ETV Bharat / state

Cattle Smuggling Probe: আসানসোল সংশোধনাগারের সুপারকে দিল্লি তলব করল ইডি - গরু পাচারকাণ্ড

অনুব্রত মণ্ডলকে গ্রেফতারির মামলায় এবার আসানসোল সংশোধনাগারের সুপারকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাল ইডি (ED summons Asansol jail super) ৷ তাঁকে দিল্লি তলব করা হয়েছে ৷

Etv Bharat
ফাইল ছবি
author img

By

Published : Mar 23, 2023, 7:43 AM IST

Updated : Mar 23, 2023, 8:59 AM IST

কলকাতা, 22 মার্চ: রাজ্যে গরু পাচারকাণ্ডে ধৃত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল সংক্রান্ত মামলায় এবার আসানসোল সংশোধনাগারের সুপারকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । ওই জেল আধিকারিককে দিল্লিতে ডেকে পাঠিয়েছে ইডি ৷ জানা গিয়েছে, গরু পাচারকাণ্ডে ধৃত অনুব্রত মণ্ডল সম্পর্কে আসানসোল সংশোধনাগরের সুপার কৃপাময় নন্দীর কাছ থেকে কিছু তথ্য জানতে চাইছেন তদন্তকারীরা (ED Probe in Cattle Smuggling case) ৷

গত সেপ্টেম্বরে সিবিআই-এর হাতে গ্রেফতার হন বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত ৷ পরে এই মামলার সঙ্গে যুক্ত হয় ইডি ৷ তাদের তরফেও পৃথকভাবে গ্রেফতার করা হয় কেষ্টকে ৷ কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হওয়ার পর দীর্ঘ কয়েকমাস আসানসোল সংশোধনাগারেই সময় কেটেছে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) ৷

আসানসোল সংশোধনাগারে থাকাকালীন কী কী সুবিধা পেয়েছিলেন এই তৃণমূল নেতা, তাঁকে অতিরিক্ত কোনও সুযোগ-সুবিধা প্রদান করা হয়েছিল কি না, তা এই সংশোধনাগারের তদন্তকারীদের থেকে জানতে চান ইডি আধিকারিকরা (Jail Super of Asansol Correctional Home) ৷ এর পাশাপাশি, আসানসোল থেকে যখন ইনফোর্সমেন্ট ডিরেক্টরেটর গোয়েন্দারা অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার তোড়জোড় করছিলেন সেই সময় কী ভূমিকা ছিল সংশোধনাগরের সুপারের তাও জানতে চাইছেন ইডি'র গোয়েন্দারা ৷

অনুব্রত মণ্ডলকে আসানসোল সংশোধনাগারের ভিতর রাখার আগে সংশোধনাগরের ভিতর কী কী পরিবর্তন করা হয়েছিল এবং যদি তিনি অতিরিক্ত কোনও সুযোগ-সুবিধা পেয়ে থাকেন সে ক্ষেত্রে কেন তা দেওয়া হয়েছিল তাও জানতে চান ইডি আধিকারিকরা ৷ উল্লেখ্য, প্রথমে সিবিআই-এর হাতে গ্রেফতার হওয়ার পর অনুব্রত মণ্ডলকে তদন্তের স্বার্থে নিয়ে যাওয়া হয়েছিল দুবরাজপুরে । সেখান থেকে তাঁর ঠাই হয় সংশোধনাগারে ৷ পরে সেখানেই অনুব্রত মণ্ডলকে নিজেদের মামলায় গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ।

আরও পড়ুন: দুর্নীতির দায় কার ? একে-অপরকে দুষছেন কেষ্ট-মণীশ !

