কলকাতা, 10 মার্চ : সিবিআইয়ের পর এবার ইডি । সারদাকাণ্ডে চিত্রশিল্পী শুভাপ্রশন্নকে নোটিস পাঠাল ইডি । আগামী 15 মার্চ চিত্রশিল্পীকে সিজিও কম্পলেক্সে ইডি-র দফতরে হাজিরা দিতে বলা হয়েছে ।
ইডি সূত্রের খবর, সারদার মালিকের কাছ থেকে একাধিকভাবে লাভবান হয়েছিলেন শুভাপ্রসন্ন । পাশাপাশি তাঁকে সারদার একাধিক অনুষ্ঠানেও দেখা গিয়েছিল । তদন্তে নেমে তাদের হাতে একাধিক তথ্য উঠে এসেছে বলে দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের । তাছাড়াও ইডির দাবি, একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে এমন কিছু নথিপত্র পাওয়া গেছে, সেখানে একাধিকভাবে শুভাপ্রসন্নের যোগ রয়েছে বলেও জানা গেছে । এরপরেই তাঁকে নোটিস পাঠায় ইডি । এর আগেও সারদাকাণ্ডে শুভাপ্রসন্নকে জেরা করে সিবিআই ।
আরও পড়ুন : কয়লা-কাণ্ডের তদন্তে রাজ্যের অনুমতির প্রয়োজন নেই, সুপ্রিম কোর্টে জানাল সিবিআই
সারদা কাণ্ডের একই মামলায় তৃণমূল নেতা সমীর চক্রবর্তীকেও নোটিস পাঠায় ইডি । তাঁকে 12 মার্চ হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয় সিজিও কমপ্লেক্সে । উল্লেখ্য তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষকে সম্প্রতি দু'বার জেরা করে কেন্দ্রীয় আর্থিক তদন্ত সংস্থা ।