ETV Bharat / state

অগাস্টের লকডাউনের দিনগুলি বাতিল পূর্ব রেলের স্পেশাল ট্রেন - অগাস্টের পূর্ণাঙ্গ লকডাউনের দিনগুলিতে বাতিল একগুচ্ছ ট্রেন

কোরোনা সংক্রমণ রুখতে অগাস্টে সম্পূর্ণ লকডাউনের দিনগুলি বাতিল করা হল পূর্ব রেলের একাধিক স্পেশাল ট্রেন ৷

eastern railway multiple trains cancelled
পূর্ব রেলের একগুচ্ছ ট্রেন বাতিল
author img

By

Published : Aug 12, 2020, 1:44 PM IST

কলকাতা, 12 অগাস্ট : রাজ্যে গোষ্ঠী সংক্রমণ এড়াতে অগাস্টে 7 দিন পূর্ণাঙ্গ লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার ৷ 5, 8 অগাস্ট পূর্ণ লকডাউন জারি ছিল ৷ আগামী 20, 21, 27, 28, ও 31 অগাস্ট রাজ্যে সম্পূর্ণ লকডাউন থাকবে ৷ এই লকডাউনের দিনগুলিতে বাতিল করা হল পূর্ব রেলের একাধিক স্পেশাল ট্রেন ৷

একনজরে পূর্ব রেলের যে স্পেশাল ট্রেনগুলি বাতিল করা হয়েছে তার তালিকা :

  • 02024 পটনা-হাওড়া স্পেশাল ট্রেন ৷ ছাড়ার কথা ছিল 20, 21, 27, 28 ও 31 অগাস্ট ৷
  • 02023 হাওড়া-পটনা স্পেশাল ট্রেন ৷ ছাড়ার কথা ছিল 20, 21, 27, 28 ও 31 অগাস্ট ৷
  • 02302 নিউ দিল্লি-হাওড়া এসি স্পেশাল ট্রেন ৷ ছাড়ার কথা ছিল 19, 20, 26, 27 ও 30 অগাস্ট ৷
  • 02301 হাওড়া-নিউ দিল্লি এসি স্পেশাল ট্রেন ৷ ছাড়ার কথা ছিল 20, 21 27 28 ও 31 অগাস্ট ৷
  • 02308 যোধপুর-হাওড়া স্পেশাল ট্রেন ৷ ছাড়ার কথা ছিল 18, 19, 25, 26 ও 29 অগাস্ট ৷
  • 02307 হাওড়া-যোধপুর স্পেশাল ট্রেন ৷ ছাড়ার কথা ছিল 20, 21, 27, 28 ও 31 অগাস্ট ৷
  • 02377 শিয়ালদা-নিউ আলিপুরদুয়ার স্পেশাল ট্রেন ৷ ছাড়ার কথা ছিল 19, 20, 21, 26, 27, 28, 30 ও 31 অগাস্ট ৷
  • 02378 নিউ আলিপুরদুয়ার-শিয়ালদা স্পেশাল ট্রেন ৷ ছাড়ার কথা ছিল 19, 20, 21, 26, 27, 28, 30 ও 31 অগাস্ট ৷
  • 02303 হাওড়া-নিউ দিল্লি স্পেশাল ট্রেন ৷ ছাড়ার কথা ছিল 29 অগাস্ট ৷
  • 02304 নিউ দিল্লি-হাওড়া স্পেশাল ট্রেন ৷ ছাড়ার কথা ছিল 30 অগাস্ট ৷
  • 02381 হাওড়া-নিউ দিল্লি স্পেশাল ট্রেন ৷ ছাড়ার কথা ছিল 20 ও 27 অগাস্ট ৷
  • 02382 নিউ দিল্লি-হাওড়া স্পেশাল ট্রেন ৷ ছাড়ার কথা ছিল 21 ও 28 অগাস্ট ৷
  • 02201 শিয়ালদা-ভুবনেশ্বর স্পেশাল ট্রেন ৷ ছাড়ার কথা ছিল 21, 28 ও 31 অগাস্ট ৷
  • 02202 ভুবনেশ্বর-শিয়ালদা স্পেশাল ট্রেন ৷ ছাড়ার কথা ছিল 22 ও 29 অগাস্ট ৷
  • 02357 কলকাতা-অমৃৎসর স্পেশাল ট্রেন ৷ ছাড়ার কথা ছিল 18 ও 25 অগাস্ট ৷
  • 02358 অমৃতসর-কলকাতা স্পেশাল ট্রেন ৷ ছাড়ার কথা ছিল 20 ও 27 অগাস্ট ৷

