কলকাতা, 25 জুলাই : রাজ্যে শুরু হয়ে গেছে গোষ্ঠী সংক্রমণ । এই পরিস্থতিতে সংক্রমণ ছড়ানো আটকাতে 23 জুলাই, 25 জুলাই ও 29 জুলাই গোটা রাজ্যে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করে রাজ্য সরকার । সেই মত আজ লকডাউনের জেরে বাতিল পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের একাধিক ট্রেন ৷ বন্ধ করা হয়েছে বিমান পরিষেবাও ৷ রাজ্যে গোষ্ঠী সংক্রমণ রুখতে কড়া সিদ্ধান্ত নিয়েছে সরকার । এখন থেকে সপ্তাহে দু'দিন করে সম্পূর্ণ লকডাউন থাকবে রাজ্যে । প্রথম পর্যায়ে এখনও পর্যন্ত তিনটি দিন ঘোষণা করা হয়েছে । আজ তার দ্বিতীয় দিন ।
বন্ধ থাকবে পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের একাধিক ট্রেন। একনজরে সেই তালিকা :
02021/02022 হাওড়া-বারবিল হাওড়া স্পেশাল ৷ হাওড়া ও বারবিল থেকে যথাক্রমে আজ ও 29 জুলাই ছাড়ার কথা ছিল। এই দুটি ট্রেন বাতিল করা হয়েছে।
02073/02074 হাওড়া-ভুবনেশ্বর হাওড়া স্পেশাল ট্রেন ৷ হাওড়া ভুবনেশ্বর থেকে যথাক্রমে আজ ও 29 জুলাই ছাড়ার কথা ছিল। এই ট্রেন দুটিও বাতিল করা হয়েছে।
পূর্ব রেলেও বাতিল করা হয়েছে ট্রেন ৷ একনজরে সেই তালিকা :
*02024 পটনা-হাওড়া স্পেশাল ট্রেন ৷ আজ জুলাই ছাড়ার কথা ছিল ট্রেনটি ৷
*02023 হাওড়া-পর্টনার স্পেশাল ট্রেন ৷ ট্রেনটিও আজ ছাড়ার কথা ছিল ৷ কিন্তু বাতিল করা হয়েছে ৷
*02074 ভুবনেশ্বর-হাওড়া স্পেশাল ট্রেন বাতিল করা হয়েছে ৷
* 02073 হাওড়া-ভুবনেশ্বর স্পেশাল ট্রেন ৷ আজ ট্রেনটির ছাড়ার কথা ছিল কিন্তু বাতিল করা হয়েছে।
* 02021 হাওড়া-বারবিল সুপার ফাস্ট ৷ সেই সঙ্গে বারবলি থেকেও একটি সুপারফাস্ট স্পেশাল ট্রেন ছাড়ার কথা ছিল আজ সেটিও বাতিল করা হয়েছে ।
লকডাউনের জেরে বাতিল পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের একাধিক ট্রেন - লকডাউনের জেরে বাতিল একাধিক ট্রেন
পরিস্থতিতে সংক্রমণ ছড়ানো আটকাতে 23 জুলাই, 25 জুলাই ও 29 জুলাই গোটা রাজ্যে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করে রাজ্য সরকার । সেই মত আজ লকডাউনের জেরে বাতিল পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের একাধিক ট্রেন ৷ একনজরে সেই তালিকা ৷
কলকাতা, 25 জুলাই : রাজ্যে শুরু হয়ে গেছে গোষ্ঠী সংক্রমণ । এই পরিস্থতিতে সংক্রমণ ছড়ানো আটকাতে 23 জুলাই, 25 জুলাই ও 29 জুলাই গোটা রাজ্যে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করে রাজ্য সরকার । সেই মত আজ লকডাউনের জেরে বাতিল পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের একাধিক ট্রেন ৷ বন্ধ করা হয়েছে বিমান পরিষেবাও ৷ রাজ্যে গোষ্ঠী সংক্রমণ রুখতে কড়া সিদ্ধান্ত নিয়েছে সরকার । এখন থেকে সপ্তাহে দু'দিন করে সম্পূর্ণ লকডাউন থাকবে রাজ্যে । প্রথম পর্যায়ে এখনও পর্যন্ত তিনটি দিন ঘোষণা করা হয়েছে । আজ তার দ্বিতীয় দিন ।
বন্ধ থাকবে পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের একাধিক ট্রেন। একনজরে সেই তালিকা :
02021/02022 হাওড়া-বারবিল হাওড়া স্পেশাল ৷ হাওড়া ও বারবিল থেকে যথাক্রমে আজ ও 29 জুলাই ছাড়ার কথা ছিল। এই দুটি ট্রেন বাতিল করা হয়েছে।
02073/02074 হাওড়া-ভুবনেশ্বর হাওড়া স্পেশাল ট্রেন ৷ হাওড়া ভুবনেশ্বর থেকে যথাক্রমে আজ ও 29 জুলাই ছাড়ার কথা ছিল। এই ট্রেন দুটিও বাতিল করা হয়েছে।
পূর্ব রেলেও বাতিল করা হয়েছে ট্রেন ৷ একনজরে সেই তালিকা :
*02024 পটনা-হাওড়া স্পেশাল ট্রেন ৷ আজ জুলাই ছাড়ার কথা ছিল ট্রেনটি ৷
*02023 হাওড়া-পর্টনার স্পেশাল ট্রেন ৷ ট্রেনটিও আজ ছাড়ার কথা ছিল ৷ কিন্তু বাতিল করা হয়েছে ৷
*02074 ভুবনেশ্বর-হাওড়া স্পেশাল ট্রেন বাতিল করা হয়েছে ৷
* 02073 হাওড়া-ভুবনেশ্বর স্পেশাল ট্রেন ৷ আজ ট্রেনটির ছাড়ার কথা ছিল কিন্তু বাতিল করা হয়েছে।
* 02021 হাওড়া-বারবিল সুপার ফাস্ট ৷ সেই সঙ্গে বারবলি থেকেও একটি সুপারফাস্ট স্পেশাল ট্রেন ছাড়ার কথা ছিল আজ সেটিও বাতিল করা হয়েছে ।