কলকাতা, 12 সেপ্টেম্বর: আগামিকাল কলকাতা পৌরনিগমের 39টি স্বাস্থ্যকেন্দ্রে কোভ্যাকসিন টিকাকরণ বন্ধ । করোনার টিকা কোভ্যাকসিনের অভাবে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য এই টিকাকরণ বন্ধ থাকছে কলকাতা পৌরনিগমের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে। কলকাতা পৌরনিগম এক জরুরি বিজ্ঞপ্তি জারি করে কোভ্যাকসিন বন্ধ থাকার কথা ঘোষণা করেছে ৷ কেন্দ্র সরকার কোভ্যাকসিন না-পাঠানোয় এই বিপত্তি বলে জানানো হয়েছে ৷
শহরে একদিকে যখন বৃদ্ধি পাচ্ছে করোনার সংক্রমণ। ঠিক তখনই শহরে কোভ্যাকসিনের সংকট ৷ যার ফলে অনির্দিষ্টকালের জন্য কোভ্যাকসিন টিকাকরণ বন্ধ থাকছে ৷ তৃতীয় টেউের আগে ভ্যাকসিনেশন বন্ধ থাকলে পরিস্থিতি জটিল হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা ৷
কোভ্যাকসিনের টিকাকরণ বন্ধ থাকলেও কোভিশিল্ড টিকাকরণ জারি থাকবে বলে জানানো হয়েছে ৷ কারণ কলকাতা পৌরনিগমের হাতে পর্যাপ্ত পরিমাণে কোভিশিল্ড টিকা রয়েছে ৷ তাই আগামিকাল কলকাতা পৌর নিগমের বাকি স্বাস্থ্যকেন্দ্রগুলি থেকে কোভিশিল্ড টিকাকরণ স্বাভাবিক নিয়মেই দেওয়া হবে। কলকাতা পৌর নিগমের মুখ্যস্বাস্থ্য আধিকারিক ডঃ সুব্রত রায়চৌধুরী জানিয়েছেন, কেন্দ্র সরকার কোভ্যাকসিন না-পাঠানোয় আগামিকাল শহরের কোভ্যাকসিনের টিকা দেওয়া চালু রাখা যাচ্ছে না ৷ ফের কেন্দ্র থেকে টিকা রাজ্যে এসে না-পৌঁছনো পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য তা বন্ধ থাকছে ৷ রাজ্যে টিকা আসার পর তা বণ্টন হয়ে কলকাতা পৌরনিগমের কাছে এসে পৌঁছনোর পর ফের শুরু করা যাবে কোভ্যাকসিন টিকা। সোমবার রাতে টিকা এসে পৌঁছলে মঙ্গলবার থেকে ফের টিকাকরণ সম্ভব হবে ৷
আরও পড়ুন :টেস্ট কমলেও আক্রান্তের সংখ্যা প্রায় অপরিবর্তিত
কলকাতা পৌরনিগম সূত্রের খবর, কলকাতা পৌরনিগম শহরে 50 লক্ষ টিকাকরণ সম্পন্ন করেছে। তবু করোনা সংক্রমণকে বাগে আনা সম্ভব হয়নি । এর ফলে উদ্বেগ বেড়েছে কলকাতা পৌরনিগমের। তাই এই মুহূর্তে শহরে টিকা বন্ধ থাকলে সংক্রমণ আরও দ্রুত বৃদ্ধির আশঙ্কা রয়েছে বলে মনে করা হচ্ছে ৷