ETV Bharat / state

Vande Bharat Metro Express: পাঁচটি রুটে বন্দে ভারত মেট্রো এক্সপ্রেস চালানোর সুপারিশ পূর্ব রেলের - পূর্ব রেল

বন্দে ভারতের পর রাজ্যে এবার পেতে চলেছে বন্দে ভারত মেট্রো এক্সপ্রেস ৷ পাঁচটি রুটে এই বন্দে ভারত মেট্রো এক্সপ্রেস চালাবার সুপারিশ করেছে পূর্ব রেল ৷ 100 কিলোমিটারের মধ্যে থাকা দু’টি রাজ্যকে রেল পথে যুক্ত করবে এই ট্রেন ৷

Vande Bharat Metro Express
বন্দে ভারত মেট্রো এক্সপ্রেস
author img

By

Published : Jun 8, 2023, 4:53 PM IST

কলকাতা, 8 জুন: আগেই রাজ্যে চালু হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস ৷ এবার রাজ্যে শুরু হতে পারে বন্দে ভারত মেট্রো এক্সপ্রেস পরিষেবা । এমনটাই জানা যাচ্ছে পূর্ব রেলের তরফে ৷ বন্দে ভারত ট্রেনগুলি অনেক বেশি দূরত্ব অর্থাৎ লং রুটে যাত্রা করে ৷ তবে মেট্রো এক্সপ্রেসে ট্রেনগুলি খুবই স্বল্প দূরত্বে যাত্রী পরিষেবা দেবে বলে জানা গিয়েছে ৷

সূত্রের খবর, ছ'টি রুটে এই বন্দে ভারত মেট্রো এক্সপ্রেস চালানোর প্রস্তাব পূর্ব রেল পাঠিয়েছে রেল বোর্ডের কাছে । ছোট অথচ গুরুত্বপূর্ণ শহরগুলির সঙ্গে সংযোগ স্থাপন করতে আগেই বন্দে ভারত মেট্রো চালানোর কথা জানিয়েছিলেন রেল মন্ত্রক। অল্প দূরত্বে এই ট্রেনগুলি চালানো হলে যাত্রীদের অনেটাই সুবিধা হবে । সেই পথে হেঁটেই এবার পশ্চিমবঙ্গ-সহ আরও কয়েকটি রাজ্যে চালু হতে পারে বন্দে ভারত মেট্রো এক্সপ্রেস পরিষেবা । কম দূরত্বে একাধিক রুটে চালানো হতে পারে এই অত্যাধুনিক ট্রেনগুলি ।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, পূর্ব রেলের তরফে প্রস্তাব পাঠানো হয়েছে রেল বোর্ডকে । পূর্ব রেলের প্রস্তাবিত রুটগুলি হল:

  • শিয়ালদা-লালগোলা-শিয়ালদা

এই রুটে সপ্তাহের ছ'দিন পরিষেবার প্রস্তাব দেওয়া হয়েছে ।

  • হাওড়া-আজিমগঞ্জ-হাওড়া

সপ্তাহের ছ'দিন পরিষেবা দেওয়ার প্রস্তাব পাঠানো হয়েছে এই রুটেও ।

  • হাওড়া-ভাগলপুর-হাওড়া

এই রুটেও সপ্তাহের ছ'দিন পরিষেবা দেওয়ার প্রস্তাব পাঠানো হয়েছে ।

  • মালদা-জামালপুর-মালদা

এই রুটেও সপ্তাহের ছ'দিন পরিষেবা দেওয়ার প্রস্তাব পাঠানো হয়েছে ।

  • ভাগলপুর-দেওঘর-ভাগলপুর

এই রুটেও সপ্তাহের ছ' দিন পরিষেবা দেওয়ার প্রস্তাব পাঠানো হয়েছে ।

আরও পড়ুন:

