ETV Bharat / state

West Bengal Weather Update: বঙ্গে বৃষ্টির পূর্বাভাস, সিত্রাংয়ের জেরে মাটি হতে পারে আলোর উৎসব - effect of sitrang rain possibility in bengal

সরাসরি আছড়ে না পড়লেও সিত্রাংয়ের প্রভাব থেকে রেহাই পাবে না পশ্চিমবঙ্গ ৷ বাংলাদেশের বরিশালে আছড়ে পড়ার সম্ভাবনা থাকলেও সিত্রাংয়ের জেরে বঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস(West Bengal Weather Update)৷

Etv Bharat
বঙ্গে বৃষ্টি
author img

By

Published : Oct 24, 2022, 6:44 AM IST

Updated : Oct 24, 2022, 7:07 AM IST

কলকাতা, 24 অক্টোবর: ঘনিয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং(Sitrang Update)। আছড়ে পড়বে ওপার বাংলার বরিশালে । তবে তার জোরালো প্রভাব পড়বে বঙ্গেও । বিশেষ করে সোমবার আলোর উৎসবের প্রথম দিনেই ঘূর্ণিঝড় ও নিম্নচাপের জেরে বৃষ্টি উৎসবের আবহে কাঁটা ছড়াবে(Due to Effect of Sitrang Rain Possibility in Bengal)। ইতিমধ্যেই দুর্যোগ থেকে মানুষকে বাঁচাতে বিভিন্ন সতর্কতা জারি করা হয়েছে । নবান্নে খোলা হয়েছে কন্ট্রোল রুম ৷ জেলা প্রশাসনের তরফ থেকেও সচেতনতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ দিকে দিকে মাইকিং চলছে ।

সব মিলিয়ে সিত্রাং এই বাংলায় আছড়ে না পড়লেও তার সতর্কতার কোনও ত্রুটি রাখছে না প্রশাসন । আলিপুর আবহাওয়া অফিস প্রতি মুহূর্তে সিত্রাংয়ের গতি প্রকৃতির উপর নজর রাখছে । সেই মত সতর্ক করছে । এই বিষয়ে হাওয়া অফিসের উপ-অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় জানান, ঘূর্ণিঝড় ধীরে ধীরে পরিণত হবে অতি গভীর নিম্নচাপে । তারপরই এটি উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে । মঙ্গলবার সকালে বাংলাদেশের বরিশালের কাছে তিনকোনা আইল্যান্ড ও সন্দীপের মাঝে আছড়ে পড়বে সিত্রাং ।

আরও পড়ুন : ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় প্রস্তুতি তুঙ্গে কলকাতা পৌরনিগমের

সিত্রাংয়ের সব থেকে বেশি প্রভাব পড়বে দুই 24 পরগনার উপকূল এলাকায় । আংশিক প্রভাব পড়বে পূর্ব মেদিনীপুরের কিছু অংশে । তবে এর জেরে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই মঙ্গলবার পর্যন্ত আংশিক মেঘলা আকাশের পাশাপাশি মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷

সিত্রাংয়ের প্রভাব কতটা পড়বে পশ্চিমবঙ্গে, জানাচ্ছেন আলিপুর আবহাওয়া অফিসের উপ অধিকর্তা সঞ্জীবকুমার বন্দ্যোপাধ্যায়
সোমবার উত্তর ও দক্ষিণ 24 পরগনায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে । সঙ্গে ঘণ্টায় 100 কিমি গতি বেগে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে । ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই মেদিনীপুরে । পূর্ব মেদিনীপুরে ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকবে সর্বোচ্চ 80 কিমি ৷

কলকাতায় রয়েছে মাঝারি বৃষ্টির সম্ভাবনা । সোমবার বিকেল থেকে বুধবার সকাল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বেশি । সোমবার 30 থেকে সর্বোচ্চ 50 কিমি ও মঙ্গলবার 40 থেকে 50 কিমি বেগে হাওয়া বইবে । সর্বোচ্চ 60 কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে ।

আরও পড়ুন : আগামী 12 ঘণ্টায় ঘূর্ণিঝড়ে পরিণত হবে সিত্রাং, প্রভাব উপকূলের জেলায়

রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ৷ সমুদ্রে 6 মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে । সোম ও মঙ্গলবার সেই কারণে দুই 24 পরগনায় বাঁধের ক্ষতি হতে পারে । এই বিষয়ে পর্যটকদের সতর্ক করা হয়েছে । দুই 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরের সমস্ত ফেরি চলাচল ও সমুদ্র তীরবর্তী সমস্ত বিনোদনমূলক রাইড বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ।

রবিবার দিনভর আকাশ ছিল মেঘলা । কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.8 ডিগ্রি সেলসিয়াস । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 81 শতাংশ । সোমবার দিনের আকাশ মেঘলা থাকবে । রয়েছে বৃষ্টির সম্ভাবনা । দিনের সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রির আশেপাশে থাকবে ।

আরও পড়ুন : বাংলাদেশের অভিমুখে ঘূর্ণিঝড় সিত্রাং, বাংলায় কেমন প্রভাব ?

