ETV Bharat / state

West Bengal Governor: ক্ষমা চান রাজ্যপাল, মানহানির মামলার হুঁশিয়ারি প্রাক্তন উপাচার্যদের - governor C V Ananda Bose controversy

রাজ্যপাল তাঁর মন্তব্যের জন্য ক্ষমা না-চাইলে মানহানির মামলা করার হুঁশিয়ারি দিলেন প্রাক্তন উপাচার্যরা ৷ কয়েকজন উপাচার্যের সময়সীমা না-বাড়ানো প্রসঙ্গে রাজ্যপাল দুর্নীতির অভিযোগ তোলেন ৷ এরপরই তাঁকে আইনি নোটিশ পাঠিয়েছেন প্রাক্তন উপাচার্যরা ৷

ETV Bharat
রাজ্যপাল সিভি আনন্দ বোস
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 15, 2023, 8:22 AM IST

Updated : Sep 15, 2023, 10:09 AM IST

কলকাতা, 15 সেপ্টেম্বর: রাজ্যপালের মন্তব্য ঘিরে বিতর্কের ঝড় উঠেছে ! অভিযোগ, উপাচার্যদের সম্মানহানি করেছেন রাজ্যপাল ৷ এই প্রসঙ্গে তাঁকে আইনি নোটিশ পাঠালেন প্রাক্তন উপাচার্যরা ৷ নোটিশে বলা হয়েছে, 15 দিনের মধ্যে রাজ্যের সাংবিধানিক প্রধানকে ক্ষমা চাইতে হবে ৷ রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশের দাবি, এই উপাচার্যদের সঙ্গে বাংলার শাসক শিবিরের সুসম্পর্ক রয়েছে ৷

এমনিতেই সরকার পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য ও রাজ্যপাল সম্পর্ক ক্রমশ তিক্ত হয়ে উঠেছে ৷ পদাধিকারবলে রাজ্য সরকার পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলির আচার্য রাজ্যপাল ৷ এই বিশ্ববিদ্যালয়গুলির কয়েকজন উপাচার্যদের দাবি, রাজ্যপাল সিভি আনন্দ বোস অসম্মানজনক এবং মিথ্যা অভিযোগ করেছেন ৷ এতেই ক্ষুব্ধ উপাচার্যরা ৷

আরও পড়ুন: উপাচার্য নিয়োগ বিলে সই না করা নিয়ে হাইকোর্টে রাজ্যপালের ভূমিকা প্রশ্নের মুখে

কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের মেয়াদ শেষ হয়েছে। কিন্তু সেই সময়সীমা আর বাড়ানো হয়নি ৷ এই ঘটনার কারণ কী তা ব্যাখ্যা করতে গিয়ে গত সপ্তাহে একটি ভিডিয়ো বার্তায় রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, "কয়েকজন উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ তাঁদের বিরুদ্ধে যৌন হেনস্তা, রাজনৈতিক কাজকর্মে অন্তর্ভুক্ত হওয়ার অভিযোগও রয়েছে ৷"

এই মন্তব্য ঘিরে বিতর্ক তুঙ্গে ৷ উপাচার্য ও শিক্ষাবিদদের সংগঠন এডুকেশনিস্ট ফোরামের পাঠানো আইনি নোটিশে জানানো হয়েছে, রাজ্যপাল যদি ক্ষমা না-চান, তাহলে 12 জন প্রাক্তন উপাচার্য আলাদা আলাদা করে 50 লক্ষ টাকার মানহানির মামলা করবেন ৷ এই ফোরামের মুখপাত্র প্রাক্তন উপাচার্য তথা তৃণমূল নেতা ওমপ্রকাশ মিশ্র সাংবাদিকদের বলেন, "রাজ্যপাল তাঁর মন্তব্য ফিরিয়ে নিন ৷ তা না করলে 12 জন প্রাক্তন উপাচার্য আলাদা আলাদা করে 50 লক্ষ টাকার মানহানির মামলা করবেন ৷" এই সাংবাদিক বৈঠকে ওই উপাচার্যরাও ছিলেন ৷

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকের বহু পদ খালি পড়ে রয়েছে ৷ এই পদগুলিতে দ্রুত নিয়োগ করতে রাজ্যপাল সিভি আনন্দ বোস একটি বিশেষ কমিটি গড়ার সিদ্ধান্ত নিয়েছেন ৷ তাঁর এই সিদ্ধান্তেরও সমালোচনা করেন ফোরামের মুখপাত্র ওমপ্রকাশ মিশ্র ৷ তিনিও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ৷ এই সমান্তরাল নিয়োগ প্রক্রিয়া নিয়ে তিনি বলেন, "একটি নিয়োগ প্রক্রিয়া রয়েছে ৷ কিন্তু রাজ্যপাল তা এড়িয়ে যাচ্ছেন ৷"

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ের কাজে গতি আনতে 'স্পিড প্রোগ্রাম' চালু রাজ্যপালের

