হাওড়া, 10 ডিসেম্বর: 11 ডিসেম্বর রবিবার প্রাথমিকের টেট ৷ পরীক্ষা কেন্দ্রে টেট পরীক্ষার্থীদের যাওয়ার সুবিধার জন্য শিয়ালদা বিভাগে 16 জোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল (Eastern Railway has Run 16 Pairs of Special Trains for Primary TET) ৷ শুক্রবার এনিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ ৷
পূর্ব রেলের তরফে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পাঁচজোড়া লোকাল ট্রেন শিয়ালদা ও ব্যারাকপুরের মধ্যে চলবে ৷
- শিয়ালদ থেকে সকাল 8 টা, 9:05 মিনিট, 9:28 মিনিট, 9:40 মিনিট ও 10:05 মিনিটে ছাড়বে স্পেশাল ট্রেন ৷
- একইভাবে ব্যারাকপুর থেকে 8:48 মিনিট, 9:57 মিনিট, 10:16 মিনিট, 10:30 মিনিট ও 11 টায় ছাড়বে শিয়ালদাগামী ট্রেন ৷
শিয়ালদা ও নৈহাটির মধ্যে একজোড়া ট্রেন চালানো হবে ৷
- শিয়ালদা থেকে সকাল 9:34 মিনিটে এবং নৈহাটি থেকে সকাল 10:47 মিনিটে ট্রেন ছাড়বে ৷
একজোড়া স্পেশাল ট্রেন শিয়ালদা এবং ডানকুনি লাইনে চলবে ৷
- শিয়ালদা থেকে সকাল 10:15 মিনিট এবং ডানকুনি থেকে বেলা 11:26 মিনিটে ট্রেন চলবে ৷
শিয়ালদা-হাসনাবাদ শাখায় একজোড়া স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল ৷
- শিয়ালদা থেকে বেলা 11:07 মিনিট এবং হাসনাবাদ থেকে দুপুর 1:15 মিনিট ৷
শিয়ালদা মধ্যমগ্রাম লাইনে একজোড়া স্পেশাল ট্রেন চলবে ৷
- শিয়ালদা থেকে সকাল 7:32 মিনিট এবং মধ্যমগ্রাম থেকে সকাল 8:52 মিনিট ৷
পাশাপাশি বারাসত লাইনে একজোড়া ট্রেন চালানো হবে ৷
- শিয়ালদা থেকে সকাল 9:40 মিনিট এবং বারাসত থেকে সকাল 10:40 মিনিট ৷
শিয়ালদা ও দত্তপুকুর লাইনেও একজোড়া স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল ৷
- শিয়ালদা থেকে সকাল 8:30 মিনিট এবং দত্তপুকুর থেকে সকাল 9:43 মিনিট ৷
শিয়ালদা-বজবজ শাখায় একজোড়া স্পেশাল ট্রেন চালানো হবে ৷
- শিয়ালদা থেকে সকাল 9:45 মিনিট এবং বজবজ থেকে সকাল 10:53 মিনিট
দু’জোড়া স্পেশাল ট্রেন চলবে শিয়ালদা-সোনারপুর শাখায় ৷
- শিয়ালদা থেকে সকাল 9:30 মিনিট ও 9:50 মিনিট এবং সোনারপুর থেকে সকাল 8:42 মিনিট ও সকাল 10:11 মিনিট ৷
শিয়ালদা-ক্যানিং শাখায় চলবে একজোড়া স্পেশাল ট্রেন ৷
- শিয়ালদা থেকে দুপুর 2:02 মিনিট এবং ক্যানিং থেকে বিকেল 3:45 মিনিট ৷
শিয়ালদা-বারুইপুর শাখায় একজোড়া স্পেশাল ট্রেন চলবে ৷
- শিয়ালদা থেকে সকাল 10:12 মিনিট এবং বারুইপুর থেকে বেলা 11:08 মিনিট ৷
এই সবক’টি ইএমইউ স্পেশাল ট্রেনগুলি সমস্ত ফ্ল্যাগ এবং হল্ট স্টেশনে থামবে বলে পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে ৷