ETV Bharat / state

Durga Puja 2022: প্রতিমার রূপদানে সনাতন দিন্দা, হারিয়ে যাওয়া পটচিত্রে সেজে উঠছে হাতিবাগান সর্বজনীন - Sanatan Dinda

পুজোর আর মাত্র 10দিন বাকি (Durga Puja 2022) ৷ ইতিমধ্যে সব পুজো মণ্ডপগুলির তোড়জোড় একেবারে তুঙ্গে ৷ বিভিন্ন থিমে সেজে উঠছে মণ্ডপগুলি ৷ তারই মধ্যে কলকাতার পুরনো একটি পুজো হল হাতিবাগান সর্বজনীন (Hatibagan Sarbojanin Durgotsav) ৷

Durga Puja 2022 Pattachitra theme of Hatibagan Sarbojanin Durgotsav
Durga Puja 2022 Pattachitra theme of Hatibagan Sarbojanin Durgotsav
author img

By

Published : Sep 20, 2022, 6:23 PM IST

কলকাতা, 20 সেপ্টেম্বর: উত্তর কলকাতার অন্যতম নামি পুজোর মধ্যে অন্যতম হাতিবাগান সর্বজনীন (Hatibagan Sarbojanin Durgotsav) । 88 তম বর্ষে এবার পদার্পণ এই পুজোর । আর এ বছরের হাতিবাগান সার্বজনীনের বিষয়-ভাবনা রূপায়ণ করছেন শিল্পী সঞ্জীব সাহা । এবার হাতিবাগান সর্বজনীন থিমের মাধ্যমে তুলে ধরছে বাংলার পুরোনো পটচিত্র শিল্পকে । প্রতিমার রূপ দিচ্ছেন সনাতন দিন্দা (Sanatan Dinda) ।

হাতিবাগান সর্বজনীনের পুজো মণ্ডপের ভিতর থেকে গেটের সামনে অবধি রাখা থাকবে পটচিত্র । দুই দেওয়ালেও ঝোলানো থাকছে বড় বড় পটচিত্র । পুরোনো লোকশিল্প, মহাকাব্য, লোকগাঁথা ঠাঁই পাবে এই মণ্ডপে । দেওয়াল জুড়ে ফুটে উঠবে দুর্গাপট, কালীপট, মনসাপটের রঙিন ছবি । এছাড়াও পটচিত্র শিল্পীদের নিজ কণ্ঠে শোনা যাবে লোকগান ৷ যা মণ্ডপে এক আলাদা পরিবেশ তৈরি করবে (Durga Puja 2022) ।

সঞ্জীব সাহার পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখেই এবার ছক ভাঙা নতুন আদলে প্রতিমা তৈরি করেছেন শিল্পী সনাতন দিন্দা । লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী ফুটে উঠবে মায়ের পায়ের সামনে পটচিত্রে (North Kolkata Durga Puja) ।

পুজো উদ্যোক্তা শাশ্বত বসু বলেন, "প্রত্যেকবছরই হাতিবাগান সর্বজনীন চেষ্টা করে বাংলার বা ভারতের কোনও একটি লোকশিল্পকে তুলে ধরার ৷ এবারেও তার ব্যতিক্রম নয় ৷ এ বছর আমরা বাংলার পুরনো লোকশিল্প পটচিত্রকে তুলে ধরব ৷ যারা হাতিবাগানের মণ্ডপে আসবেন তারা দেখতে পাবেন বাংলার সেই লুপ্তপ্রায় পটচিত্রকে ৷ এই পটচিত্রে নানারকম গল্প থাকবে, পট পেন্টিং থাকবে ৷ এছাড়াও লাইট পারফর্মেন্স থাকবে ৷ আর পটের সঙ্গে সামঞ্জস্য রেখেই দেবীদুর্গার মূর্তি গড়া হচ্ছে ৷"

হারিয়ে যাওয়া পটচিত্রে সেজে উঠছে হাতিবাগান সর্বজনীন

শিল্পী সঞ্জীব সাহা বলেন, "পটচিত্রের বিভিন্নরকম দিক নিয়ে আমরা কাজ করছি ৷ পটচিত্র বিশাল একটি অধ্যায় ৷ এখানে দুর্গাপট,কালীপট, মনসা পট-সহ অন্যান্যগুলো তুলে ধরা হবে ৷ সেগুলো দিয়েই মণ্ডপ সাজিয়ে তোলা হচ্ছে ৷ আর পটচিত্রের সঙ্গে মিল রেখেই সনাতন দিন্দা মা দুর্গার মুখ গড়ছেন ৷"

