ETV Bharat / state

অতিথি অধ্যাপকদের ভাতা বন্ধ না করার নির্দেশ শিক্ষামন্ত্রীর

এই মুহূর্তে কোরোনা আক্রান্ত সারা দেশ ও রাজ্য । কলেজ নিজেরাই অতিথি অধ্যাপকদের ভাতার ভিত্তিতে নিয়েছে ৷ আর তাই এই প্রেক্ষাপটে তাঁদের সেই ভাতা দেওয়া যেন বন্ধ না করা হয় । " বললেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ।

education minister said, colleges can't stop paying allowences to para teachers in kolkata
কলেজগুলির ম্যানেজিং কমিটিকে অতিথি অধ্যাপকদের ভাতা বন্ধ না করার নির্দেশ শিক্ষামন্ত্রীর
author img

By

Published : Apr 11, 2020, 11:04 PM IST

কলকাতা, 11 এপ্রিল : যে সব কলেজের ম্যানেজিং কমিটি নিজেরা অতিথি শিক্ষক নিয়োগ করেছিল, তাঁদের অতিথি শিক্ষকদের ভাতা বন্ধ করা যাবে না ৷ বললেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । আজ তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে এই বিষয়ে একটি পোস্ট করেন । সেখানে তিনি বলেন, " এই মুহূর্তে কোরোনা আক্রান্ত সারা দেশ ও রাজ্য । কলেজ নিজেরাই অতিথি অধ্যাপকদের ভাতার ভিত্তিতে নিয়েছে ৷ আর তাই এই প্রেক্ষাপটে তাঁদের সেই ভাতা দেওয়া যেন বন্ধ না করা হয় । "

রাজ্যের কলেজগুলির আংশিক সময়ের, চুক্তিভিত্তিক ও অতিথি শিক্ষকদের এক ছাতার তলায় এনে স্টেট এডেড কলেজ টিচারের (SACT) স্বীকৃতি দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী । অভিজ্ঞতা ও যোগ্যতার নিরিখে SACT - কে 2 টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছিল ৷ প্রতি ক্যাটাগরির জন্য দুই ধরনের পারিশ্রমিক তথা বেতন ভাগ করে দেওয়া হয়েছিল । 2020 সালের 1 জানুয়ারি থেকে তা কার্যকর করা হবে বলে বিজ্ঞপ্তিও জারি করেছিল উচ্চশিক্ষা দপ্তর । কোরোনা ভাইরাস নিয়ে বর্তমানে যে পরিস্থিতি চলছে তা শুরুর আগে SACT পদে নিয়োগের জন্য অতিথি অধ্যাপকদের তথ্য যাচাই প্রক্রিয়া চলছিল । কিন্তু, কোরোনা ভাইরাস নিয়ে উদ্ভুত পরিস্থিতিতে থমকে যায় সেই প্রক্রিয়া । অন্যদিকে, অভিযোগ ওঠে রাজ্যের কলেজগুলির ম্যানেজিং কমিটি এতদিন নিজেদের প্রয়োজন অনুযায়ী অতিথি শিক্ষকদের নিয়োগ করত ৷ ফলে রাজ্য সরকার SACT - এর ঘোষণা করার পর তাঁরা অতিথি শিক্ষকদের ভাতা দেওয়া বন্ধ করে দেয় ৷

পশ্চিমবঙ্গ অতিথি অধ্যাপক সমিতির তরফ থেকে অমিত অধিকারি বলেন, " রাজ্যজুড়ে প্রায় 520 টি কলেজ রয়েছে । তাদের মধ্যে কয়েকটি কলেজ এখনও অতিথি অধ্যাপকদের ভাতা দিলেও সেই সংখ্যাটা খুবই কম । অধিকাংশ কলেজে ভাতা দেওয়া বন্ধ করে দিয়েছে । তাঁরা সরাসরি অতিথি অধ্যাপকদের কোনও দায়িত্বই নিচ্ছে না । শুধু এই সময়ে নয়, 1 জানুয়ারির পর থেকেই । এরপর উচ্চশিক্ষা দপ্তর ঘোষণা করে, 1 জানুয়ারি থেকে তোমাদের SACT-এ রূপান্তরিত করলাম, তবে থেকে প্রিন্সিপাল বা টিচার ইনচার্জরা অতিথি অধ্যাপকদের ডেকে বলে দিয়েছেন ৷ আপনাদের দায়িত্ব তো সরকার নিয়ে নিয়েছে ৷ আপনাদের বেতনের কাঠামো ঘোষণা হয়ে গেছে । তাহলে আমরা আপনাদের আর বেতন দেব না । সরকার যখন দেবে তখন আপনাদের বেতন হবে । "

education minister said, colleges can't stop paying allowences to para teachers in kolkata
কলেজগুলির ম্যানেজিং কমিটিকে অতিথি অধ্যাপকদের ভাতা বন্ধ না করার নির্দেশ শিক্ষামন্ত্রীর

