ETV Bharat / state

পূর্ব রেলে বাড়ানো হল আরও চারটি স্পেশাল ট্রেন - special train

গতকাল পূর্ব রেলের তরফে আরও চারটি নতুন স্পেশাল ট্রেনের ঘোষণা করা হয়েছে ৷

ছবি
ছবি
author img

By

Published : Sep 8, 2020, 10:29 AM IST

কলকাতা, 8 সেপ্টেম্বর : আগেই ঘোষণা করা হয়েছিল দেশজুড়ে 12 সেপ্টেম্বর থেকে বাড়তে চলছে স্পেশাল ট্রেনের সংখ্যা ৷ এরপর গতকাল পূর্ব রেলের তরফে আরও চারটি নতুন স্পেশাল ট্রেনের ঘোষণা করা হয়েছে ৷

দেখে নেওয়া যাক স্পেশালগুলির তালিকা:

*02367/02368 ভাগলপুর আনন্দ বিহার (T) - ভাগলপুর স্পেশাল ট্রেন- ট্রেনটি 12 সেপ্টেম্বর থেকে প্রতিদিন ভাগলপুর থেকে ছাড়বে । পাশাপাশি 13 সেপ্টেম্বর থেকে ট্রেনটি প্রতিদিন আনন্দপুর থেকে ছাড়বে । ট্রেনটি ভাগলপুর থেকে ছাড়বে বেলা 11:15 এবং আনন্দপুর পৌঁছোবে পরদিন সকালে 8.15 মিনিটে ।

*02368 আনন্দপুর বিহার (T) ভাগলপুর স্পেশাল ট্রেনটি প্রতিদিন আনন্দপুর থেকে বেলা 2: 40 মিনিটে ছেড়ে ভাগলপুর পৌঁছবে পরের দিন বেলা 12: 25 মিনিটে ।

*02466/02465 আনন্দ বিহার (T) মধুপুর আনন্দ বিহার স্পেশাল ট্রেন । এটি একটি সাপ্তাহিক ট্রেন । ট্রেনটি 16 সেপ্টেম্বর আনন্দ বিহার থেকে ছাড়বে ও মধুপুর থেকে ছাড়বে 17 সেপ্টেম্বর ।

*02465 মধুপুর আনন্দ বিহার (T) স্পেশাল ট্রেন মধুপুর থেকে প্রতি বৃহস্পতিবার বেলা 12টার সময় ছেড়ে পরের দিন সকাল 6:15 মিনিটে আনন্দ বিহার পৌঁছবে। 02466 আনন্দ বিহার মধুপুর স্পেশাল ট্রেন প্রতি বুধবার বেলা 12:45 টে আনন্দ বিহার থেকে ছাড়বে । ট্রেনটি পরের দিন সকাল 5:45 মিনিটে মধুপুর স্টেশন পৌঁছাবে ।

*02911/02912 ইন্দোর হাওড়া ইন্দোর স্পেশাল ট্রেন। এটি সপ্তাহে তিনদিন যাতায়াত করে। ট্রেনটি ইন্দোর থেকে 12 সেপ্টেম্বর ছাড়বে ও হাওড়া থেকে 14 সেপ্টেম্বর ছাড়বে। 02911 ইন্দোর হাওড়া স্পেশাল ট্রেনটি ইন্দোর থেকে রাত 11:30 এ মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার ছাড়বে। ট্রেনটি যাত্রার তৃতীয় দিনে ভোর 6: 50 মিনিটে হাওড়া স্টেশন পৌঁছাবে । 02912 হাওড়া এক্সপ্রেস ট্রেনটি হাওড়া থেকে বৃহস্পতিবার, শনিবার ও সোমবার বিকেল 5: 45 মিনিটে ছেড়ে যাত্রার তৃতীয় দিনে ইন্দোর স্টেশন পৌছবে বেলা 1: 35 মিনিটে।

