ETV Bharat / state

নারদ মামলায় ফের সক্রিয় ED, নোটিশ রত্নাকে - saltlake

ফের নারদ মামলায় সক্রিয় হল ED । আবার নোটিশ পাঠানো হল শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে ।

রত্না চট্টোপাধ্যায়
author img

By

Published : May 31, 2019, 10:40 PM IST

কলকাতা, 31 মে : সারদাকাণ্ড নিয়ে তৎপর রয়েছে CBI । এবার নারদ নিয়ে সক্রিয় হল ED । সূত্রের খবর, আবার নোটিশ পাঠানো হয়েছে শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে ।

ম্যাথু স্যামুয়েলের কাছ থেকে 2014 সালে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল কয়েকজন তৃণমূল নেতার বিরুদ্ধে । 2016 সালে টাকা নেওয়ার ভিডিয়ো ফুটেজ প্রকাশ করা হয় ওয়েবসাইটে । যে ফুটেজে শোভন চট্টোপাধ্যায়কেও টাকা নিতে দেখা যায় বলে অভিযোগ । তখন তিনি কলকাতা কর্পোরেশনের মেয়র ছিলেন ।

মূলত প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে নিয়েই বারবার রত্নাকে ডাকছে ED । নারদ মামলায় অন্যতম অভিযুক্ত শোভন । তাঁকে আগেই জেরা করেছেন ED-র তদন্তকারীরা । তখন শোভন জানিয়েছিলেন, তাঁর আয়-ব্যয় ও সম্পত্তির বিষয় স্ত্রী দেখাশোনা করেন । তার জেরেই রত্নাকেও সল্টলেকের CGO কমপ্লেক্সে ডাকা হয়েছিল । বেশ কয়েকবার সেখানে হাজির হয়ে কিছু কাগজপত্র জমা দিয়েছেন রত্না । গত বছর ডিসেম্বর মাসে শেষবার তাঁকে ডেকে পাঠায় ED । সূত্রের খবর, সেসময় তাঁকে বেশ কিছু কাগজ জমা দিতে বলা হয়েছিল । কিন্তু রত্না সেসব কাগজ জমা দেননি । সে জন্যেই ফের রত্নাকে তলব করা হয়েছে ।

এপ্রসঙ্গে রত্না ETV ভারতকে বলেন, "হ্যাঁ, আমি নোটিশ পেয়েছি । কিছু কাগজ জমা দেওয়ার ছিল । সেগুলো দিয়ে আসব ।"

কলকাতা, 31 মে : সারদাকাণ্ড নিয়ে তৎপর রয়েছে CBI । এবার নারদ নিয়ে সক্রিয় হল ED । সূত্রের খবর, আবার নোটিশ পাঠানো হয়েছে শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে ।

ম্যাথু স্যামুয়েলের কাছ থেকে 2014 সালে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল কয়েকজন তৃণমূল নেতার বিরুদ্ধে । 2016 সালে টাকা নেওয়ার ভিডিয়ো ফুটেজ প্রকাশ করা হয় ওয়েবসাইটে । যে ফুটেজে শোভন চট্টোপাধ্যায়কেও টাকা নিতে দেখা যায় বলে অভিযোগ । তখন তিনি কলকাতা কর্পোরেশনের মেয়র ছিলেন ।

মূলত প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে নিয়েই বারবার রত্নাকে ডাকছে ED । নারদ মামলায় অন্যতম অভিযুক্ত শোভন । তাঁকে আগেই জেরা করেছেন ED-র তদন্তকারীরা । তখন শোভন জানিয়েছিলেন, তাঁর আয়-ব্যয় ও সম্পত্তির বিষয় স্ত্রী দেখাশোনা করেন । তার জেরেই রত্নাকেও সল্টলেকের CGO কমপ্লেক্সে ডাকা হয়েছিল । বেশ কয়েকবার সেখানে হাজির হয়ে কিছু কাগজপত্র জমা দিয়েছেন রত্না । গত বছর ডিসেম্বর মাসে শেষবার তাঁকে ডেকে পাঠায় ED । সূত্রের খবর, সেসময় তাঁকে বেশ কিছু কাগজ জমা দিতে বলা হয়েছিল । কিন্তু রত্না সেসব কাগজ জমা দেননি । সে জন্যেই ফের রত্নাকে তলব করা হয়েছে ।

এপ্রসঙ্গে রত্না ETV ভারতকে বলেন, "হ্যাঁ, আমি নোটিশ পেয়েছি । কিছু কাগজ জমা দেওয়ার ছিল । সেগুলো দিয়ে আসব ।"

Intro:কলকাতা, ৩১ মে: সারদা-কাণ্ড নিয়ে তৎপর রয়েছে সিবিআই। আবার নারদ নিয়ে সক্রিয় হলো এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। ED সূত্রে খবর, আবার নোটিশ পাঠানো হয়েছে শোভন পত্নী রত্না চট্টোপাধ্যায়কে।
Body:স্টিং অপারেশন কারি ম্যাথু স্যামুয়েলের কাছ থেকে ২০১৪ সালে টাকা নেয় কয়েকজন তৃণমূল নেতা। ম্যাথুর অভিযোগ তেমনই। ২০১৬ সালে টাকা নেওয়ার ভিডিয়ো ফুটেজ প্রকাশ করা হয় ওয়েবসাইটে। যে ফুটেজে শোভন চট্টোপাধ্যায় কেউ টাকা নিতে দেখা যায়। তখন তিনি কলকাতা পুরসভার মেয়র ছিলেন। Conclusion:মূলত প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে নিয়েই বারবার এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ডাকছে রত্নাকে। নারদ মামলায় অন্যতম অভিযুক্ত শোভন। তাঁকে আগেই জেরা করেছে ইডির তদন্তকারীরা। তখন শোভন জানিয়েছিলেন,তাঁর আয়-ব্যয় এবং সম্পত্তির বিষয় স্ত্রী দেখেন। তার জেরেই রত্নাকেও সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ডাকা হয়েছিল। বেশ কয়েকবার সিজিও কম্প্লেক্সে হাজির হয়ে কিছু কাগজপত্র জমা দিয়েছেন রত্না। গত বছর ডিসেম্বর মাসে শেষবার তাকে ডেকে পাঠায় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। সূত্র জানাচ্ছে সেই সময় তাকে বেশ কিছু কাগজ জমা দিতে বলা হয়েছিল। কিন্তু রত্না সেই সব কাগজ জমা দেননি। সেই সূত্রেই রত্নাকে ফের তলব করা হয়েছে বলে খবর। এ প্রসঙ্গে রত্না ইটিভি ভারতকে বলেছেন, “ হ্যাঁ, আমি নোটিশ পেয়েছি। কিছু কাগজ জমা দেওয়ার ছিল। সেগুলো দিয়ে আসব।"
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.