অভিযোগ, রাজ্যজুড়ে প্রায় 8.5 হাজার অতিথি অধ্যাপক আছেন । যাদের বিভিন্ন সময়ে চাহিদামতো নিয়োগ করেছিল কলেজের ম্যানেজিং কমিটি । তাঁদের ভাতাও দিত ম্যানেজিং কমিটি । কিন্তু, রাজ্য সরকারের ঘোষণার পরেই তাঁরা সব দায়িত্ব ঝেড়ে ফেলে । এই রকম একাধিক অভিযোগ উচ্চশিক্ষা দপ্তরের কাছেও জমা পড়েছে । সেই অভিযোগের ভিত্তিতেই আজ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তাঁর ফেসবুকে লেখেন, "লক্ষ্য করে দেখেছি, যে সমস্ত কলেজ নিজেরাই অতিথি শিক্ষক নিয়েছিলেন, সেই অতিথি শিক্ষকদের কলেজের পরিচালন সমিতি ভাতা দেওয়া বন্ধ করে দিয়েছে । রাজ্য সরকার যখন প্রয়োজন ও UGC নিয়মাবলীকে সামনে রেখে একটা তথ্য সংগ্রহের কাজ করছে, ঠিক তখনই কলেজ পরিচালন সমিতি তাঁদের নিয়োগ করা অতিথি শিক্ষকদের নিজেদের থেকে ভাতা দেওয়া বন্ধ করে দিয়েছেন । এবিষয়ে, বেশ কিছু অভিযোগ অতিথি শিক্ষকদের তরফ থেকে জমা পড়েছে দপ্তরের কাছে । এই মুহূর্তে কোরোনা আক্রান্ত সারা দেশ ও রাজ্য । সেই প্রেক্ষাপটে যতক্ষণ না পর্যন্ত এবিষয়ে কোনও সরকারি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কলেজ যখন নিজেরাই অতিথি অধ্যাপকদের ভাতা ভিত্তিতে নিয়োগ করেছিল তখন তাঁদের সেই ভাতা দেওয়া যেন বন্ধ না করা হয় । "

কলকাতা, 11 এপ্রিল : যে সব কলেজের ম্যানেজিং কমিটি নিজেরা অতিথি শিক্ষক নিয়োগ করেছিল, তাঁদের অতিথি শিক্ষকদের ভাতা বন্ধ করা যাবে না ৷ বললেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । আজ তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে এই বিষয়ে একটি পোস্ট করেন । সেখানে তিনি বলেন, " এই মুহূর্তে কোরোনা আক্রান্ত সারা দেশ ও রাজ্য । কলেজ নিজেরাই অতিথি অধ্যাপকদের ভাতার ভিত্তিতে নিয়েছে ৷ আর তাই এই প্রেক্ষাপটে তাঁদের সেই ভাতা দেওয়া যেন বন্ধ না করা হয় । "

রাজ্যের কলেজগুলির আংশিক সময়ের, চুক্তিভিত্তিক ও অতিথি শিক্ষকদের এক ছাতার তলায় এনে স্টেট এডেড কলেজ টিচারের (SACT) স্বীকৃতি দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী । অভিজ্ঞতা ও যোগ্যতার নিরিখে SACT - কে 2 টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছিল ৷ প্রতি ক্যাটাগরির জন্য দুই ধরনের পারিশ্রমিক তথা বেতন ভাগ করে দেওয়া হয়েছিল । 2020 সালের 1 জানুয়ারি থেকে তা কার্যকর করা হবে বলে বিজ্ঞপ্তিও জারি করেছিল উচ্চশিক্ষা দপ্তর । কোরোনা ভাইরাস নিয়ে বর্তমানে যে পরিস্থিতি চলছে তা শুরুর আগে SACT পদে নিয়োগের জন্য অতিথি অধ্যাপকদের তথ্য যাচাই প্রক্রিয়া চলছিল । কিন্তু, কোরোনা ভাইরাস নিয়ে উদ্ভুত পরিস্থিতিতে থমকে যায় সেই প্রক্রিয়া । অন্যদিকে, অভিযোগ ওঠে রাজ্যের কলেজগুলির ম্যানেজিং কমিটি এতদিন নিজেদের প্রয়োজন অনুযায়ী অতিথি শিক্ষকদের নিয়োগ করত ৷ ফলে রাজ্য সরকার SACT - এর ঘোষণা করার পর তাঁরা অতিথি শিক্ষকদের ভাতা দেওয়া বন্ধ করে দেয় ৷

পশ্চিমবঙ্গ অতিথি অধ্যাপক সমিতির তরফ থেকে অমিত অধিকারি বলেন, " রাজ্যজুড়ে প্রায় 520 টি কলেজ রয়েছে । তাদের মধ্যে কয়েকটি কলেজ এখনও অতিথি অধ্যাপকদের ভাতা দিলেও সেই সংখ্যাটা খুবই কম । অধিকাংশ কলেজে ভাতা দেওয়া বন্ধ করে দিয়েছে । তাঁরা সরাসরি অতিথি অধ্যাপকদের কোনও দায়িত্বই নিচ্ছে না । শুধু এই সময়ে নয়, 1 জানুয়ারির পর থেকেই । এরপর উচ্চশিক্ষা দপ্তর ঘোষণা করে, 1 জানুয়ারি থেকে তোমাদের SACT-এ রূপান্তরিত করলাম, তবে থেকে প্রিন্সিপাল বা টিচার ইনচার্জরা অতিথি অধ্যাপকদের ডেকে বলে দিয়েছেন ৷ আপনাদের দায়িত্ব তো সরকার নিয়ে নিয়েছে ৷ আপনাদের বেতনের কাঠামো ঘোষণা হয়ে গেছে । তাহলে আমরা আপনাদের আর বেতন দেব না । সরকার যখন দেবে তখন আপনাদের বেতন হবে । "

education minister said, colleges can't stop paying allowences to para teachers in kolkata
কলেজগুলির ম্যানেজিং কমিটিকে অতিথি অধ্যাপকদের ভাতা বন্ধ না করার নির্দেশ শিক্ষামন্ত্রীর

অভিযোগ, রাজ্যজুড়ে প্রায় 8.5 হাজার অতিথি অধ্যাপক আছেন । যাদের বিভিন্ন সময়ে চাহিদামতো নিয়োগ করেছিল কলেজের ম্যানেজিং কমিটি । তাঁদের ভাতাও দিত ম্যানেজিং কমিটি । কিন্তু, রাজ্য সরকারের ঘোষণার পরেই তাঁরা সব দায়িত্ব ঝেড়ে ফেলে । এই রকম একাধিক অভিযোগ উচ্চশিক্ষা দপ্তরের কাছেও জমা পড়েছে । সেই অভিযোগের ভিত্তিতেই আজ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তাঁর ফেসবুকে লেখেন, "লক্ষ্য করে দেখেছি, যে সমস্ত কলেজ নিজেরাই অতিথি শিক্ষক নিয়েছিলেন, সেই অতিথি শিক্ষকদের কলেজের পরিচালন সমিতি ভাতা দেওয়া বন্ধ করে দিয়েছে । রাজ্য সরকার যখন প্রয়োজন ও UGC নিয়মাবলীকে সামনে রেখে একটা তথ্য সংগ্রহের কাজ করছে, ঠিক তখনই কলেজ পরিচালন সমিতি তাঁদের নিয়োগ করা অতিথি শিক্ষকদের নিজেদের থেকে ভাতা দেওয়া বন্ধ করে দিয়েছেন । এবিষয়ে, বেশ কিছু অভিযোগ অতিথি শিক্ষকদের তরফ থেকে জমা পড়েছে দপ্তরের কাছে । এই মুহূর্তে কোরোনা আক্রান্ত সারা দেশ ও রাজ্য । সেই প্রেক্ষাপটে যতক্ষণ না পর্যন্ত এবিষয়ে কোনও সরকারি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কলেজ যখন নিজেরাই অতিথি অধ্যাপকদের ভাতা ভিত্তিতে নিয়োগ করেছিল তখন তাঁদের সেই ভাতা দেওয়া যেন বন্ধ না করা হয় । "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.