*05626/05625 আগরতলা দেওঘর আগরতলা স্পেশাল- এটি একটি সাপ্তাহিক ট্রেন। ট্রেনটি আগরতলা থেকে 12 সেপ্টেম্বর ও দেওঘর থেকে 14 সেপ্টেম্বর ছাড়বে । 05626 আগরতলা দেওঘর স্পেশাল ট্রেন আগরতলা থেকে শনিবার সমাল 10:25 ছাড়বে। ট্রেনটি সোমবার বেলা 1টার সময় দেওঘর পৌঁছাবে। 05625 দেওঘর আগরতলা স্পেশাল ট্রেনটি প্রতি সোমবার দেওঘর থেকে বিকেল 6:45 ছাড়বে এবং বুধবার আগরতলা স্টেশনে পৌঁছবে সকাল 7:45 মিনিটে ।

*07007/07008 সেকেন্দ্রাবাদ দ্বারভাঙ্গা সেকেন্দ্রাবাদ স্পেশাল- ট্রেনটি মঙ্গলবার ও শনিবার সেকেন্দ্রাবাদ থেকে ছাড়বে ও মঙ্গলবার ও শুক্রবার দ্বারভাঙ্গা থেকে ছাড়বে। ট্রেনটি সেকেন্দ্রাবাদ থেকে 12 সেপ্টেম্বর ও দ্বারভাঙ্গা থেকে 15 সেপ্টেম্বর ছাড়বে। ট্রেনটি চিত্তরঞ্জন, মধুপুর ও জসিডি স্টেশনে থামবে ।

*02510/02509 গোহাটি বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট গোহাটি স্পেশাল ট্রেন- ট্রেনটি রবিবার, সোমবার ও মঙ্গলবার গোহাটি থেকে ছাড়বে। পাশাপাশি ট্রেনটি বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট থেকে ছাড়বে। ট্রেনটি 13 সেপ্টেম্বর বেঙ্গালুরু থেকে ও 16 সেপ্টেম্বর গুয়াহাটি থেকে ছাড়বে। মালদা টাউন, নিউ ফারাক্কা, রামপুরহাট ও হাওড়া স্টেশনে থামবে ট্রেনটি ।

কলকাতা, 8 সেপ্টেম্বর : আগেই ঘোষণা করা হয়েছিল দেশজুড়ে 12 সেপ্টেম্বর থেকে বাড়তে চলছে স্পেশাল ট্রেনের সংখ্যা ৷ এরপর গতকাল পূর্ব রেলের তরফে আরও চারটি নতুন স্পেশাল ট্রেনের ঘোষণা করা হয়েছে ৷

দেখে নেওয়া যাক স্পেশালগুলির তালিকা:

*02367/02368 ভাগলপুর আনন্দ বিহার (T) - ভাগলপুর স্পেশাল ট্রেন- ট্রেনটি 12 সেপ্টেম্বর থেকে প্রতিদিন ভাগলপুর থেকে ছাড়বে । পাশাপাশি 13 সেপ্টেম্বর থেকে ট্রেনটি প্রতিদিন আনন্দপুর থেকে ছাড়বে । ট্রেনটি ভাগলপুর থেকে ছাড়বে বেলা 11:15 এবং আনন্দপুর পৌঁছোবে পরদিন সকালে 8.15 মিনিটে ।

*02368 আনন্দপুর বিহার (T) ভাগলপুর স্পেশাল ট্রেনটি প্রতিদিন আনন্দপুর থেকে বেলা 2: 40 মিনিটে ছেড়ে ভাগলপুর পৌঁছবে পরের দিন বেলা 12: 25 মিনিটে ।

*02466/02465 আনন্দ বিহার (T) মধুপুর আনন্দ বিহার স্পেশাল ট্রেন । এটি একটি সাপ্তাহিক ট্রেন । ট্রেনটি 16 সেপ্টেম্বর আনন্দ বিহার থেকে ছাড়বে ও মধুপুর থেকে ছাড়বে 17 সেপ্টেম্বর ।

