কলকাতা, 8 ফেব্রুয়ারি: নিয়োগ দুর্নীতি মামলার পর এবার কয়লা পাচার কাণ্ডে (Coal Smuggling Case) উদ্ধার হল কোটি কোটি টাকা। রাজ্যে কয়লা কাণ্ডের টাকা বহাল তবিয়তে কলকাতার বাজারে খাটানো হচ্ছে, এমন অভিযোগ পেয়ে দিল্লির এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা কলকাতার আধিকারিকদের নিয়ে বুধবার সকাল থেকেই বালিগঞ্জ রোডের গজরাজ গ্রুপের অফিসে পৌঁছে যান। এখানে তল্লাশি অভিযানের পর এখনও পর্যন্ত প্রায় 1 কোটিরও বেশি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে (ED Recovers Huge Amount of Money) বলে সূত্রের খবর।
ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর, মূলত গজরাজ গ্রুপ একটি নির্মাণ সংস্থা। কালো কোটি টাকা সংশ্লিষ্ট গ্রুপের মাধ্যমে সাদা করার চেষ্টা করা হয় এবং তারপর তা কলকাতায় খাটানো হয় বলে ইডির অভিযোগ। এদিন প্রথমেই অভিযান চালিয়ে সংশ্লিষ্ট সংস্থার আধিকারিকদের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। চলে তল্লাশি পর্ব। সূত্রের খবর, সেখানে তল্লাশি অভিযান চালানোর পরেই একাধিক লকার থেকে এবং ড্রয়ার থেকে উদ্ধার হয় 500 টাকার বান্ডিল বান্ডিল নোট।
পরবর্তীতে একটি ব্যাংকে খবর দেওয়া হয় ৷ ব্যাংক আধিকারিক এসে মেশিন দিয়ে টাকা গোনা শুরু করেন ৷ এখনও পর্যন্ত এক কোটি টাকারও বেশি উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। কিন্তু এই বিপুল পরিমাণ টাকা কী করে এই অফিসে এল তার কোনও উত্তর দিতে পারেননি সংশ্লিষ্ট সংস্থার আধিকারিকরা ৷ খবর কয়লা পাচারের কালো কোটি কোটি টাকা বহাল তরিয়াতে এই সংস্থার মাধ্যমে বাইরে খাটানো হচ্ছিল। আর তা এদিন বাজেয়াপ্ত করেছেন ইডির গোয়েন্দারা।
আরও পড়ুন: কয়লাকাণ্ডে লালা 'ঘনিষ্ঠ' রত্নেশ ভার্মার আত্মসমর্পণ
সূত্রের খবর, এখনও পর্যন্ত সেখানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। আধিকারিকদের সঙ্গে নিয়ে ইডির গোয়েন্দারা এখনও টাকা গুনছেন। ইডির আধিকারিরকদের অনুমান, অফিসে আরও টাকা থাকতে পারে তাই এই সন্দেহে টাকার খোঁজ চালানো হচ্ছে। কোনও প্রভাবশালীর সঙ্গে এর যোগ আছে কি না, তাও দেখা হচ্ছে । অফিসের একাধিক আধিকারিকদের সঙ্গে কথা বলছেন ইডির গোয়েন্দারা।