কলকাতা, 16 অক্টোবর: বনাঞ্চল ধ্বংস করে আগেই গড়ে উঠেছে বাসস্থান ৷ এবার সভ্যতা গড়ে তুলতে মানবজাতি হাত বাড়িয়েছে পাহাড়ের দিকে ৷ একের পর এক বহুতল মাথা তুলছে পাহাড়ের কোল জুড়ে । উন্নয়নের কর্মকাণ্ডে মাতাল হয়ে প্রকৃতির সম্পদ ধ্বংস করে চলেছে মানবজাতি । নদীর গতি পথ বেঁধে তৈরি হয়েছে বাঁধ ও বিদ্যুৎ কেন্দ্র । রাস্তাঘাট থেকে শুরু করে শপিংমল । মানবজাতির স্বার্থে পাহাড়ের উপর নির্বিচারে এই লাগামহীন অত্যাচার চলছে দীর্ঘ দিন ধরে । মানুষের এই অত্যাচার আর সহ্য করতে পারছে না পাহাড় । পাহাড়ের এই আর্তনাদ ফুটে উঠেছে বেলঘাটা 33 পল্লিতে ৷ এবারে তাদের থিম 'শৈলার্তী'। বিষয় ভাবনা ও প্রতিমা করছেন শিল্পী সুব্রত বন্দ্যোপাধ্যায় ৷
পুজো উদ্যোক্তা তথা ক্লাব সভাপতি পরিমল দে আরও জানান, সম্প্রতি হিমাচল প্রদেশে ক্রমাগত বিপর্যয়, উত্তরাখণ্ড ও সিকিমের বিস্তীর্ন এলাকা ধ্বংসের মুখে ৷ তার জেরেই বিপর্যস্ত পাহাড়ের জনজীবন ৷ সেসবই তুলে ধরা হয়েছে বেলাঘাটা 33 পল্লির মণ্ডপে ৷ কথিত আছে উমা হিমালয়ের কন্যা ৷ তার উপর পাহাড়ের বর্তমান পরিস্থিতি মণ্ডপের থিমের সঙ্গে একাকার হয়ে গিয়েছে ৷
আরও পড়ুন: পুরনোকে ভুলে নতুন নয়! নাড়ির টানে সেতুবন্ধন হাতিবাগান সর্বজনীন দুর্গাপুজোর মণ্ডপে
এই প্রসঙ্গে ক্লাবের সভাপতি পরিমল দে বলেন, "এবার আমদের থিম 'শৈলার্তী'। আমদের প্রয়োজন মত আমরা বহুতল গড়ে তুলছি । সমাজে একের পর এক উন্ননয় করছি ৷ যা করছি, তা পাহাড়ের আদৌ ধরে রাখার ক্ষমতা আছে কি না সেই ব্যাপারে উদাসীন । পাহাড়ের কথা আমরা ভুলে গিয়ে শুধুই সভ্যতা বাড়িয়ে চলেছি ৷ ফল স্বরূপ ঘটছে ভয়ঙ্কর ঘটনা ৷ প্রকৃতি তার ধ্বংসলীলা শুরু করেছে ৷ শুধু দেশে নয় নয় গোটা বিশ্বে এই সমস্যা । আর এটা আটকাতে হলে পাহাড়কে রক্ষা করতে হবে ।"
আরও পড়ুন: দেবীর হাতে অস্ত্রের বদলে পদ্ম, শিল্পের ছোঁয়া সোনাঝুরি জঙ্গলের হীরালিনী দুর্গাপুজোয়