কলকাতা, 17 জুলাই : চুক্তি জট কাটার বদলে আরও জটিল হয়ে উঠল । শুক্রবার ইস্টবেঙ্গল ক্লাবের কর্মসমিতির সকল সদস্য এবং ক্লাবের বিশিষ্ট সদস্যরা একযোগে বৈঠক করে লগ্নিকারীর পাঠানো চূড়ান্ত চুক্তিতে স্বাক্ষর না করার সিদ্ধান্ত নিলেন ।
ইস্টবেঙ্গল সচিব কল্যাণ মজুমদার বলেছেন, এই চুক্তিতে স্বাক্ষর করলে সদস্য সমর্থকরা তাদের অধিকার হারাবেন । অন্য অধিকারের কথা বাদ দিয়েও শুধুমাত্র ক্লাবে প্রবেশাধিকার নিয়ন্ত্রিত হবে । সপ্তাহে তিনদিনের বেশি ক্লাবে সদস্যরা পা দিতে পারবেন না । সমর্থকরা ক্লাবে প্রবেশ করলে তাদের অনুপ্রবেশকারী হিসেবে দেখা হবে । আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে । অনুশীলন দেখার ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হবে । শুধু এইটুকু নয় আরও কয়েকটি শর্ত রয়েছে যা মেনে না নিতে পারাতেই চূড়ান্ত চুক্তি পত্রে স্বাক্ষর না করার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব ।
আরও পড়ুন, বকেয়া না মেলায় ফিফায় চিঠি ওমিদ সিংয়ের, ফের শাস্তির শঙ্কা লাল-হলুদে
ইস্টবেঙ্গল সচিব জানিয়েছেন, যেহেতু লগ্নিকারীর হাতে স্পোর্টিং রাইটস সেই কারণে শুধু ফুটবল নয় অন্য খেলার বিষয়ে তাদের অংশগ্রহণ অন্ধকারাচ্ছন্ন ।লগ্নিকারীর সঙ্গে ক্লাব একযোগে শতাব্দী প্রাচীন প্রতিষ্ঠানের ক্রীড়া সংস্কৃতি এগিয়ে নিয়ে যেতে চেয়েছিল । কিন্তু লগ্নিকারীরা চূড়ান্ত চুক্তিপত্রের মাধ্যমে ক্লাবকে অধিকার করতে চাইছে।"
ক্লাবের শীর্ষ কর্তা দেবব্রত সরকার বলেন, এই স্বাক্ষর না করলে যদি তিন বছর না খেলতে হয়,তাহলেও তারা রাজি । কিন্তু ক্লাব বিক্রি করে দেবেন না । এখন পুরো আবেগ এবং চুক্তিপত্রের সমস্যাগুলো লগ্নিকারী সংস্থার কর্ণধার হরিমোহন বাঙ্গুর বুঝে সমাধানের রাস্তা বের করবেন বলে ক্লাব আশা করছে । মিটিংয়ের আগে বেশকিছু সমর্থক ইস্টবেঙ্গল নট ফর সেল প্ল্যাকার্ড নিয়ে ক্লাবের গেটে স্লোগান দেয় । এই মিটিংয়ের পরে চুক্তি বিতর্ক মেটার বদলে জটিল হল ।