যদিও পূর্ব রেল কর্তারা এখনই এই বিষয়ে সরাসরি কিছু বলতে চাননি । তবে এই অর্থ বর্ষে রেল বাজেট পেশ করার সময় কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছিলেন, কম দূরত্বে অর্থাৎ 100 কিলোমিটারের মধ্যে থাকা দু’টি রাজ্যকে রেল পথে যুক্ত করার জন্য চালানো হবে দ্রুত গতি সম্পন্ন অত্যাধুনিক বন্দে ভারত মেট্রো এক্সপ্রেস। ইন্টিগ্রাল রেল ফ্যাক্টরির কারখানায় তৈরি করা হবে এই রেকগুলি । এবার দেকার অপেক্ষা কবে বাংলা-সহ অন্যান্য রাজ্য এই পরিষেবা পায় ৷

কলকাতা, 8 জুন: আগেই রাজ্যে চালু হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস ৷ এবার রাজ্যে শুরু হতে পারে বন্দে ভারত মেট্রো এক্সপ্রেস পরিষেবা । এমনটাই জানা যাচ্ছে পূর্ব রেলের তরফে ৷ বন্দে ভারত ট্রেনগুলি অনেক বেশি দূরত্ব অর্থাৎ লং রুটে যাত্রা করে ৷ তবে মেট্রো এক্সপ্রেসে ট্রেনগুলি খুবই স্বল্প দূরত্বে যাত্রী পরিষেবা দেবে বলে জানা গিয়েছে ৷

সূত্রের খবর, ছ'টি রুটে এই বন্দে ভারত মেট্রো এক্সপ্রেস চালানোর প্রস্তাব পূর্ব রেল পাঠিয়েছে রেল বোর্ডের কাছে । ছোট অথচ গুরুত্বপূর্ণ শহরগুলির সঙ্গে সংযোগ স্থাপন করতে আগেই বন্দে ভারত মেট্রো চালানোর কথা জানিয়েছিলেন রেল মন্ত্রক। অল্প দূরত্বে এই ট্রেনগুলি চালানো হলে যাত্রীদের অনেটাই সুবিধা হবে । সেই পথে হেঁটেই এবার পশ্চিমবঙ্গ-সহ আরও কয়েকটি রাজ্যে চালু হতে পারে বন্দে ভারত মেট্রো এক্সপ্রেস পরিষেবা । কম দূরত্বে একাধিক রুটে চালানো হতে পারে এই অত্যাধুনিক ট্রেনগুলি ।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, পূর্ব রেলের তরফে প্রস্তাব পাঠানো হয়েছে রেল বোর্ডকে । পূর্ব রেলের প্রস্তাবিত রুটগুলি হল:

  • শিয়ালদা-লালগোলা-শিয়ালদা

এই রুটে সপ্তাহের ছ'দিন পরিষেবার প্রস্তাব দেওয়া হয়েছে ।

  • হাওড়া-আজিমগঞ্জ-হাওড়া

সপ্তাহের ছ'দিন পরিষেবা দেওয়ার প্রস্তাব পাঠানো হয়েছে এই রুটেও ।

  • হাওড়া-ভাগলপুর-হাওড়া

এই রুটেও সপ্তাহের ছ'দিন পরিষেবা দেওয়ার প্রস্তাব পাঠানো হয়েছে ।

  • মালদা-জামালপুর-মালদা

এই রুটেও সপ্তাহের ছ'দিন পরিষেবা দেওয়ার প্রস্তাব পাঠানো হয়েছে ।

  • ভাগলপুর-দেওঘর-ভাগলপুর

এই রুটেও সপ্তাহের ছ' দিন পরিষেবা দেওয়ার প্রস্তাব পাঠানো হয়েছে ।

আরও পড়ুন:

যদিও পূর্ব রেল কর্তারা এখনই এই বিষয়ে সরাসরি কিছু বলতে চাননি । তবে এই অর্থ বর্ষে রেল বাজেট পেশ করার সময় কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছিলেন, কম দূরত্বে অর্থাৎ 100 কিলোমিটারের মধ্যে থাকা দু’টি রাজ্যকে রেল পথে যুক্ত করার জন্য চালানো হবে দ্রুত গতি সম্পন্ন অত্যাধুনিক বন্দে ভারত মেট্রো এক্সপ্রেস। ইন্টিগ্রাল রেল ফ্যাক্টরির কারখানায় তৈরি করা হবে এই রেকগুলি । এবার দেকার অপেক্ষা কবে বাংলা-সহ অন্যান্য রাজ্য এই পরিষেবা পায় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.