কলকাতা, 23 জুন : কোরোনা আতঙ্কে বন্ধ গোটা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান । সরকার উৎসাহ দিচ্ছে অনলাইন ক্লাসে । বহু শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইনে ক্লাস শুরু করেছে । অললাইন ক্লাসের জন্য বেশিরভাগ ক্ষেত্রেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ব্যবহার করছে জ়ুম । সেই ক্লাসে যোগ দিয়ে হ্যাকারদের কবলে পড়ল ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী । তার অভিনেতা বাবা বিষয়টি জানিয়েছেন লালবাজারে । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে সূত্রের খবর ।
জ়ুম একেবারেই নিরাপদ অ্যাপ নয় । কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছিল বিষয়টি । একাধিক সাইবার বিশেষজ্ঞের মত একই । কিন্তু অনলাইন কাজ করতে গিয়ে সুবিধাজনক এই অ্যাপ ব্যবহার করছে বহু স্কুল । যেমনটা করেছে কলকাতার এক নামী স্কুল । সেখানেই পড়াশোনা করে ওই অভিনেতার মেয়ে । ক্লাসে যোগ দিয়ে সে হ্যাকারের কবলে পড়ে । তার সঙ্গে অশ্লীল অঙ্গভঙ্গি করা হয় বলে অভিযোগ । তারপর থেকে রীতিমত মানসিক ট্রমায় চলে গেছে ওই ছাত্রী । এমনই লালবাজারকে জানিয়েছেন ওই অভিনেতা । লালবাজারে সাইবার ক্রাইম বিভাগ এই ঘটনার আটঘাট বেঁধে তদন্ত শুরু করেছে বলে খবর ।
শুধু এই ঘটনা নয় । কলকাতার অন্য একটি নামী স্কুলের পড়ুয়াদের ক্লাস চলাকালীন হঠাৎই স্ক্রিনে ভেসে ওঠে পর্নো ছবি । আঁতকে ওঠে পড়ুয়ারা । সেই ঘটনা নিয়ে অবশ্য অভিযোগ জানানো হয়নি । কারণ স্কুল তার নামের প্রতি সুবিচার রাখার কারণে, এই বিষয়ে অভিযোগ জানাতে নিষেধ করেছিল বলে খবর । এমনকী সংবাদমাধ্যমেও যাতে কেউ মুখ না খোলে তা দেখতে বলা হয়েছিল । কিন্তু তদন্তে নেমে গোয়েন্দারা পেয়েছেন এই তথ্য ।