ETV Bharat / state

West Bengal Weather Update: অস্বস্তি জারি দক্ষিণে, নিম্নচাপের জেরে বঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস আগামী কয়েকদিন - নিম্নচাপের জেরে বঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস আগামী কয়েকদিন

আকাশের মেঘের ভেলা ভেসে বেড়ালেও আপাতত দক্ষিণবঙ্গের কপালে বৃষ্টি নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস(West Bengal Weather Update)৷ বর্ষাকালেও তীব্র গরমে পুড়বে দক্ষিণবঙ্গ ৷

West Bengal Weather Update
পশ্চিমবঙ্গের আবহাওয়ার খবর
author img

By

Published : Jul 11, 2022, 7:02 AM IST

কলকাতা, 11 জুলাই: কে বলবে এটা বর্ষাকাল ৷ আকাশে মেঘ ভেসে বেড়ালেও বৃষ্টি নেই দক্ষিণবঙ্গে ৷ মাঝে মাঝে ক্ষণিকের বৃষ্টি নামলেও তাতে গরমের অস্বস্তি কাটছে না ৷ রোদের প্রচন্ড তাপে পুড়ছে দক্ষিণবঙ্গ ৷ ভরা বর্ষাকালে এ যেন আজব আবহাওয়া ৷

জুনের পরে জুলাই মাসেও বেশ কিছুটা বৃষ্টির খামতি দক্ষিণবঙ্গে । তবে আলিপুর আবহাওয়া অফিস বলছে, ওড়িশা উপকূলে নিম্নচাপের পরিস্থিতি তৈরি হওয়ায় বঙ্গের প্রায় প্রতিটি জেলায় আগামী পাঁচদিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে (Due to depression rain likely to occur in next few days in WB)। তাতে দক্ষিণবঙ্গে কতটা গরম কমবে, তা নিয়ে অবশ্য সন্দেহ রয়েই যাচ্ছে ৷ কারণ বঙ্গোপসাগরে যে নিম্নচাপের পরিস্থিতি তৈরি হয়েছে, তা প্রভাব ফেলার মতো নয় ৷ তাছাড়া মৌসুমী অক্ষরেখাটি অনেকটা দূরে হওয়ায় মুষলধারায় বৃষ্টির তেমন সম্ভাবনা নেই । এই দ্বৈত পরিস্থিতি এতটাই বাধার সৃষ্টি করছে যে ভরা বর্ষাতেও দক্ষিণবঙ্গের কপালে বৃষ্টি নেই ।

আরও পড়ুন : ভরা মরশুমেও দেখা নেই ইলিশের, শ্রাবণের অপেক্ষায় দিন গুনছেন মৎস্যজীবীরা

যদিও পরিস্থিতি এরকম হতে পারে তার কোনও অনুমান হাওয়া অফিস করতে পারেনি । বরং স্বাভাবিক বৃষ্টিরই পূর্বাভাস দিয়েছিল তারা । এর ফলে চাষের ক্ষেত্রে প্রভাব পড়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না আবহবিদরা । রবিবার দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে ।

রবিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.6 ডিগ্রি সেলসিয়াস । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 92 শতাংশ । ফলে দফায় দফায় বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম বজায় ছিল । সোমবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে । সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রির আশেপাশে থাকবে ।

আরও পড়ুন : গ্রহের অবস্থান অনুযায়ী কাদের আর্থিক লাভ হবে, জেনে নিন রাশিফলে

কলকাতা, 11 জুলাই: কে বলবে এটা বর্ষাকাল ৷ আকাশে মেঘ ভেসে বেড়ালেও বৃষ্টি নেই দক্ষিণবঙ্গে ৷ মাঝে মাঝে ক্ষণিকের বৃষ্টি নামলেও তাতে গরমের অস্বস্তি কাটছে না ৷ রোদের প্রচন্ড তাপে পুড়ছে দক্ষিণবঙ্গ ৷ ভরা বর্ষাকালে এ যেন আজব আবহাওয়া ৷

জুনের পরে জুলাই মাসেও বেশ কিছুটা বৃষ্টির খামতি দক্ষিণবঙ্গে । তবে আলিপুর আবহাওয়া অফিস বলছে, ওড়িশা উপকূলে নিম্নচাপের পরিস্থিতি তৈরি হওয়ায় বঙ্গের প্রায় প্রতিটি জেলায় আগামী পাঁচদিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে (Due to depression rain likely to occur in next few days in WB)। তাতে দক্ষিণবঙ্গে কতটা গরম কমবে, তা নিয়ে অবশ্য সন্দেহ রয়েই যাচ্ছে ৷ কারণ বঙ্গোপসাগরে যে নিম্নচাপের পরিস্থিতি তৈরি হয়েছে, তা প্রভাব ফেলার মতো নয় ৷ তাছাড়া মৌসুমী অক্ষরেখাটি অনেকটা দূরে হওয়ায় মুষলধারায় বৃষ্টির তেমন সম্ভাবনা নেই । এই দ্বৈত পরিস্থিতি এতটাই বাধার সৃষ্টি করছে যে ভরা বর্ষাতেও দক্ষিণবঙ্গের কপালে বৃষ্টি নেই ।

আরও পড়ুন : ভরা মরশুমেও দেখা নেই ইলিশের, শ্রাবণের অপেক্ষায় দিন গুনছেন মৎস্যজীবীরা

যদিও পরিস্থিতি এরকম হতে পারে তার কোনও অনুমান হাওয়া অফিস করতে পারেনি । বরং স্বাভাবিক বৃষ্টিরই পূর্বাভাস দিয়েছিল তারা । এর ফলে চাষের ক্ষেত্রে প্রভাব পড়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না আবহবিদরা । রবিবার দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে ।

রবিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.6 ডিগ্রি সেলসিয়াস । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 92 শতাংশ । ফলে দফায় দফায় বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম বজায় ছিল । সোমবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে । সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রির আশেপাশে থাকবে ।

আরও পড়ুন : গ্রহের অবস্থান অনুযায়ী কাদের আর্থিক লাভ হবে, জেনে নিন রাশিফলে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.