ETV Bharat / state

DYFI Initiation for Employment : বেকারদের বিকল্প কর্মসংস্থানের জন্য ডিওয়াইএফআইয়ের অভিনব প্রয়াস - DYFI takes initiative for employment for the unemployed

বেকারদের জন্য় কর্মসংস্থানের এক অভিনব উদ্য়ােগ নিল ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি এবং পিপলস রিলিফ কমিটি (DYFI Initiation for Employment in Bengal) ৷ 11 জন রেড ভলান্টিয়ারকে রক্ত সংগ্রহ ছাড়াও ল্যাব টেকনিশিয়ানের নানা প্রশিক্ষণ দিয়ে কাজে যুক্ত করানো হবে ।

DYFI News
বেকারদের জন্য় কর্মসংস্থানের উদ্য়ােগ ডিওয়াইএফআইয়ের
author img

By

Published : May 1, 2022, 9:38 AM IST

কলকাতা, 1 মে : ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি এবং পিপলস রিলিফ কমিটির যৌথ উদ্যোগে বেকারদের কর্মসংস্থানের এক অভিনব প্রয়াস নেওয়া হল ৷ 11 জন রেড ভলান্টিয়ারকে রক্ত সংগ্রহ ছাড়াও ল্যাব টেকনিশিয়ানের নানা প্রশিক্ষণ দিয়ে তাঁদের কাজে যুক্ত করানো হবে (DYFI Initiation for Employment in Bengal) ।

সংগঠনের সর্বভারতীয় সম্মেলন উপলক্ষে এক কর্মশালা হয় ভারত সভা হলে । সেখানেই সাংবাদিক সম্মেলনে এই অভিনব উদ্যোগের কথা জানান সংগঠনের রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্য়ায় । উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা, পিপলস রিলিফ কমিটির তরফে চিকিৎসক ফুয়াদ হালিম-সহ অন্যান্য নেতৃত্ব।

বেকারদের জন্য় কর্মসংস্থানের উদ্য়ােগ ডিওয়াইএফআইয়ের

আরও পড়ুন : সোশ্যাল মিডিয়ায় কদর্য আক্রমণ ঐশী-দীপ্সিতাদের, লালবাজারের দ্বারস্থ বামেদের তরুণ তুর্কিরা

এদিন মীনাক্ষী মুখোপাধ্য়ায় বলেন, "রাজ্য এবং কেন্দ্রীয় সরকার ছেলে মেয়েদের কাজের সংস্থান করতে পারছে না । সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যখন বেকারদের চাকরির দাবিতে আন্দোলন, মামলা চালিয়ে যাচ্ছি তেমনই সরকারকে দেখাতে চাই ইচ্ছা থাকলে কীভাবে কর্মসংস্থান করার বিকল্প ভাবনা ভাবা যায় । সেই জন্য করোনাকালে রাজ্যজুড়ে প্রচুর পরিমাণ রেড ভলান্টিয়ার স্বাস্থ্য সংক্রান্ত কাজে যুক্ত ছিলেন । এদের থেকেই প্রাথমিক স্তরে 11 জনকে চিহ্নিত করে পিআরসির উদ্যোগে রক্ত সংগ্রহ এবং স্বাস্থ্য ক্ষেত্রে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য় একাধিক প্রশিক্ষণ দেওয়া হবে । পিআরসি স্বল্পমূল্যে এই রক্ত পরীক্ষার পরিষেবা দিয়ে থাকে মানুষজনকে । সেই কাজের সঙ্গে এদের যুক্ত করা হবে । আর্থিক আয়ের পথ এরা করে নেবে এর মধ্য দিয়ে । শুধু কোটি কোটি টাকা খরচ করে শিল্প সম্মেলন করে খাওয়া-দাওয়া করলেই হয় না ৷ সরকারের সদিচ্ছা থাকা দরকার ।"

কলকাতা, 1 মে : ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি এবং পিপলস রিলিফ কমিটির যৌথ উদ্যোগে বেকারদের কর্মসংস্থানের এক অভিনব প্রয়াস নেওয়া হল ৷ 11 জন রেড ভলান্টিয়ারকে রক্ত সংগ্রহ ছাড়াও ল্যাব টেকনিশিয়ানের নানা প্রশিক্ষণ দিয়ে তাঁদের কাজে যুক্ত করানো হবে (DYFI Initiation for Employment in Bengal) ।

সংগঠনের সর্বভারতীয় সম্মেলন উপলক্ষে এক কর্মশালা হয় ভারত সভা হলে । সেখানেই সাংবাদিক সম্মেলনে এই অভিনব উদ্যোগের কথা জানান সংগঠনের রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্য়ায় । উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা, পিপলস রিলিফ কমিটির তরফে চিকিৎসক ফুয়াদ হালিম-সহ অন্যান্য নেতৃত্ব।

বেকারদের জন্য় কর্মসংস্থানের উদ্য়ােগ ডিওয়াইএফআইয়ের

আরও পড়ুন : সোশ্যাল মিডিয়ায় কদর্য আক্রমণ ঐশী-দীপ্সিতাদের, লালবাজারের দ্বারস্থ বামেদের তরুণ তুর্কিরা

এদিন মীনাক্ষী মুখোপাধ্য়ায় বলেন, "রাজ্য এবং কেন্দ্রীয় সরকার ছেলে মেয়েদের কাজের সংস্থান করতে পারছে না । সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যখন বেকারদের চাকরির দাবিতে আন্দোলন, মামলা চালিয়ে যাচ্ছি তেমনই সরকারকে দেখাতে চাই ইচ্ছা থাকলে কীভাবে কর্মসংস্থান করার বিকল্প ভাবনা ভাবা যায় । সেই জন্য করোনাকালে রাজ্যজুড়ে প্রচুর পরিমাণ রেড ভলান্টিয়ার স্বাস্থ্য সংক্রান্ত কাজে যুক্ত ছিলেন । এদের থেকেই প্রাথমিক স্তরে 11 জনকে চিহ্নিত করে পিআরসির উদ্যোগে রক্ত সংগ্রহ এবং স্বাস্থ্য ক্ষেত্রে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য় একাধিক প্রশিক্ষণ দেওয়া হবে । পিআরসি স্বল্পমূল্যে এই রক্ত পরীক্ষার পরিষেবা দিয়ে থাকে মানুষজনকে । সেই কাজের সঙ্গে এদের যুক্ত করা হবে । আর্থিক আয়ের পথ এরা করে নেবে এর মধ্য দিয়ে । শুধু কোটি কোটি টাকা খরচ করে শিল্প সম্মেলন করে খাওয়া-দাওয়া করলেই হয় না ৷ সরকারের সদিচ্ছা থাকা দরকার ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.