ETV Bharat / state

WB Recruitment Scam: প্রোমোটার, টলিউডে যোগ, আইটি সংস্থার পর হোটেল ব্যবসার খোঁজ, অয়নের 'বহুমুখী প্রতিভা'য় অবাক তদন্তকারীরা - Recuitment Scam Money in Tollywood

একের পর এক ব্যবসার সঙ্গে জড়িত শান্তনু বন্দ্যোপাধ্য়ায় ঘনিষ্ট অয়ন শীল ৷ তিনি একাধারে প্রোমোটার । পাশাপাশি তাঁর যোগ রয়েছে টলিউডেও । এছাড়া আইটি সংস্থার মাথাও বটে । আর এবার ইডি (ED) সূত্রে জানা গেল তাঁর হোটেল ব্যবসাও ছিল ৷ অয়ন কার টাকায় এই বিপুল সাম্রাজ্য স্থাপন করেছেন সেটাই জানতে চান তদন্তকারীরা।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 22, 2023, 10:47 AM IST

কলকাতা, 22 মার্চ: একধারে তিনি প্রোমোটার। অন্যদিকে, তিনি শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের সঙ্গে 'যুক্ত'। পাশাপাশি অভিযোগ, পৌরসভা চাকরিতেও করেছেন দেদার বেআইনি নিয়োগ। এখানেই শেষ নয়, বরং তিনি আইটি কোম্পানির মাথা। এরপর ধীরে ধীরে টলিউডের (Recuitment Scam Money in Tollywood) টাকা বিনিয়োগ এবং একাধিক অভিনেত্রীর সঙ্গে মেলামেশা। এসব জানা গিয়েছিল আগেই । আর এবার সামনে এল তাঁর হোটেল ব্যবসার কথা। উত্তর 24 পরগনায় সল্টলেকে একটি চারতলা বাড়ি ভাড়া নিয়ে সেখানেই হোটেল ব্যবসা হাঁকিয়েছিলেন অয়ন।

গুণধর এই অয়নের 'বহুমুখী প্রতিভা' দেখে তদন্তে কার্যত খেই হারিয়ে ফেলছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর গোয়েন্দারা। তাঁদের মতে, এক ব্যক্তির এত পরিচয় এবং এত প্রতিভা কীভাবে হতে পারে? একাধিকবার বিদেশ ভ্রমণ করেছেন অয়ন। কিন্তু প্রশ্ন হল একটাই। হোটেল, গাড়ি, বাড়ি, টলিউডে টাকা বিনিয়োগ থেকে শুরু করে আইটি সংস্থার মাথা এবং প্রোমোটারই কারবার এবং একাধিকবার বিদেশ ভ্রমণ করেছেন কার পয়সায়?

ইতিমধ্যেই অয়ন শীলের সল্টলেকের ভাড়া নেওয়া 388 নম্বর প্লটের বাড়ি এবং অফিসে তল্লাশি চালিয়ে একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার হয়েছিল। সেখান থেকেই তদন্তকারীরা জানতে পেরেছেন যে হোটেল ব্যবসাতে নিজের পসার জমিয়েছিলেন অয়ন। যদিও ওই হোটেলটি এখন অন্য এক ব্যক্তি চালান। তদন্তকারীরা খোঁজ নিয়ে দেখেছেন একটি নামী হোটেল সংস্থার সঙ্গে চেন সিস্টেমে ব্যবসা চালাতেন অয়ন। ইতিমধ্যেই অয়নে সেই হোটেলে হানা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা। হোটেলটি বেশ অভিজাতও বটে।

আরও পড়ুন: অয়ন ও শ্বেতার সম্পর্কের শুরু বলাগড়ে, ঘনিষ্ঠ হতে সময় লাগেনি বেশি

17টির বেশি বড় বড় ঘর রয়েছে। সবকিছু দেখাশোনা করেন সেখানকার কর্মীরা। কিন্তু টাকা পয়সার নিয়ন্ত্রণ থাকত অয়নের হাতেই। তদন্তকারীদের অনুমান এই হোটেল ব্যবসাতেও যে টাকা তিনি বিনিয়োগ করেছিলেন তা এসেছে শিক্ষক এবং পৌরসভায় বেআইনি নিয়োগের সূত্র ধরে । ইতিমধ্যেই অয়ন শীলকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়ে একাধিকবার জিজ্ঞাসাবাদে নতুন নতুন প্রভাবশালী ব্যক্তিদের নাম পরিচয় পেয়েছেন গোয়েন্দারা। জানা গিয়েছে, অয়ন শীলের বাড়ি থেকে যে ওএমআর শিট উদ্ধার হয়েছে সেগুলি ছাপানো হয়েছিল কলেজ স্ট্রিটের একটি ছাপাখানা থাকে। যদিও সেই ছাপাখানার কর্মীদের সঙ্গে এখনও কথা বলে উঠতে পারেননি তদন্তকারীরা ৷ তবে তাঁদের স্থির বিশ্বাস অয়নকে জেরা করে আরও বিস্ফোরক তথ্য সামনে আসবে।

