ETV Bharat / state

আহিরীটোলা সর্বজনীনে গুজরাতের 'রানি কি ভাও' - pujo

শিল্পী এখানে স্থাপত্যকে ফুটিয়ে তুলেছেন গুজরাতের সরস্বতী নদীর তীরে অবস্থিত 'রানি কি ভাও'-র আদলে ৷ শিল্পী ও শিল্পর মিলনক্ষেত্র হয়ে উঠেছে মণ্ডপটি ৷ আহিরীটোলা সর্বজনীন দুর্গোৎসব সমিতির এবারের থিম 'অজান্তে' ৷

আহিরীটোলা সর্বজনীন
author img

By

Published : Oct 4, 2019, 7:06 PM IST

Updated : Oct 4, 2019, 10:48 PM IST

কলকাতা : আহিরীটোলা সর্বজনীন দুর্গোৎসব সমিতির এবারের থিম 'অজান্তে' ৷ শিল্পী ও শিল্পর মিলনক্ষেত্র হয়ে উঠেছে মণ্ডপটি ৷ শিল্পী এখানে স্থাপত্যকে ফুটিয়ে তুলেছেন গুজরাতের সরস্বতী নদীর তীরে অবস্থিত 'রানি কি ভাও'-এর আদলে ৷

শিল্পী ও শিল্পের মেলবন্ধনে তুলে ধরা হয়েছে মায়ের মাতৃ রূপ ৷ প্রতিমাটি পাথরের তৈরি ৷ এক বছর ধরে পুজো উদ্যোক্তারা পরিকল্পনা করে এই থিম বেছে নিয়েছেন৷ থিমের মধ্যে সামাজিক বার্তা দিয়েছেন পুজো উদ্যোক্তারা ৷ জলের সমস্যা থেকে বাঁচতে সবাইকে কাজ করতে হবে ৷ জলের সমস্যা সমাজে একটি ব্যাধির আকার নিচ্ছে ৷

দেখুন ভিডিয়ো

পুজো কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক দুলাল সেন বলেন, "পুজো মণ্ডপে জলের অপচয় রোধের বার্তা দেওয়া হয়েছে ৷ কিছু মূর্তি বসানো হয়েছে, যারা জল নষ্ট আটকানোর জন্য কলের মুখগুলিকে আটকে রেখেছে ৷ জল সঞ্চয় করার জন্য বার্তা দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে ৷"

কলকাতা : আহিরীটোলা সর্বজনীন দুর্গোৎসব সমিতির এবারের থিম 'অজান্তে' ৷ শিল্পী ও শিল্পর মিলনক্ষেত্র হয়ে উঠেছে মণ্ডপটি ৷ শিল্পী এখানে স্থাপত্যকে ফুটিয়ে তুলেছেন গুজরাতের সরস্বতী নদীর তীরে অবস্থিত 'রানি কি ভাও'-এর আদলে ৷

শিল্পী ও শিল্পের মেলবন্ধনে তুলে ধরা হয়েছে মায়ের মাতৃ রূপ ৷ প্রতিমাটি পাথরের তৈরি ৷ এক বছর ধরে পুজো উদ্যোক্তারা পরিকল্পনা করে এই থিম বেছে নিয়েছেন৷ থিমের মধ্যে সামাজিক বার্তা দিয়েছেন পুজো উদ্যোক্তারা ৷ জলের সমস্যা থেকে বাঁচতে সবাইকে কাজ করতে হবে ৷ জলের সমস্যা সমাজে একটি ব্যাধির আকার নিচ্ছে ৷

দেখুন ভিডিয়ো

পুজো কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক দুলাল সেন বলেন, "পুজো মণ্ডপে জলের অপচয় রোধের বার্তা দেওয়া হয়েছে ৷ কিছু মূর্তি বসানো হয়েছে, যারা জল নষ্ট আটকানোর জন্য কলের মুখগুলিকে আটকে রেখেছে ৷ জল সঞ্চয় করার জন্য বার্তা দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে ৷"

Intro:কলকাতা: আহিরীটোলা সর্বজনীন দুর্গোৎসব সমিতি এবারের থিম "অজান্তে"। শিল্পী ও শিল্পের মিলনক্ষেত্র হয়ে উঠেছে আহিরীটোলা পূজা মন্ডপ টি। শিল্পী এখানে স্থাপত্য টাকে ফুটিয়ে তুলেছেন "গুজরাটের রানি কি ভাব এর আদলে"।

পূজা মন্ডপ শিল্পী ও শিল্পের মেলবন্ধনে মায়ের মার্তি রূপ দেখতে পারছেন। সেটা সম্পূর্ণ পাথরের তৈরি। গত এক বছর ধরে পুজো উদ্যোক্তারা পরিকল্পনা করে এই থিমটি কে বেছে নিয়েছে।

এই পূজামণ্ডপের মধ্যে দিয়ে সমাজের কাছে বার্তা দেয়া হয়েছে জলের যে সমস্যা তৈরি হয়েছে। তার জন্য সব স্তরের মানুষকে কাজ করতে হবে। কারণ জলের সমস্যা সমাজে একটা ব্যাধি হয়ে উঠেছে।

পুজো কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক দুলাল সেন বলেন , "পূজামণ্ডপে জলের অপচয় বন্ধ করতে বার্তা দেয়া হয়েছে। এলিয়েনরা জলের কলের মুখগুলোকে আটকে রেখেছে যাতে জল না পড়ে যায়। সেটা মণ্ডপের ভিতরে শিল্পী ফুটিয়ে তুলেছেন। জল যাতে সঞ্চয় করা যায় জলের অপচয় বন্ধ করতেই সমাজের কাছে বার্তা দিতেই উদ্যোগ নেয়া হয়েছে"





Body:স্টরি


Conclusion:স্টরি
Last Updated : Oct 4, 2019, 10:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.