কলকাতা, 1 সেপ্টেম্বর : আজ উপনির্বাচন নিয়ে কয়েকটি রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন ৷ ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলি উপনির্বাচন নিয়ে তাদের পরামর্শ কমিশনের দফতরে জমা দিয়েছে । 30 অগস্টের মধ্যে উপনির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোকে তাদের মতামত জানানোর কথা বলা হয়েছিল । এরপর আজ বুধবার নির্বাচন কমিশন বিভিন্ন রাজ্যের মুখ্যসচিবদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে । দুপুর 3টে নাগাদ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক অনুষ্ঠিত হবে । রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এই দিনের বৈঠকে উপস্থিত থাকবেন বলে খবর ।
শুধু পশ্চিমবঙ্গ নয় ৷ আরও কয়েকটি রাজ্যে উপনির্বাচন রয়েছে ৷ করোনা পরিস্থিতিতে তা বন্ধ ছিল ৷ কিন্তু ছয় মাসের মধ্যে উপনির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ৷ সেকারণেই 30 অগস্টের মধ্যে রাজনৈতিক দলগুলিকে তাদের মতামত জানানোর কথা বলা হয়েছিল ৷ এরপর আজ এই উপনির্বাচন নিয়ে বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন ৷ নবান্ন সূত্রের খবর, এ দিনের বৈঠকের মূল বিষয় হতে চলেছে এ রাজ্যের 7 কেন্দ্রের উপনির্বাচন । নভেম্বরের শুরুতে গোটা প্রক্রিয়া শেষ করতে হবে । তাই এই বৈঠক থেকেই রাজ্যের তরফে নির্বাচন দ্রুত সম্পন্ন করার জন্য বলা হতে পারে ।
আরও পড়ুন, Sujan Chakraborty : লোকাল ট্রেন-স্কুল বন্ধ, উপনির্বাচনের পরিবেশ কোথায় ? প্রশ্ন সুজনের
ইতিমধ্যেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই সাত কেন্দ্রের কোভিড পরিস্থিতি সম্পর্কে কমিশনে একটা রিপোর্ট জমা দেওয়া হয়েছে । এই অবস্থায় কমিশনের তরফ থেকে তার সত্যতা যাচাই করা হতে পারে । একইভাবে করোনা আবহে নির্বাচন করার জন্য রাজ্য সরকার প্রস্তুত রয়েছে কি না, তাও জানতে চাওয়া হতে পারে । মোটের উপর এদিনের বৈঠক ভীষণভাবেই তাৎপর্যপূর্ণ হতে চলেছে কারণ এই বৈঠকের উপরই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাগ্য অনেকটাই নির্ভর করছে ।
প্রসঙ্গত, এবার বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুল জয় পেলেও পরাজিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এই অবস্থায় তাঁকে আগামী 5 নভেম্বরের মধ্যে রাজ্যের যে কোনও আসন থেকে নির্বাচনে জিতে আসতে হবে । সেক্ষেত্রে নির্বাচন কমিশন উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা না করায় চাপ বাড়ছে তৃণমূলের । এই অবস্থায় আজকের বৈঠক তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল ।