ETV Bharat / state

মূর্খের মত আচরণ করছেন শিক্ষামন্ত্রী , পার্শ্বশিক্ষকদের অনশন মঞ্চে দাঁড়িয়ে মন্তব্য কৈলাসের

পার্শ্বশিক্ষকদের অনশন মঞ্চে গেলেন BJP নেতা কৈলাস বিজয়বর্গীয় । তাঁদের সঙ্গে কথা বলার পাশাপাশি রাজ্য সরকারকে আক্রমণ করেন তিনি ।

kailash
kailash
author img

By

Published : Nov 28, 2019, 8:24 AM IST

Updated : Nov 28, 2019, 8:29 AM IST

কলকাতা, 28 নভেম্বর : পার্শ্বশিক্ষকদের অনশন মঞ্চে গিয়ে শিক্ষামন্ত্রীকে আক্রমণ করলেন BJP নেতা কৈলাস বিজয়বর্গীয় । বলেন, "মূর্খের মত আচরণ করছেন শিক্ষামন্ত্রী ৷ ওঁর কি এখনও এই পদে থাকা উচিত ?"

গতকাল অনশনরত পার্শ্বশিক্ষকদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেছিলেন , "পার্শ্বশিক্ষকদের ওখানে কেউ অনশন করতে বলেনি । ফলে সরকারের তরফে ওঁদের অনশন ভঙ্গ করার বিষয়েও বলার কিছু নেই ৷" এই মন্তব্যের জন্য শিক্ষামন্ত্রীকে কটাক্ষ করেন BJP-র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় । বলেন , "কেন্দ্রের তরফে পাঠানো টাকায় প্রাথমিকে পার্শ্ব শিক্ষকদের ন্যূনতম বেতন হওয়া উচিত 15 হাজার টাকা । কিন্তু তাঁরা সব মিলিয়ে পাচ্ছেন 10 হাজার । বাকি টাকা কোথায় যাচ্ছে?"

kailash
অনশন মঞ্চে কৈলাস

17 দিন ধরে সল্টলেকে বিকাশ ভবনের সামনে অবস্থানে বসেছেন পার্শ্বশিক্ষকরা ৷ আর ১৩ দিন ধরে অনশন করছেন তাঁরা । গতকাল তাঁরা দাবি করেন, কেন্দ্রের পাঠানো টাকার একটি বড় অংশ তাঁদের কাছে পৌঁছাচ্ছে না । ইতিমধ্যেই মৃত্যু হয়েছে এক পার্শ্ব শিক্ষিকার ৷ অনশন মঞ্চে অসুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন রেবতী রাউত ৷ দক্ষিণ বড়াই প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষিকা ছিলেন তিনি ৷ অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়ার কারণেই রেবতীর মৃত্যু হয়েছে বলে অনেকের দাবি ৷

কৈলাস বিজয়বর্গীয় বক্তব্য

গতকাল সন্ধ্যায় কৈলাস বিজয়বর্গীয় অনশন মঞ্চে এসে রাজ্য সরকারের নিন্দা করেন । অনশনকারীদের সঙ্গেও কথা বলেন তিনি । পরে তিনি বলেন, "শিক্ষকরাই রাষ্ট্র নির্মাণ করেন । ওঁদের ভবিষ্যৎ আজ বিপন্ন । শিক্ষকরা যে কাগজ দিলেন তাতে স্পষ্ট লেখা আছে কেন্দ্র তাঁদের জন্য কত টাকা পাঠায় । কিন্তু সব টাকা তাঁরা পান না । মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের কাছে আমি বিষয়টি জানাব এবং এর সুরাহা চাইব । "

কলকাতা, 28 নভেম্বর : পার্শ্বশিক্ষকদের অনশন মঞ্চে গিয়ে শিক্ষামন্ত্রীকে আক্রমণ করলেন BJP নেতা কৈলাস বিজয়বর্গীয় । বলেন, "মূর্খের মত আচরণ করছেন শিক্ষামন্ত্রী ৷ ওঁর কি এখনও এই পদে থাকা উচিত ?"

গতকাল অনশনরত পার্শ্বশিক্ষকদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেছিলেন , "পার্শ্বশিক্ষকদের ওখানে কেউ অনশন করতে বলেনি । ফলে সরকারের তরফে ওঁদের অনশন ভঙ্গ করার বিষয়েও বলার কিছু নেই ৷" এই মন্তব্যের জন্য শিক্ষামন্ত্রীকে কটাক্ষ করেন BJP-র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় । বলেন , "কেন্দ্রের তরফে পাঠানো টাকায় প্রাথমিকে পার্শ্ব শিক্ষকদের ন্যূনতম বেতন হওয়া উচিত 15 হাজার টাকা । কিন্তু তাঁরা সব মিলিয়ে পাচ্ছেন 10 হাজার । বাকি টাকা কোথায় যাচ্ছে?"