আরও পড়ুন: আহিরীটোলার চমক এবার ‘আকাশবাণী’, শোনা যাবে কলেরগানের সঙ্গীত

কলকাতা, 20 সেপ্টেম্বর: উত্তর কলকাতার অন্যতম নামি পুজোর মধ্যে অন্যতম হাতিবাগান সর্বজনীন (Hatibagan Sarbojanin Durgotsav) । 88 তম বর্ষে এবার পদার্পণ এই পুজোর । আর এ বছরের হাতিবাগান সার্বজনীনের বিষয়-ভাবনা রূপায়ণ করছেন শিল্পী সঞ্জীব সাহা । এবার হাতিবাগান সর্বজনীন থিমের মাধ্যমে তুলে ধরছে বাংলার পুরোনো পটচিত্র শিল্পকে । প্রতিমার রূপ দিচ্ছেন সনাতন দিন্দা (Sanatan Dinda) ।

হাতিবাগান সর্বজনীনের পুজো মণ্ডপের ভিতর থেকে গেটের সামনে অবধি রাখা থাকবে পটচিত্র । দুই দেওয়ালেও ঝোলানো থাকছে বড় বড় পটচিত্র । পুরোনো লোকশিল্প, মহাকাব্য, লোকগাঁথা ঠাঁই পাবে এই মণ্ডপে । দেওয়াল জুড়ে ফুটে উঠবে দুর্গাপট, কালীপট, মনসাপটের রঙিন ছবি । এছাড়াও পটচিত্র শিল্পীদের নিজ কণ্ঠে শোনা যাবে লোকগান ৷ যা মণ্ডপে এক আলাদা পরিবেশ তৈরি করবে (Durga Puja 2022) ।

সঞ্জীব সাহার পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখেই এবার ছক ভাঙা নতুন আদলে প্রতিমা তৈরি করেছেন শিল্পী সনাতন দিন্দা । লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী ফুটে উঠবে মায়ের পায়ের সামনে পটচিত্রে (North Kolkata Durga Puja) ।

পুজো উদ্যোক্তা শাশ্বত বসু বলেন, "প্রত্যেকবছরই হাতিবাগান সর্বজনীন চেষ্টা করে বাংলার বা ভারতের কোনও একটি লোকশিল্পকে তুলে ধরার ৷ এবারেও তার ব্যতিক্রম নয় ৷ এ বছর আমরা বাংলার পুরনো লোকশিল্প পটচিত্রকে তুলে ধরব ৷ যারা হাতিবাগানের মণ্ডপে আসবেন তারা দেখতে পাবেন বাংলার সেই লুপ্তপ্রায় পটচিত্রকে ৷ এই পটচিত্রে নানারকম গল্প থাকবে, পট পেন্টিং থাকবে ৷ এছাড়াও লাইট পারফর্মেন্স থাকবে ৷ আর পটের সঙ্গে সামঞ্জস্য রেখেই দেবীদুর্গার মূর্তি গড়া হচ্ছে ৷"

হারিয়ে যাওয়া পটচিত্রে সেজে উঠছে হাতিবাগান সর্বজনীন

শিল্পী সঞ্জীব সাহা বলেন, "পটচিত্রের বিভিন্নরকম দিক নিয়ে আমরা কাজ করছি ৷ পটচিত্র বিশাল একটি অধ্যায় ৷ এখানে দুর্গাপট,কালীপট, মনসা পট-সহ অন্যান্যগুলো তুলে ধরা হবে ৷ সেগুলো দিয়েই মণ্ডপ সাজিয়ে তোলা হচ্ছে ৷ আর পটচিত্রের সঙ্গে মিল রেখেই সনাতন দিন্দা মা দুর্গার মুখ গড়ছেন ৷"

আরও পড়ুন: আহিরীটোলার চমক এবার ‘আকাশবাণী’, শোনা যাবে কলেরগানের সঙ্গীত

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.