কলকাতা, 5 সেপ্টেম্বর: রাজারহাটে ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার অভিযোগে তৃণমূল সাংসদ নুসরত জাহানকে তলব করল ইডি । সিজিও কমপ্লেক্স সূত্রের খবর, আগামী মঙ্গলবার সকাল 11টার মধ্যে তৃণমূল সাংসদ নুসরত জাহানকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। পাশাপাশি যে কোম্পানি বা সংস্থার নামে ইতিমধ্যেই একটি অভিযোগ দায়ের হয়েছে সেই কোম্পানি বা সংস্থার ডিরেক্টর রাকেশ সিংকেও তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
অভিযোগ, নুসরত একটি কোম্পানিতে থাকাকালীন একাধিক প্রবীণ ব্যক্তিদের সঙ্গে ফ্ল্যাট বিক্রির নামে প্রতরণা হয়েছে। এই খবর সামনে আসার পরেই বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা বিভিন্ন অভিযোগকারীদের একত্রিত করে স্থানীয় গড়িয়াহাট থানা এবং সল্টলেক সিজিও কমপ্লেক্সের ইনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরে গিয়ে একটি অভিযোগ দায়ের করেন ।
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে কলকাতা পুলিশ এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা । এর আগেও তৃণমূল সাংসদ তথা অভিনেত্রীকে ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে এই ঘটনার পরপরই কলকাতা প্রেস ক্লাবে তড়িঘড়ি সাংবাদিক বৈঠক ডেকে নুসরত জানিয়েছিলেন, অভিযোগটি যখন করা হয়েছে তার অনেক আগেই তিনি সংশ্লিষ্ট কোম্পানি বা সংস্থাটি ছেড়ে দিয়েছিলেন । এছাড়াও তিনি জানিয়েছিলেন যে, কয়েক কোটি টাকা তিনি সংশ্লিষ্ট কোম্পানি থেকে ঋণ নিয়েছিলেন । সেই ঋণের টাকা তিনি কড়াই গণ্ডায় শোধ করে দিয়েছেন । কিন্তু এরপর তাঁকে প্রশ্ন করা হয় যে তিনি ব্যাংকের মাধ্যমে ঋণ না নিয়ে কেন একটি কোম্পানির তরফ থেকে ঋণ নিলেন ? এ কথা শুনেই তৃণমূল সাংসদ নুসরাত জাহান সাংবাদিক বৈঠক ছেড়ে বেরিয়ে যান ।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর, এই ঘটনা তদন্ত নেমে বিভিন্ন পারিপার্শ্বিক তথ্য-প্রমাণ এবং অভিযোগকারীদের সঙ্গে কথা বলে তাদের বয়ান রেকর্ড করার পর অভিযুক্ত তৃণমূল সাংসদ নুসরত জাহানকে ডেকে পাঠানো হয়েছে । অবশ্য এই বিষয়ে তৃণমূল সাংসদের কোনও প্রতিক্রিয়া মেলেনি ।
আরও পড়ুন : 'এটা আমার বিষয় নয়', নুসরত প্রসঙ্গ এড়িয়ে গেলেন মুখ্যমন্ত্রী