কলকাতা, 4 অক্টোবর: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ আগামী 9 অক্টোবর সকাল 10টায় নথিপত্র নিয়ে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে অভিষেককে ৷ আর তল্লাশি অভিযান চালানোর পর যে সব নথিপত্র উদ্ধার করা হয়েছে, সেগুলি ভালো ভাবে পরীক্ষা-নিরীক্ষা করার পর আগামী সপ্তাহে রুজিরাকেও তলব করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা ।
সিজিও কমপ্লেক্স সূত্রের খবর, নোটিশ পাঠিয়ে বলা হয়েছে, আগামী সপ্তাহের মধ্যে অভিষেক-পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে একাধিক নথিপত্র সমেত সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে হবে । এছাড়া চলতি সপ্তাহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা এবং মাকেও তলব করেছেন ইডি গোয়েন্দারা ।
একমাস আগে দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানির বিভিন্ন অফিসে দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চালান কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা । সেখানে তল্লাশি অভিযান চালানোর পর বেশকিছু নথিপত্র এবং বিশেষ করে ডিজিটাল নথিপত্র বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা । সেই নথিপত্র ঘেঁটে তদন্তকারীরা প্রাথমিক অনুমান করছেন যে, লিপস অ্যান্ড বাউন্ডস নামে এই কোম্পানির প্রচুর কালো টাকা সাদা টাকায় পরিণত করা হয়েছিল ৷ এছাড়াও রুজিরা বন্দ্যোপাধ্যায়ের নামে একাধিক টাকা জমা হয়েছিল । আবার এই লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানির সিইও হিসেবে দেখানো হয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ।
আরও পড়ুন: দিল্লিতে পুলিশি হেনস্তা, লক্ষ্মীবারে এক লক্ষ কর্মী-সমর্থক নিয়ে রাজভবন অভিযানের ডাক অভিষেকের
সম্প্রতি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে একটি প্রেস বিবৃতি দিয়ে জানানো হয়েছিল যে, সংশ্লিষ্ট কোম্পানির সিইও পদে এখনও রয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । এরপরেই অভিষেককে গত তিন অক্টোবর সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল । পাশাপাশি, অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দোপাধ্যায়কেও তলব করা হয় ।
সূত্রের খবর, অভিষেক-পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের কোথায় কোথায় ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এবং সেই ব্যাংক অ্যাকাউন্টগুলি কারা কারা হ্যান্ডেল করেন, পাশাপাশি অভিষেক-পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা জমা করা হয়েছে, সেই টাকার উৎস কী, এই সব তথ্যই জানতে চাইছেন ইডি-র আধিকারিকরা ৷ সূত্রের খবর, রুজিরা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেকের বাবা ও মায়ের বয়ান রেকর্ড করা হবে ৷ পরবর্তীকালে সেই রেকর্ডের বয়ান মিলিয়ে দেখা হবে ।