kailash
অনশন মঞ্চে কৈলাস

17 দিন ধরে সল্টলেকে বিকাশ ভবনের সামনে অবস্থানে বসেছেন পার্শ্বশিক্ষকরা ৷ আর ১৩ দিন ধরে অনশন করছেন তাঁরা । গতকাল তাঁরা দাবি করেন, কেন্দ্রের পাঠানো টাকার একটি বড় অংশ তাঁদের কাছে পৌঁছাচ্ছে না । ইতিমধ্যেই মৃত্যু হয়েছে এক পার্শ্ব শিক্ষিকার ৷ অনশন মঞ্চে অসুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন রেবতী রাউত ৷ দক্ষিণ বড়াই প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষিকা ছিলেন তিনি ৷ অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়ার কারণেই রেবতীর মৃত্যু হয়েছে বলে অনেকের দাবি ৷

কৈলাস বিজয়বর্গীয় বক্তব্য

গতকাল সন্ধ্যায় কৈলাস বিজয়বর্গীয় অনশন মঞ্চে এসে রাজ্য সরকারের নিন্দা করেন । অনশনকারীদের সঙ্গেও কথা বলেন তিনি । পরে তিনি বলেন, "শিক্ষকরাই রাষ্ট্র নির্মাণ করেন । ওঁদের ভবিষ্যৎ আজ বিপন্ন । শিক্ষকরা যে কাগজ দিলেন তাতে স্পষ্ট লেখা আছে কেন্দ্র তাঁদের জন্য কত টাকা পাঠায় । কিন্তু সব টাকা তাঁরা পান না । মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের কাছে আমি বিষয়টি জানাব এবং এর সুরাহা চাইব । "

Intro:শিক্ষামন্ত্রী মূর্খের মত আচরন করছেন। এমন শিক্ষামন্ত্রীর পদ ছেড়ে দেওয়া উচিত বলে কটাক্ষ করলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। বুধবার সন্ধ্যাবেলায় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় সেন্ট্রাল পার্ক ময়দানের আসেন। অনশন মঞ্চ থেকে তিনি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মূর্খের মত আচরন করছেন বলে কটাক্ষ করেন। এদিন শিক্ষা মন্ত্রী পার্শ্বশিক্ষকদের প্রসঙ্গে মন্তব্য করেন, "পার্শ্বশিক্ষকদের ওখানে কেউ অনশন করতে বলেনি। ফলে ওদের সরকারের তরফে অনশন ভঙ্গ করার বিষয়েও বলার কিছু নেই"। এর প্রতিক্রিয়া দিতে গিয়ে কৈলাস বিজয়বর্গীয় শিক্ষামন্ত্রীকে কটাক্ষ করেন।Body: ১৭ দিন ধরে সল্টলেকে বিকাশ ভবনের সামনে অবস্থানে বসা শিক্ষকরা এদিন দাবি করেন, কেন্দ্রের পাঠানো টাকার একটি বড় অংশ তাদের কাছে পৌঁছচ্ছে না। বেতন কাঠামো ও সম কাজে সম বেতনের দাবিতে ১৩ দিন ধরে অনশনও চলছে। বুধবার আন্দোলনকারীদের সঙ্গে দেখা করেন বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয়। তিনি দাবি করেন, “কেন্দ্রীয় সরকার যে টাকা পাঠাচ্ছে তাতে প্রাথমিকে পার্শ্ব শিক্ষকদের নূ্যনতম বেতন হওয়া উচিত ১৫ হাজার টাকা। কিন্তু তারা সব মিলিয়ে পাচ্ছেন দশ হাজার। বাকি টাকা কোথায় যাচ্ছে?”

কৈলাশ বিজয়বর্গীয় ধরনা মঞ্চে এসে রাজ্য সরকারের কড়া ভাষায় নিন্দা করেন। অনশনকারীদের সঙ্গেও কথা বলেন তিনি। পরে কৈলাশবলেন, “শিক্ষকরাই রাষ্ট্র নির্মাণ করে। ওদের ভবিষ্যৎ আজ বিপন্ন। শিক্ষকরা যে কাগজ দিলেন তাতে স্পষ্ট লেখা আছে কেন্দ্র সরকার তাদের জন্য কত টাকা পাঠায়। কিন্তু ওরা যা বলছেন তাতে সব টাকা তারা পান না। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের কাছে আমি বিষয়টি জানাবো এবং এর সুরাহা চাইব"।

এদিন কৈলাস বিজয়বর্গীয় কে পাশে রেখে অনশনকারী পার্শ্বশিক্ষকরা নির্জলা অনশনের হুঁশিয়ারি দেন। 13 দিন ধরে না খেয়ে দেয়ে অনশন করছেন পার্শ্বশিক্ষকরা এতে তাদের অনেকের স্বাস্থ্যের অবনতি হয়েছে বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি এই অবস্থা দেখে পার্শ্বশিক্ষকদের নির্জলা অনুসরণ করতে নিষেধ করেন কৈলাস বিজয়বর্গীয়Conclusion:
Last Updated : Nov 28, 2019, 8:29 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.