ETV Bharat / state

Kabita Bitan: কলকাতা বইমেলায় প্রকাশিত হচ্ছে মুখ্যমন্ত্রীর কবিতাবিতানের ইংরেজি সংস্করণ - বইমেলা

জানুয়ারি মাসের 31 তারিখ থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত সল্টলেকের সেন্ট্রাল পার্কে চলবে কলকাতা আন্তর্জাতিক বইমেলা (International Kolkata Book Fair)। সেখানেই মুক্তি পেতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা 'কবিতাবিতান'-এর ইংরেজি সংস্করণ (English Version of Mamata Banerjees Kabita Bitan)।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 4, 2023, 3:22 PM IST

Updated : Jan 4, 2023, 3:44 PM IST

কলকাতা, 4 জানুয়ারি: বাংলার পর এবার ইংরেজি । 2023 সালে কলকাতা বইমেলায় (International Kolkata Book Fair) প্রকাশিত হতে চলছে মুখ্যমন্ত্রীর লেখা কবিতাবিতান-এর ইংরাজি সংস্করণ (English Version of Mamata Banerjees Kabita Bitan) । যদিও গিল্ড সূত্রে খবর, এখনও সমস্ত বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি । কিন্তু তৃণমূল অন্দরে এর কাজ অনেকটাই এগিয়েছে (English Version of Kabita Bitan will be released) ।

জানুয়ারি মাসের 31 তারিখ থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত সল্টলেকের বইমেলা প্রাঙ্গণে চলবে কলকাতা আন্তর্জাতিক বইমেলা । 46তম এই উৎসবের এবার থিম কান্ট্রি স্পেন । এছাড়াও থাকছে একাধিক চমক । সেই সবকিছু নিয়েই গত মঙ্গলবার দিল্লিতে স্পেনের রাষ্ট্রদূতের বাসভবনে সাংবাদিক বৈঠক করে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। সাংবাদিক বৈঠকে ত্রিদিব চট্টোপাধ্যায়দের সঙ্গে উপস্থিত ছিলেন স্পেনের রাষ্ট্রদূত জোস মারিয়া রিডাও ডমিনগুয়েজ । তবে এসবের মাঝে অন্যতম চমক মুখ্যমন্ত্রীর লেখা বই (Kabita Bitan) ।

2020 সালের বইমেলাতে আত্মপ্রকাশ করেছিল মুখ্যমন্ত্রীর লেখা এই কবিতার বই । এবারের বইমেলায় ফের আত্মপ্রকাশ করতে চলেছে 'কবিতাবিতান'। যা ইতিমধ্যেই বাংলা আকাডেমির পুরস্কার প্রাপ্ত । তবে এবার পাঠকরা পাবেন তার ইংরেজি সংস্করণ । তৃণমূল সূত্রে খবর, ইতিমধ্যেই সেই কাজ শুরু হয়েছে । বইমেলাতেই প্রকাশ করার চেষ্টা চলছে । তবে এ বিষয়ে গিল্ডের সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন, "আমরা এখনও পর্যন্ত এই বিষয়ে কিছু জানি না ।"

International Kolkata Book Fair
দিল্লিতে স্পেনের রাষ্ট্রদূতের বাসভবনে সাংবাদিক বৈঠকে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড

আরও পড়ুন: প্যাকেজে ‘মমতা’ মিলছে বইমেলায়, দাম 2000 টাকা

প্রতিবছরই বইমেলায় মুখ্যমন্ত্রীর একাধিক বই প্রকাশ পায় । ইতিমধ্যেই 112টি বই প্রকাশ পেয়েছে । এই নিয়ে মুখ্যমন্ত্রী গত সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বলেন, "আমার এখনও পর্যন্ত প্রায় 107-108টি বই বেরিয়ে গিয়েছে । তার বেশিই হয়তো হবে, কম বললাম । আমি প্রতি বছর 10 শতাংশ করে বইয়ের রয়্যালটি পাই । যতগুলো বই বিক্রি হয়, সবটা তো আমাকে দেয়ও না । যতটা পাই ততটাই আমার যথেষ্ট । আমার বই সব থেকে বেশি বিক্রি হয় ।"

আরও পড়ুন: 946টি কবিতা নিয়ে বইমেলায় মমতার কবিতা বিতান

তবে এর পাশাপাশি এবারের বইমেলায় থাকছে আরও চমক । 5 ফেব্রুয়ারি বইমেলায় পালিত হবে স্পেনের শিশু দিবস । সপ্তদশ শতাব্দীর প্রাচীন কিছু পুঁথি ও পাণ্ডুলিপি-সহ একাধিক পুরাতাত্ত্বিক ঐতিহ্য নিয়ে আলাদা প্রদর্শনী করবে এশিয়াটিক সোসাইটি । এছাড়া এবারের বইমেলায় বাংলাদেশের 71টি প্রকাশনা অংশগ্রহণ করছে । প্রতিবারের মতো থাকবে রাশিয়ার প্যাভিলিয়নও । পাশাপাশি এই প্রথমবার তাইল্যান্ডও অংশগ্রহণ করছে বইমেলায় ।