সূত্রের খবর, তদন্তে নেমে ইডি গোয়েন্দারা জানতে পেরেছেন, আসানসোল সংশোধনাগারে থাকাকালীন অনুব্রত মণ্ডল বেশ কয়েকবার আসানসোল সংশোধনাগারের হাসপাতাল ব্যবহার করেছন । সেই কারণে আসানসোল সংশোধনাগরের হাসপাতালকে কিছুটা সাজিয়ে তোলা হয়েছিল । এছাড়াও জানা গিয়েছে, যতদিন অনুব্রত মণ্ডল এই সংশোধনাগরের মধ্যে ছিলেন সেই সময় তার দু'বেলা খাবার মেনুতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছিল । এই বিষয়গুলি সংশোধনাগারের সুপারের কাছে জানতে চাইতে পারেন তদন্তকারীরা ৷

কলকাতা, 22 মার্চ: রাজ্যে গরু পাচারকাণ্ডে ধৃত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল সংক্রান্ত মামলায় এবার আসানসোল সংশোধনাগারের সুপারকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । ওই জেল আধিকারিককে দিল্লিতে ডেকে পাঠিয়েছে ইডি ৷ জানা গিয়েছে, গরু পাচারকাণ্ডে ধৃত অনুব্রত মণ্ডল সম্পর্কে আসানসোল সংশোধনাগরের সুপার কৃপাময় নন্দীর কাছ থেকে কিছু তথ্য জানতে চাইছেন তদন্তকারীরা (ED Probe in Cattle Smuggling case) ৷

গত সেপ্টেম্বরে সিবিআই-এর হাতে গ্রেফতার হন বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত ৷ পরে এই মামলার সঙ্গে যুক্ত হয় ইডি ৷ তাদের তরফেও পৃথকভাবে গ্রেফতার করা হয় কেষ্টকে ৷ কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হওয়ার পর দীর্ঘ কয়েকমাস আসানসোল সংশোধনাগারেই সময় কেটেছে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) ৷

আসানসোল সংশোধনাগারে থাকাকালীন কী কী সুবিধা পেয়েছিলেন এই তৃণমূল নেতা, তাঁকে অতিরিক্ত কোনও সুযোগ-সুবিধা প্রদান করা হয়েছিল কি না, তা এই সংশোধনাগারের তদন্তকারীদের থেকে জানতে চান ইডি আধিকারিকরা (Jail Super of Asansol Correctional Home) ৷ এর পাশাপাশি, আসানসোল থেকে যখন ইনফোর্সমেন্ট ডিরেক্টরেটর গোয়েন্দারা অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার তোড়জোড় করছিলেন সেই সময় কী ভূমিকা ছিল সংশোধনাগরের সুপারের তাও জানতে চাইছেন ইডি'র গোয়েন্দারা ৷

অনুব্রত মণ্ডলকে আসানসোল সংশোধনাগারের ভিতর রাখার আগে সংশোধনাগরের ভিতর কী কী পরিবর্তন করা হয়েছিল এবং যদি তিনি অতিরিক্ত কোনও সুযোগ-সুবিধা পেয়ে থাকেন সে ক্ষেত্রে কেন তা দেওয়া হয়েছিল তাও জানতে চান ইডি আধিকারিকরা ৷ উল্লেখ্য, প্রথমে সিবিআই-এর হাতে গ্রেফতার হওয়ার পর অনুব্রত মণ্ডলকে তদন্তের স্বার্থে নিয়ে যাওয়া হয়েছিল দুবরাজপুরে । সেখান থেকে তাঁর ঠাই হয় সংশোধনাগারে ৷ পরে সেখানেই অনুব্রত মণ্ডলকে নিজেদের মামলায় গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ।

আরও পড়ুন: দুর্নীতির দায় কার ? একে-অপরকে দুষছেন কেষ্ট-মণীশ !

সূত্রের খবর, তদন্তে নেমে ইডি গোয়েন্দারা জানতে পেরেছেন, আসানসোল সংশোধনাগারে থাকাকালীন অনুব্রত মণ্ডল বেশ কয়েকবার আসানসোল সংশোধনাগারের হাসপাতাল ব্যবহার করেছন । সেই কারণে আসানসোল সংশোধনাগরের হাসপাতালকে কিছুটা সাজিয়ে তোলা হয়েছিল । এছাড়াও জানা গিয়েছে, যতদিন অনুব্রত মণ্ডল এই সংশোধনাগরের মধ্যে ছিলেন সেই সময় তার দু'বেলা খাবার মেনুতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছিল । এই বিষয়গুলি সংশোধনাগারের সুপারের কাছে জানতে চাইতে পারেন তদন্তকারীরা ৷

Last Updated : Mar 23, 2023, 8:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.