ETV Bharat / state

লকডাউনের ফলে কলকাতার বিভিন্ন এলাকায় থমকে সংস্কারের কাজ - কলকাতা

লকডাউনের জেরে কলকাতার বিভিন্ন এলাকায় বন্ধ হয়ে গিয়েছে সংস্কারের কাজ ৷ বর্ষার আগে সংস্কারের কাজ শেষ না করলে সমস্যায় পড়তে পারেন সাধারণ মানুষ৷ তাই দ্রুত কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম৷ এক্ষেত্রে শ্রমিকদের যাতে আনা যায়, সেই ব্যবস্থাও করা হয়েছে বলে জানান তিনি৷

due to lockdown renovation work has stopped in kolkata
লকডাউনের ফলে শহরের বিভিন্ন এলাকায় থমকে সংস্কারের কাজ
author img

By

Published : May 19, 2020, 11:18 AM IST

Updated : May 21, 2020, 2:45 PM IST

কলকাতা, 18 মে : কোরোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন ৷ ইতিমধ্যেই চতুর্থ দফার লকডাউন শুরু হয়ে গিয়েছে ৷ চতুর্থ দফার লকডাউনে অবশ্য বেশ কিছু ক্ষেত্রে থাকছে ছাড় ৷

দেশজুড়ে এই লকডাউনের ফলে স্তব্ধ হয়ে গিয়েছে কলকাতার বিভিন্ন এলাকার রাস্তা মেরামতের কাজ৷ প্রায় দু'মাস ধরে বন্ধ রয়েছে রাস্তা মেরামতের কাজ৷ আর কদিন বাদেই শুরু হবে বর্ষা ৷ বর্ষার সময় রাস্তা মেরামতের কাজ না শেষ হলে সমস্যায় পড়বেন বিভিন্ন এলাকার মানুষ ৷

দেখুন ভিডিও

কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানান, বর্ষার আগেই অর্ধ সমাপ্ত সমস্ত কাজ শেষ করতে হবে৷ রাস্তা মেরামতির কাজ, পাম্পিং স্টেশন নির্মাণের কাজ, পাইপলাইন বসানোর কাজ থেকে শুরু করে যে সমস্ত কাজ গুলি অর্ধেক হয়ে পড়ে রয়েছে তা শেষ করার নির্দেশ দিয়েছেন তিনি৷ এবিষয়ে একটি বৈঠকও করেছেন ফিরহাদ হাকিম৷ বৈঠকের পর তিনি জানান, "আমরা আস্তে আস্তে কাজ শুরু করছি এবারে৷ সোমবার থেকে বোরো এলাকাগুলিতে পরিস্কারের কাজ শুরু করার নির্দেশ দিয়েছি৷ যারা কলকাতার কাছাকাছি শ্রমিকেরা আছেন তাঁদের এই সমস্ত কাজে লাগানো হবে৷"

এই বিষয়ে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটের সদস্য তারক সিং জানান, "কাজ দু তিন জায়গায় বন্ধ হয়েছে৷ বন্ধ থাকা এলাকার কাজ ধীরে ধীরে চালু হয়েছে৷ বৈঠক হয়েছে, সমস্ত জায়গায় কাজ শুরু করা হবে৷ লকডাউনের ফলে শ্রমিকদের নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে৷ যে সমস্ত শ্রমিকেরা কাজের জন্য আসতে পারছেন না তাদের আনার ব্যবস্থা করা হচ্ছে৷"

জানা গিয়েছে, বহু ক্ষেত্রে বিভিন্ন সংস্থাকে কাজের বরাত দিয়েছে কলকাতা পৌরনিগম৷ সেই সকল সংস্থাকে দ্রুত কাজ করার নির্দেশ দেওয়া হবে৷ সেক্ষেত্রে যাতে শ্রমিকরা ফিরে কাজে যোগ দিতে পারেন সেদিকেও দেখা হবে বলেই জানা গিয়েছে৷

কলকাতা, 18 মে : কোরোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন ৷ ইতিমধ্যেই চতুর্থ দফার লকডাউন শুরু হয়ে গিয়েছে ৷ চতুর্থ দফার লকডাউনে অবশ্য বেশ কিছু ক্ষেত্রে থাকছে ছাড় ৷

দেশজুড়ে এই লকডাউনের ফলে স্তব্ধ হয়ে গিয়েছে কলকাতার বিভিন্ন এলাকার রাস্তা মেরামতের কাজ৷ প্রায় দু'মাস ধরে বন্ধ রয়েছে রাস্তা মেরামতের কাজ৷ আর কদিন বাদেই শুরু হবে বর্ষা ৷ বর্ষার সময় রাস্তা মেরামতের কাজ না শেষ হলে সমস্যায় পড়বেন বিভিন্ন এলাকার মানুষ ৷

দেখুন ভিডিও

কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানান, বর্ষার আগেই অর্ধ সমাপ্ত সমস্ত কাজ শেষ করতে হবে৷ রাস্তা মেরামতির কাজ, পাম্পিং স্টেশন নির্মাণের কাজ, পাইপলাইন বসানোর কাজ থেকে শুরু করে যে সমস্ত কাজ গুলি অর্ধেক হয়ে পড়ে রয়েছে তা শেষ করার নির্দেশ দিয়েছেন তিনি৷ এবিষয়ে একটি বৈঠকও করেছেন ফিরহাদ হাকিম৷ বৈঠকের পর তিনি জানান, "আমরা আস্তে আস্তে কাজ শুরু করছি এবারে৷ সোমবার থেকে বোরো এলাকাগুলিতে পরিস্কারের কাজ শুরু করার নির্দেশ দিয়েছি৷ যারা কলকাতার কাছাকাছি শ্রমিকেরা আছেন তাঁদের এই সমস্ত কাজে লাগানো হবে৷"

এই বিষয়ে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটের সদস্য তারক সিং জানান, "কাজ দু তিন জায়গায় বন্ধ হয়েছে৷ বন্ধ থাকা এলাকার কাজ ধীরে ধীরে চালু হয়েছে৷ বৈঠক হয়েছে, সমস্ত জায়গায় কাজ শুরু করা হবে৷ লকডাউনের ফলে শ্রমিকদের নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে৷ যে সমস্ত শ্রমিকেরা কাজের জন্য আসতে পারছেন না তাদের আনার ব্যবস্থা করা হচ্ছে৷"

জানা গিয়েছে, বহু ক্ষেত্রে বিভিন্ন সংস্থাকে কাজের বরাত দিয়েছে কলকাতা পৌরনিগম৷ সেই সকল সংস্থাকে দ্রুত কাজ করার নির্দেশ দেওয়া হবে৷ সেক্ষেত্রে যাতে শ্রমিকরা ফিরে কাজে যোগ দিতে পারেন সেদিকেও দেখা হবে বলেই জানা গিয়েছে৷

Last Updated : May 21, 2020, 2:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.