কলকাতা, 4 জানুয়ারি: বাংলার পর এবার ইংরেজি । 2023 সালে কলকাতা বইমেলায় (International Kolkata Book Fair) প্রকাশিত হতে চলছে মুখ্যমন্ত্রীর লেখা কবিতাবিতান-এর ইংরাজি সংস্করণ (English Version of Mamata Banerjees Kabita Bitan) । যদিও গিল্ড সূত্রে খবর, এখনও সমস্ত বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি । কিন্তু তৃণমূল অন্দরে এর কাজ অনেকটাই এগিয়েছে (English Version of Kabita Bitan will be released) ।

জানুয়ারি মাসের 31 তারিখ থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত সল্টলেকের বইমেলা প্রাঙ্গণে চলবে কলকাতা আন্তর্জাতিক বইমেলা । 46তম এই উৎসবের এবার থিম কান্ট্রি স্পেন । এছাড়াও থাকছে একাধিক চমক । সেই সবকিছু নিয়েই গত মঙ্গলবার দিল্লিতে স্পেনের রাষ্ট্রদূতের বাসভবনে সাংবাদিক বৈঠক করে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। সাংবাদিক বৈঠকে ত্রিদিব চট্টোপাধ্যায়দের সঙ্গে উপস্থিত ছিলেন স্পেনের রাষ্ট্রদূত জোস মারিয়া রিডাও ডমিনগুয়েজ । তবে এসবের মাঝে অন্যতম চমক মুখ্যমন্ত্রীর লেখা বই (Kabita Bitan) ।

2020 সালের বইমেলাতে আত্মপ্রকাশ করেছিল মুখ্যমন্ত্রীর লেখা এই কবিতার বই । এবারের বইমেলায় ফের আত্মপ্রকাশ করতে চলেছে 'কবিতাবিতান'। যা ইতিমধ্যেই বাংলা আকাডেমির পুরস্কার প্রাপ্ত । তবে এবার পাঠকরা পাবেন তার ইংরেজি সংস্করণ । তৃণমূল সূত্রে খবর, ইতিমধ্যেই সেই কাজ শুরু হয়েছে । বইমেলাতেই প্রকাশ করার চেষ্টা চলছে । তবে এ বিষয়ে গিল্ডের সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন, "আমরা এখনও পর্যন্ত এই বিষয়ে কিছু জানি না ।"

International Kolkata Book Fair
দিল্লিতে স্পেনের রাষ্ট্রদূতের বাসভবনে সাংবাদিক বৈঠকে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড

আরও পড়ুন: প্যাকেজে ‘মমতা’ মিলছে বইমেলায়, দাম 2000 টাকা

প্রতিবছরই বইমেলায় মুখ্যমন্ত্রীর একাধিক বই প্রকাশ পায় । ইতিমধ্যেই 112টি বই প্রকাশ পেয়েছে । এই নিয়ে মুখ্যমন্ত্রী গত সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বলেন, "আমার এখনও পর্যন্ত প্রায় 107-108টি বই বেরিয়ে গিয়েছে । তার বেশিই হয়তো হবে, কম বললাম । আমি প্রতি বছর 10 শতাংশ করে বইয়ের রয়্যালটি পাই । যতগুলো বই বিক্রি হয়, সবটা তো আমাকে দেয়ও না । যতটা পাই ততটাই আমার যথেষ্ট । আমার বই সব থেকে বেশি বিক্রি হয় ।"

আরও পড়ুন: 946টি কবিতা নিয়ে বইমেলায় মমতার কবিতা বিতান

তবে এর পাশাপাশি এবারের বইমেলায় থাকছে আরও চমক । 5 ফেব্রুয়ারি বইমেলায় পালিত হবে স্পেনের শিশু দিবস । সপ্তদশ শতাব্দীর প্রাচীন কিছু পুঁথি ও পাণ্ডুলিপি-সহ একাধিক পুরাতাত্ত্বিক ঐতিহ্য নিয়ে আলাদা প্রদর্শনী করবে এশিয়াটিক সোসাইটি । এছাড়া এবারের বইমেলায় বাংলাদেশের 71টি প্রকাশনা অংশগ্রহণ করছে । প্রতিবারের মতো থাকবে রাশিয়ার প্যাভিলিয়নও । পাশাপাশি এই প্রথমবার তাইল্যান্ডও অংশগ্রহণ করছে বইমেলায় ।

Last Updated : Jan 4, 2023, 3:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.