ETV Bharat / state

কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে শ্রমদপ্তরে বিক্ষোভ DYFI-র - dyfi agitation in kolkata

দীর্ঘ মেয়াদি লকডাউনে কর্মহীন হয়ে পড়া বেসরকারি কর্মীদের প্রতিমাসে ভাতার দাবি জানিয়ে বিক্ষোভ দেখাল রাজ্যের বাম ছাত্র সংগঠন ৷ একাধিক দাবি সম্বলিত ডেপুটেশন শ্রম দপ্তরে জমা দেয় ৷

author img

By

Published : Aug 19, 2020, 3:00 PM IST

কলকাতা, 19 অগাস্ট : কোরোনা সংক্রমণের জেরে দীর্ঘ লকডাউনে কর্মহীন হয়ে পড়েছে রাজ্যের বহু মানুষ ৷ তাদের নিয়ে উদ্বিগ্ন বাম ছাত্র সংগঠন DYFI ৷ আজ দুপুরে রাজ্যের শ্রম দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় DYFI-র কর্মীরা ৷ একাধিক দাবি নিয়ে তারা আজ শ্রমদপ্তরে ডেপুটেশন জমা দেয় ৷

তাদের দাবি, শ্রমদপ্তরকে কর্মী ছাঁটাই বন্ধের জন্য বিভিন্ন বেসরকারি সংস্থাকে নির্দেশ দিতে হবে ৷ যাদের বেতন বাকি রয়েছে তাদের বেতন মিটিয়ে দেওয়া হোক ৷ লকডাউনে যারা কর্মহীন হয়ে পড়েছে তাদের জন্য প্রতিমাসে 6 হাজার টাকা করে আর্থিক সাহায্য করতে হবে ৷

এ বিষয়ে, DYFI নেতা অর্জুন রায় বলেন, "এই রাজ্যে নতুন করে কর্মসংস্থানের সুযোগ নেই ৷ শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেছে ৷ বেসরকারি সংস্থায় ব্যাপক কর্মী ছাঁটাই চলছে ৷ বেশকিছু সংস্থা তাদের কর্মীদের বিগত কয়েক মাস ধরে বেতন দেয়নি ৷ এসবের প্রতিবাদে আজ আমরা একত্রিত হয়ে বিক্ষোভে সামিল হয়েছি ৷ কোরোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনেই আমরা বিক্ষোভ দেখাচ্ছি ৷ আমাদের তরফ থেকে একাধিক দাবি সম্বলিত ডেপুটেশন শ্রম কমিশনারের কাছে জমা দেব ৷"

তিনি আরও বলেছেন, "দাবিগুলি পূরণের জন্য আমরা রাজ্য সরকারকে নির্দিষ্ট সময় দেব ৷ কর্মহীনদের আর্থিক সহযোগীতার জন্য সময় দেওয়া হবে সরকারকে ৷" তিনি হুঁশিয়ারি দিয়েছেন, তারপরেও সরকার যদি আমাদের দাবি পূরণ না করে তাহলে আগামী দিনে নবান্ন অভিযান করব ৷ আরও বৃহত্তর আন্দোলনে নামব ৷

কলকাতা, 19 অগাস্ট : কোরোনা সংক্রমণের জেরে দীর্ঘ লকডাউনে কর্মহীন হয়ে পড়েছে রাজ্যের বহু মানুষ ৷ তাদের নিয়ে উদ্বিগ্ন বাম ছাত্র সংগঠন DYFI ৷ আজ দুপুরে রাজ্যের শ্রম দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় DYFI-র কর্মীরা ৷ একাধিক দাবি নিয়ে তারা আজ শ্রমদপ্তরে ডেপুটেশন জমা দেয় ৷

তাদের দাবি, শ্রমদপ্তরকে কর্মী ছাঁটাই বন্ধের জন্য বিভিন্ন বেসরকারি সংস্থাকে নির্দেশ দিতে হবে ৷ যাদের বেতন বাকি রয়েছে তাদের বেতন মিটিয়ে দেওয়া হোক ৷ লকডাউনে যারা কর্মহীন হয়ে পড়েছে তাদের জন্য প্রতিমাসে 6 হাজার টাকা করে আর্থিক সাহায্য করতে হবে ৷

এ বিষয়ে, DYFI নেতা অর্জুন রায় বলেন, "এই রাজ্যে নতুন করে কর্মসংস্থানের সুযোগ নেই ৷ শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেছে ৷ বেসরকারি সংস্থায় ব্যাপক কর্মী ছাঁটাই চলছে ৷ বেশকিছু সংস্থা তাদের কর্মীদের বিগত কয়েক মাস ধরে বেতন দেয়নি ৷ এসবের প্রতিবাদে আজ আমরা একত্রিত হয়ে বিক্ষোভে সামিল হয়েছি ৷ কোরোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনেই আমরা বিক্ষোভ দেখাচ্ছি ৷ আমাদের তরফ থেকে একাধিক দাবি সম্বলিত ডেপুটেশন শ্রম কমিশনারের কাছে জমা দেব ৷"

তিনি আরও বলেছেন, "দাবিগুলি পূরণের জন্য আমরা রাজ্য সরকারকে নির্দিষ্ট সময় দেব ৷ কর্মহীনদের আর্থিক সহযোগীতার জন্য সময় দেওয়া হবে সরকারকে ৷" তিনি হুঁশিয়ারি দিয়েছেন, তারপরেও সরকার যদি আমাদের দাবি পূরণ না করে তাহলে আগামী দিনে নবান্ন অভিযান করব ৷ আরও বৃহত্তর আন্দোলনে নামব ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.