্টেজ ভয়েজ-কমিউনিকেশন টেকনোলজি’ নামে একটি নতুন গ্যালারি উন্মোচন করা হবে । আর সেই গ্যালারিতে 75টিরও বেশি প্রযুক্তিগত বিবর্তনের চ্যালেঞ্জিং সফরের আভাস পাওয়া যাবে বলে জানিয়েছেন কর্মকর্তারা ।

এই ধরনের প্রযুক্তির সামাজিক প্রভাবকে গল্পের আকারে প্রকাশ করা হবে । বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিকাল মিউজিয়াম (বিআইটিএম) সূত্রের তরফে দাবি করা হয়েছে, "আমাদের স্টকে প্রায় 75টি ভিনটেজ কালেকটিভ আইটেম রয়েছে । যা আগামিকাল প্রদর্শিত করা হবে । শিশুরা এই আন্তর্জাতিক মিউজিয়াম দিবসে আরও প্রাণবন্তভাবে প্রযুক্তিগত বিবর্তনের চ্যালেঞ্জিং সফরের আভাস পাবে ।"

International Museum Day 2023
ভিন্টেজ কমিউনিকেশন কালেকশনের প্রদর্শনী

গ্যালারিতে যে প্রযুক্তিগুলির বিষয় তুলে ধরা হবে, তার মধ্যে রয়েছে অতীত এবং বর্তমান যোগাযোগের পদ্ধতি । থাকছে পোস্ট, টেলিগ্রাফ, টেলিফোনি, রেডিয়ো, ম্যুরাল, ম্যানেকুইন, মাল্টিমিডিয়া এবং আধুনিক শিল্প স্থাপনাগুলি টেলিপ্রিন্টার, আয়নোস্ফিয়ার রেকর্ডার, গ্রামোফোন, ম্যানুয়াল টেলিফোন এক্সচেঞ্জ, প্রাচীর-মাউন্টেড টেলিফোন, বেলের তরল ট্রান্সমিটারের প্রতিরূপ এবং ফায়ার-অ্যালার্ম বক্স ।

International Museum Day 2023
নতুন গ্যালারি উন্মোচন হবে
International Museum Day 2023
মিউজিয়াম দিবসে কলকাতার চমক

এই গ্যালারিটির উদ্বোধন করবেন ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম এবং নির্বাহী কমিটির চেয়ারম্যান অধ্যাপক অভিজিৎ চক্রবর্তী । উদ্বোধনের পর তা পাকাপাকি ভাবে মিউজিয়ামের অংশ হবে । সরকারি ছুটির দিন ছাড়াও গ্যালারিটি প্রতিদিন খোলা থাকবে । হো চি মিন-এর 133তম জন্মবার্ষিকী এবং আন্তর্জাতিক জাদুঘর দিবস উপলক্ষে ভারতীয় জাদুঘরটি 'ভিয়েতনামে ভারতীয় সংস্কৃতির ছাপ' নিয়ে একটি ফটো প্রদর্শনী ও সেমিনারেরও আয়োজন করেছে । যেখানে রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং ভারতে ভিয়েতনামের রাষ্ট্রদূত নগুয়েন থান হাই উপস্থিত থাকবেন ।

International Museum Day 2023
ভিন্টেজ কমিউনিকেশন কালেকশনের প্রদর্শনী

আরও পড়ুন: জাতীয় ক্রীড়াদিবসে জাদুঘর হিসাবে সংরক্ষণ করা হল মেজর ধ্যানচাঁদের ঘর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.