ETV Bharat / state

ED Summons Sujay Bhadra: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় 'কালীঘাটের কাকু'কে তলব ইডির - নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকুকে তলব

রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক নেতা, বিধায়কের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ৷ অভিযুক্ত প্রাক্তন তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের কাছ থেকে কালীঘাটের কাকু ওরফে সুজয় ভদ্রের সন্ধান পায় তদন্তকারীরা ৷ তাঁকে তলব করল ইডি ৷

ETV Bharat
কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র
author img

By

Published : May 26, 2023, 11:24 AM IST

Updated : May 26, 2023, 2:10 PM IST

কলকাতা, 26 মে: চলতি মাসেই কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালায় ইডি ৷ এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাল ৷ সূত্রে জানা গিয়েছে, আগামী মঙ্গলবার, 30 মে সুজয় কৃষ্ণ ভদ্রকে তাঁর স্ত্রী এবং মেয়ের যাবতীয় ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য সঙ্গে নিয়ে সিজিও কমপ্লেক্সে আসতে বলা হয়েছে ৷

গত শনিবার কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল সিবিআই ৷ সেদিন ভোরে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে তল্লাশি অভিযান চালায় ইডি ৷ এরপর একাধিক তথ্য এবং বিভিন্ন ডিজিটাল নথিপত্র উদ্ধার করেন তদন্তকারী আধিকারিকরা ৷ ইডির অভিযোগ, মূলত সুজয় কৃষ্ণের স্ত্রী এবং মেয়ের নামে একাধিক সম্পত্তি রয়েছে ৷ এই সম্পত্তির উৎস জানতে বিস্তারিত তথ্য এবার খতিয়ে দেখতে চান ইডি আধিকারিকরা ৷

সুজয় কৃষ্ণ ভদ্রের নাম প্রকাশ্যে এনেছিলেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত প্রাক্তন তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ ৷ শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তে নেমে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রকে দু'বার নিজাম প্যালেসে তলব করেছিল সিবিআই ৷ তবে তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন ৷ সিবিআই-এর পাশাপাশি ইডির আধিকারিকরা এই ঘটনার তদন্তে নেমে কালীঘাটের কাকুর সম্পর্কে জানতে পারেন, একাধিক জায়গায় তাঁর সম্পত্তি ছড়িয়ে রয়েছে ৷

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আরও জানতে পারে, সুজয় কৃষ্ণ ভদ্র মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের কর্মী ৷ এছাড়া গত শনিবার সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে তল্লাশি অভিযানের পাশাপাশি দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সদস্য জ্ঞানদানন্দ সামন্তের বিবিরহাটের বাড়িতেও তল্লাশি অভিযান চালায় ৷ সেখান থেকেও বহু গুরুত্বপূর্ণ নথিপত্র পেয়েছিলেন তদন্তকারীরা ৷ ফলে এই সব তথ্যের সত্যতা যাচাই করতে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রকে আগামী মঙ্গলবার ডেকে পাঠিয়েছে ইডি ৷

আরও পড়ুন: অভিষেকের সিবিআই জেরার আগে শনি-সকালে 'কালীঘাটের কাকু'র বাড়িতে ইডি-তল্লাশি

কলকাতা, 26 মে: চলতি মাসেই কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালায় ইডি ৷ এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাল ৷ সূত্রে জানা গিয়েছে, আগামী মঙ্গলবার, 30 মে সুজয় কৃষ্ণ ভদ্রকে তাঁর স্ত্রী এবং মেয়ের যাবতীয় ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য সঙ্গে নিয়ে সিজিও কমপ্লেক্সে আসতে বলা হয়েছে ৷

গত শনিবার কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল সিবিআই ৷ সেদিন ভোরে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে তল্লাশি অভিযান চালায় ইডি ৷ এরপর একাধিক তথ্য এবং বিভিন্ন ডিজিটাল নথিপত্র উদ্ধার করেন তদন্তকারী আধিকারিকরা ৷ ইডির অভিযোগ, মূলত সুজয় কৃষ্ণের স্ত্রী এবং মেয়ের নামে একাধিক সম্পত্তি রয়েছে ৷ এই সম্পত্তির উৎস জানতে বিস্তারিত তথ্য এবার খতিয়ে দেখতে চান ইডি আধিকারিকরা ৷

সুজয় কৃষ্ণ ভদ্রের নাম প্রকাশ্যে এনেছিলেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত প্রাক্তন তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ ৷ শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তে নেমে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রকে দু'বার নিজাম প্যালেসে তলব করেছিল সিবিআই ৷ তবে তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন ৷ সিবিআই-এর পাশাপাশি ইডির আধিকারিকরা এই ঘটনার তদন্তে নেমে কালীঘাটের কাকুর সম্পর্কে জানতে পারেন, একাধিক জায়গায় তাঁর সম্পত্তি ছড়িয়ে রয়েছে ৷

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আরও জানতে পারে, সুজয় কৃষ্ণ ভদ্র মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের কর্মী ৷ এছাড়া গত শনিবার সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে তল্লাশি অভিযানের পাশাপাশি দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সদস্য জ্ঞানদানন্দ সামন্তের বিবিরহাটের বাড়িতেও তল্লাশি অভিযান চালায় ৷ সেখান থেকেও বহু গুরুত্বপূর্ণ নথিপত্র পেয়েছিলেন তদন্তকারীরা ৷ ফলে এই সব তথ্যের সত্যতা যাচাই করতে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রকে আগামী মঙ্গলবার ডেকে পাঠিয়েছে ইডি ৷

আরও পড়ুন: অভিষেকের সিবিআই জেরার আগে শনি-সকালে 'কালীঘাটের কাকু'র বাড়িতে ইডি-তল্লাশি

Last Updated : May 26, 2023, 2:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.