কলকাতা, 12 অগাস্ট : রাজ্যে গোষ্ঠী সংক্রমণ এড়াতে অগাস্টে 7 দিন পূর্ণাঙ্গ লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার ৷ 5, 8 অগাস্ট পূর্ণ লকডাউন জারি ছিল ৷ আগামী 20, 21, 27, 28, ও 31 অগাস্ট রাজ্যে সম্পূর্ণ লকডাউন থাকবে ৷ এই লকডাউনের দিনগুলিতে বাতিল করা হল পূর্ব রেলের একাধিক স্পেশাল ট্রেন ৷

একনজরে পূর্ব রেলের যে স্পেশাল ট্রেনগুলি বাতিল করা হয়েছে তার তালিকা :

  • 02024 পটনা-হাওড়া স্পেশাল ট্রেন ৷ ছাড়ার কথা ছিল 20, 21, 27, 28 ও 31 অগাস্ট ৷
  • 02023 হাওড়া-পটনা স্পেশাল ট্রেন ৷ ছাড়ার কথা ছিল 20, 21, 27, 28 ও 31 অগাস্ট ৷
  • 02302 নিউ দিল্লি-হাওড়া এসি স্পেশাল ট্রেন ৷ ছাড়ার কথা ছিল 19, 20, 26, 27 ও 30 অগাস্ট ৷
  • 02301 হাওড়া-নিউ দিল্লি এসি স্পেশাল ট্রেন ৷ ছাড়ার কথা ছিল 20, 21 27 28 ও 31 অগাস্ট ৷
  • 02308 যোধপুর-হাওড়া স্পেশাল ট্রেন ৷ ছাড়ার কথা ছিল 18, 19, 25, 26 ও 29 অগাস্ট ৷
  • 02307 হাওড়া-যোধপুর স্পেশাল ট্রেন ৷ ছাড়ার কথা ছিল 20, 21, 27, 28 ও 31 অগাস্ট ৷
  • 02377 শিয়ালদা-নিউ আলিপুরদুয়ার স্পেশাল ট্রেন ৷ ছাড়ার কথা ছিল 19, 20, 21, 26, 27, 28, 30 ও 31 অগাস্ট ৷
  • 02378 নিউ আলিপুরদুয়ার-শিয়ালদা স্পেশাল ট্রেন ৷ ছাড়ার কথা ছিল 19, 20, 21, 26, 27, 28, 30 ও 31 অগাস্ট ৷
  • 02303 হাওড়া-নিউ দিল্লি স্পেশাল ট্রেন ৷ ছাড়ার কথা ছিল 29 অগাস্ট ৷
  • 02304 নিউ দিল্লি-হাওড়া স্পেশাল ট্রেন ৷ ছাড়ার কথা ছিল 30 অগাস্ট ৷
  • 02381 হাওড়া-নিউ দিল্লি স্পেশাল ট্রেন ৷ ছাড়ার কথা ছিল 20 ও 27 অগাস্ট ৷
  • 02382 নিউ দিল্লি-হাওড়া স্পেশাল ট্রেন ৷ ছাড়ার কথা ছিল 21 ও 28 অগাস্ট ৷
  • 02201 শিয়ালদা-ভুবনেশ্বর স্পেশাল ট্রেন ৷ ছাড়ার কথা ছিল 21, 28 ও 31 অগাস্ট ৷
  • 02202 ভুবনেশ্বর-শিয়ালদা স্পেশাল ট্রেন ৷ ছাড়ার কথা ছিল 22 ও 29 অগাস্ট ৷
  • 02357 কলকাতা-অমৃৎসর স্পেশাল ট্রেন ৷ ছাড়ার কথা ছিল 18 ও 25 অগাস্ট ৷
  • 02358 অমৃতসর-কলকাতা স্পেশাল ট্রেন ৷ ছাড়ার কথা ছিল 20 ও 27 অগাস্ট ৷
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.