সম্প্রতি সংবাদসংস্থা পিটিআইকে একটি সাক্ষাৎকার দেন রাজ্যপাল ৷ সেখানে তিনি জানান, কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, উপাচার্য নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকারের সঙ্গে রাজভবনকে আলোচনা করতে হবে ৷ পাশাপাশি আদালত বলেছে, উপাচার্যদের নিয়োগে রাজ্য সরকারের সম্মতি না দিলেও রাজ্যপাল তাঁদের নিয়োগ করতে পারেন ৷ সেই মতো নিয়োগ হয়েছে বলে মত রাজ্যের সাংবিধানিক প্রধানের।

(খবর সূত্র পিটিআই)

কলকাতা, 15 সেপ্টেম্বর: রাজ্যপালের মন্তব্য ঘিরে বিতর্কের ঝড় উঠেছে ! অভিযোগ, উপাচার্যদের সম্মানহানি করেছেন রাজ্যপাল ৷ এই প্রসঙ্গে তাঁকে আইনি নোটিশ পাঠালেন প্রাক্তন উপাচার্যরা ৷ নোটিশে বলা হয়েছে, 15 দিনের মধ্যে রাজ্যের সাংবিধানিক প্রধানকে ক্ষমা চাইতে হবে ৷ রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশের দাবি, এই উপাচার্যদের সঙ্গে বাংলার শাসক শিবিরের সুসম্পর্ক রয়েছে ৷

এমনিতেই সরকার পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য ও রাজ্যপাল সম্পর্ক ক্রমশ তিক্ত হয়ে উঠেছে ৷ পদাধিকারবলে রাজ্য সরকার পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলির আচার্য রাজ্যপাল ৷ এই বিশ্ববিদ্যালয়গুলির কয়েকজন উপাচার্যদের দাবি, রাজ্যপাল সিভি আনন্দ বোস অসম্মানজনক এবং মিথ্যা অভিযোগ করেছেন ৷ এতেই ক্ষুব্ধ উপাচার্যরা ৷

আরও পড়ুন: উপাচার্য নিয়োগ বিলে সই না করা নিয়ে হাইকোর্টে রাজ্যপালের ভূমিকা প্রশ্নের মুখে

কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের মেয়াদ শেষ হয়েছে। কিন্তু সেই সময়সীমা আর বাড়ানো হয়নি ৷ এই ঘটনার কারণ কী তা ব্যাখ্যা করতে গিয়ে গত সপ্তাহে একটি ভিডিয়ো বার্তায় রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, "কয়েকজন উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ তাঁদের বিরুদ্ধে যৌন হেনস্তা, রাজনৈতিক কাজকর্মে অন্তর্ভুক্ত হওয়ার অভিযোগও রয়েছে ৷"

এই মন্তব্য ঘিরে বিতর্ক তুঙ্গে ৷ উপাচার্য ও শিক্ষাবিদদের সংগঠন এডুকেশনিস্ট ফোরামের পাঠানো আইনি নোটিশে জানানো হয়েছে, রাজ্যপাল যদি ক্ষমা না-চান, তাহলে 12 জন প্রাক্তন উপাচার্য আলাদা আলাদা করে 50 লক্ষ টাকার মানহানির মামলা করবেন ৷ এই ফোরামের মুখপাত্র প্রাক্তন উপাচার্য তথা তৃণমূল নেতা ওমপ্রকাশ মিশ্র সাংবাদিকদের বলেন, "রাজ্যপাল তাঁর মন্তব্য ফিরিয়ে নিন ৷ তা না করলে 12 জন প্রাক্তন উপাচার্য আলাদা আলাদা করে 50 লক্ষ টাকার মানহানির মামলা করবেন ৷" এই সাংবাদিক বৈঠকে ওই উপাচার্যরাও ছিলেন ৷

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকের বহু পদ খালি পড়ে রয়েছে ৷ এই পদগুলিতে দ্রুত নিয়োগ করতে রাজ্যপাল সিভি আনন্দ বোস একটি বিশেষ কমিটি গড়ার সিদ্ধান্ত নিয়েছেন ৷ তাঁর এই সিদ্ধান্তেরও সমালোচনা করেন ফোরামের মুখপাত্র ওমপ্রকাশ মিশ্র ৷ তিনিও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ৷ এই সমান্তরাল নিয়োগ প্রক্রিয়া নিয়ে তিনি বলেন, "একটি নিয়োগ প্রক্রিয়া রয়েছে ৷ কিন্তু রাজ্যপাল তা এড়িয়ে যাচ্ছেন ৷"

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ের কাজে গতি আনতে 'স্পিড প্রোগ্রাম' চালু রাজ্যপালের

সম্প্রতি সংবাদসংস্থা পিটিআইকে একটি সাক্ষাৎকার দেন রাজ্যপাল ৷ সেখানে তিনি জানান, কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, উপাচার্য নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকারের সঙ্গে রাজভবনকে আলোচনা করতে হবে ৷ পাশাপাশি আদালত বলেছে, উপাচার্যদের নিয়োগে রাজ্য সরকারের সম্মতি না দিলেও রাজ্যপাল তাঁদের নিয়োগ করতে পারেন ৷ সেই মতো নিয়োগ হয়েছে বলে মত রাজ্যের সাংবিধানিক প্রধানের।

(খবর সূত্র পিটিআই)

Last Updated : Sep 15, 2023, 10:09 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.