*02465 মধুপুর আনন্দ বিহার (T) স্পেশাল ট্রেন মধুপুর থেকে প্রতি বৃহস্পতিবার বেলা 12টার সময় ছেড়ে পরের দিন সকাল 6:15 মিনিটে আনন্দ বিহার পৌঁছবে। 02466 আনন্দ বিহার মধুপুর স্পেশাল ট্রেন প্রতি বুধবার বেলা 12:45 টে আনন্দ বিহার থেকে ছাড়বে । ট্রেনটি পরের দিন সকাল 5:45 মিনিটে মধুপুর স্টেশন পৌঁছাবে ।

*02911/02912 ইন্দোর হাওড়া ইন্দোর স্পেশাল ট্রেন। এটি সপ্তাহে তিনদিন যাতায়াত করে। ট্রেনটি ইন্দোর থেকে 12 সেপ্টেম্বর ছাড়বে ও হাওড়া থেকে 14 সেপ্টেম্বর ছাড়বে। 02911 ইন্দোর হাওড়া স্পেশাল ট্রেনটি ইন্দোর থেকে রাত 11:30 এ মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার ছাড়বে। ট্রেনটি যাত্রার তৃতীয় দিনে ভোর 6: 50 মিনিটে হাওড়া স্টেশন পৌঁছাবে । 02912 হাওড়া এক্সপ্রেস ট্রেনটি হাওড়া থেকে বৃহস্পতিবার, শনিবার ও সোমবার বিকেল 5: 45 মিনিটে ছেড়ে যাত্রার তৃতীয় দিনে ইন্দোর স্টেশন পৌছবে বেলা 1: 35 মিনিটে।

*05626/05625 আগরতলা দেওঘর আগরতলা স্পেশাল- এটি একটি সাপ্তাহিক ট্রেন। ট্রেনটি আগরতলা থেকে 12 সেপ্টেম্বর ও দেওঘর থেকে 14 সেপ্টেম্বর ছাড়বে । 05626 আগরতলা দেওঘর স্পেশাল ট্রেন আগরতলা থেকে শনিবার সমাল 10:25 ছাড়বে। ট্রেনটি সোমবার বেলা 1টার সময় দেওঘর পৌঁছাবে। 05625 দেওঘর আগরতলা স্পেশাল ট্রেনটি প্রতি সোমবার দেওঘর থেকে বিকেল 6:45 ছাড়বে এবং বুধবার আগরতলা স্টেশনে পৌঁছবে সকাল 7:45 মিনিটে ।

*07007/07008 সেকেন্দ্রাবাদ দ্বারভাঙ্গা সেকেন্দ্রাবাদ স্পেশাল- ট্রেনটি মঙ্গলবার ও শনিবার সেকেন্দ্রাবাদ থেকে ছাড়বে ও মঙ্গলবার ও শুক্রবার দ্বারভাঙ্গা থেকে ছাড়বে। ট্রেনটি সেকেন্দ্রাবাদ থেকে 12 সেপ্টেম্বর ও দ্বারভাঙ্গা থেকে 15 সেপ্টেম্বর ছাড়বে। ট্রেনটি চিত্তরঞ্জন, মধুপুর ও জসিডি স্টেশনে থামবে ।

*02510/02509 গোহাটি বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট গোহাটি স্পেশাল ট্রেন- ট্রেনটি রবিবার, সোমবার ও মঙ্গলবার গোহাটি থেকে ছাড়বে। পাশাপাশি ট্রেনটি বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট থেকে ছাড়বে। ট্রেনটি 13 সেপ্টেম্বর বেঙ্গালুরু থেকে ও 16 সেপ্টেম্বর গুয়াহাটি থেকে ছাড়বে। মালদা টাউন, নিউ ফারাক্কা, রামপুরহাট ও হাওড়া স্টেশনে থামবে ট্রেনটি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.