কলকাতা, 22 মার্চ: একধারে তিনি প্রোমোটার। অন্যদিকে, তিনি শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের সঙ্গে 'যুক্ত'। পাশাপাশি অভিযোগ, পৌরসভা চাকরিতেও করেছেন দেদার বেআইনি নিয়োগ। এখানেই শেষ নয়, বরং তিনি আইটি কোম্পানির মাথা। এরপর ধীরে ধীরে টলিউডের (Recuitment Scam Money in Tollywood) টাকা বিনিয়োগ এবং একাধিক অভিনেত্রীর সঙ্গে মেলামেশা। এসব জানা গিয়েছিল আগেই । আর এবার সামনে এল তাঁর হোটেল ব্যবসার কথা। উত্তর 24 পরগনায় সল্টলেকে একটি চারতলা বাড়ি ভাড়া নিয়ে সেখানেই হোটেল ব্যবসা হাঁকিয়েছিলেন অয়ন।

গুণধর এই অয়নের 'বহুমুখী প্রতিভা' দেখে তদন্তে কার্যত খেই হারিয়ে ফেলছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর গোয়েন্দারা। তাঁদের মতে, এক ব্যক্তির এত পরিচয় এবং এত প্রতিভা কীভাবে হতে পারে? একাধিকবার বিদেশ ভ্রমণ করেছেন অয়ন। কিন্তু প্রশ্ন হল একটাই। হোটেল, গাড়ি, বাড়ি, টলিউডে টাকা বিনিয়োগ থেকে শুরু করে আইটি সংস্থার মাথা এবং প্রোমোটারই কারবার এবং একাধিকবার বিদেশ ভ্রমণ করেছেন কার পয়সায়?

ইতিমধ্যেই অয়ন শীলের সল্টলেকের ভাড়া নেওয়া 388 নম্বর প্লটের বাড়ি এবং অফিসে তল্লাশি চালিয়ে একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার হয়েছিল। সেখান থেকেই তদন্তকারীরা জানতে পেরেছেন যে হোটেল ব্যবসাতে নিজের পসার জমিয়েছিলেন অয়ন। যদিও ওই হোটেলটি এখন অন্য এক ব্যক্তি চালান। তদন্তকারীরা খোঁজ নিয়ে দেখেছেন একটি নামী হোটেল সংস্থার সঙ্গে চেন সিস্টেমে ব্যবসা চালাতেন অয়ন। ইতিমধ্যেই অয়নে সেই হোটেলে হানা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা। হোটেলটি বেশ অভিজাতও বটে।

আরও পড়ুন: অয়ন ও শ্বেতার সম্পর্কের শুরু বলাগড়ে, ঘনিষ্ঠ হতে সময় লাগেনি বেশি

17টির বেশি বড় বড় ঘর রয়েছে। সবকিছু দেখাশোনা করেন সেখানকার কর্মীরা। কিন্তু টাকা পয়সার নিয়ন্ত্রণ থাকত অয়নের হাতেই। তদন্তকারীদের অনুমান এই হোটেল ব্যবসাতেও যে টাকা তিনি বিনিয়োগ করেছিলেন তা এসেছে শিক্ষক এবং পৌরসভায় বেআইনি নিয়োগের সূত্র ধরে । ইতিমধ্যেই অয়ন শীলকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়ে একাধিকবার জিজ্ঞাসাবাদে নতুন নতুন প্রভাবশালী ব্যক্তিদের নাম পরিচয় পেয়েছেন গোয়েন্দারা। জানা গিয়েছে, অয়ন শীলের বাড়ি থেকে যে ওএমআর শিট উদ্ধার হয়েছে সেগুলি ছাপানো হয়েছিল কলেজ স্ট্রিটের একটি ছাপাখানা থাকে। যদিও সেই ছাপাখানার কর্মীদের সঙ্গে এখনও কথা বলে উঠতে পারেননি তদন্তকারীরা ৷ তবে তাঁদের স্থির বিশ্বাস অয়নকে জেরা করে আরও বিস্ফোরক তথ্য সামনে আসবে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.