কলকাতা, 24 অক্টোবর: ঘনিয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং(Sitrang Update)। আছড়ে পড়বে ওপার বাংলার বরিশালে । তবে তার জোরালো প্রভাব পড়বে বঙ্গেও । বিশেষ করে সোমবার আলোর উৎসবের প্রথম দিনেই ঘূর্ণিঝড় ও নিম্নচাপের জেরে বৃষ্টি উৎসবের আবহে কাঁটা ছড়াবে(Due to Effect of Sitrang Rain Possibility in Bengal)। ইতিমধ্যেই দুর্যোগ থেকে মানুষকে বাঁচাতে বিভিন্ন সতর্কতা জারি করা হয়েছে । নবান্নে খোলা হয়েছে কন্ট্রোল রুম ৷ জেলা প্রশাসনের তরফ থেকেও সচেতনতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ দিকে দিকে মাইকিং চলছে ।

সব মিলিয়ে সিত্রাং এই বাংলায় আছড়ে না পড়লেও তার সতর্কতার কোনও ত্রুটি রাখছে না প্রশাসন । আলিপুর আবহাওয়া অফিস প্রতি মুহূর্তে সিত্রাংয়ের গতি প্রকৃতির উপর নজর রাখছে । সেই মত সতর্ক করছে । এই বিষয়ে হাওয়া অফিসের উপ-অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় জানান, ঘূর্ণিঝড় ধীরে ধীরে পরিণত হবে অতি গভীর নিম্নচাপে । তারপরই এটি উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে । মঙ্গলবার সকালে বাংলাদেশের বরিশালের কাছে তিনকোনা আইল্যান্ড ও সন্দীপের মাঝে আছড়ে পড়বে সিত্রাং ।

আরও পড়ুন : ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় প্রস্তুতি তুঙ্গে কলকাতা পৌরনিগমের

সিত্রাংয়ের সব থেকে বেশি প্রভাব পড়বে দুই 24 পরগনার উপকূল এলাকায় । আংশিক প্রভাব পড়বে পূর্ব মেদিনীপুরের কিছু অংশে । তবে এর জেরে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই মঙ্গলবার পর্যন্ত আংশিক মেঘলা আকাশের পাশাপাশি মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷

সিত্রাংয়ের প্রভাব কতটা পড়বে পশ্চিমবঙ্গে, জানাচ্ছেন আলিপুর আবহাওয়া অফিসের উপ অধিকর্তা সঞ্জীবকুমার বন্দ্যোপাধ্যায়
সোমবার উত্তর ও দক্ষিণ 24 পরগনায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে । সঙ্গে ঘণ্টায় 100 কিমি গতি বেগে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে । ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই মেদিনীপুরে । পূর্ব মেদিনীপুরে ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকবে সর্বোচ্চ 80 কিমি ৷

কলকাতায় রয়েছে মাঝারি বৃষ্টির সম্ভাবনা । সোমবার বিকেল থেকে বুধবার সকাল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বেশি । সোমবার 30 থেকে সর্বোচ্চ 50 কিমি ও মঙ্গলবার 40 থেকে 50 কিমি বেগে হাওয়া বইবে । সর্বোচ্চ 60 কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে ।

আরও পড়ুন : আগামী 12 ঘণ্টায় ঘূর্ণিঝড়ে পরিণত হবে সিত্রাং, প্রভাব উপকূলের জেলায়

রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ৷ সমুদ্রে 6 মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে । সোম ও মঙ্গলবার সেই কারণে দুই 24 পরগনায় বাঁধের ক্ষতি হতে পারে । এই বিষয়ে পর্যটকদের সতর্ক করা হয়েছে । দুই 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরের সমস্ত ফেরি চলাচল ও সমুদ্র তীরবর্তী সমস্ত বিনোদনমূলক রাইড বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ।

রবিবার দিনভর আকাশ ছিল মেঘলা । কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.8 ডিগ্রি সেলসিয়াস । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 81 শতাংশ । সোমবার দিনের আকাশ মেঘলা থাকবে । রয়েছে বৃষ্টির সম্ভাবনা । দিনের সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রির আশেপাশে থাকবে ।

আরও পড়ুন : বাংলাদেশের অভিমুখে ঘূর্ণিঝড় সিত্রাং, বাংলায় কেমন প্রভাব ?

Last Updated : Oct 24, 2022, 7:07 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.