ETV Bharat / state

আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত ৷ সকাল 11টা নাগাদ বৃষ্টি শুরু হয় কলকাতায় ।

author img

By

Published : Aug 24, 2019, 1:43 PM IST

Updated : Aug 24, 2019, 2:26 PM IST

বৃষ্টি

কলকাতা, 24 অগাস্ট : বিক্ষিপ্ত বৃষ্টি কলকাতায় । সকাল থেকে কলকাতার বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে । গতকাল রাত থেকেই কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় হালকা বৃষ্টি শুরু হয় । আজ সকাল থেকে পরিমাণ বাড়ে । এখন অবশ্য আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি নেই ।

আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত ৷ যা ধীরে ধীরে পরিণত হচ্ছে নিম্নচাপে ৷ তার ফলে আজ ও আগামীকাল মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই । বেশি প্রভাব পড়বে উপকূলের জেলাগুলিতে । বঙ্গোপসাগরের পাশাপাশি ওড়িশাতেও তৈরি হয়েছে একটি নিম্নচাপ । যার ফলে ওড়িশা উপকূলেও বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

রাজ্যজুড়ে আজ দিনভর আকাশ মেঘলা থাকবে । মাঝারি থেকে কখনও কখনও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । কলকাতার তাপমাত্রা আজ সর্বোচ্চ 33.1 ডিগ্রি সেলসিয়াল এবং সর্বনিম্ন 25.6 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে । বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ থাকবে 95 শতাংশ । ফলে বৃষ্টি হলেও অস্বস্তি বজায় থাকবে ।

প্রসঙ্গত, কয়েকদিন ধরে রাজ্যে বৃষ্টি চললেও এই মরশুমে এখনও ঘাটতি মেটেনি বৃষ্টির ।

দেখুন ভিডিয়ো

কলকাতা, 24 অগাস্ট : বিক্ষিপ্ত বৃষ্টি কলকাতায় । সকাল থেকে কলকাতার বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে । গতকাল রাত থেকেই কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় হালকা বৃষ্টি শুরু হয় । আজ সকাল থেকে পরিমাণ বাড়ে । এখন অবশ্য আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি নেই ।

আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত ৷ যা ধীরে ধীরে পরিণত হচ্ছে নিম্নচাপে ৷ তার ফলে আজ ও আগামীকাল মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই । বেশি প্রভাব পড়বে উপকূলের জেলাগুলিতে । বঙ্গোপসাগরের পাশাপাশি ওড়িশাতেও তৈরি হয়েছে একটি নিম্নচাপ । যার ফলে ওড়িশা উপকূলেও বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

রাজ্যজুড়ে আজ দিনভর আকাশ মেঘলা থাকবে । মাঝারি থেকে কখনও কখনও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । কলকাতার তাপমাত্রা আজ সর্বোচ্চ 33.1 ডিগ্রি সেলসিয়াল এবং সর্বনিম্ন 25.6 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে । বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ থাকবে 95 শতাংশ । ফলে বৃষ্টি হলেও অস্বস্তি বজায় থাকবে ।

প্রসঙ্গত, কয়েকদিন ধরে রাজ্যে বৃষ্টি চললেও এই মরশুমে এখনও ঘাটতি মেটেনি বৃষ্টির ।

দেখুন ভিডিয়ো
Intro:দিনভর মাঝারি বৃষ্টির সম্ভাবনা গোটা দক্ষিণবঙ্গেই Body:
মানস নস্কর---


মুষলধারে বৃষ্টি শুরু হলো কলকাতায়

কলকাতা ২৪ অগাস্ট ঃ
মুষলধারে বৃষ্টি শুরু হলো কলকাতায়।গতকাল রাত থেকেই বিচ্ছিন্নভাবে হাল্কা বৃষ্টি হচ্ছিল কলকাতা সহ দক্ষিনবঙ্গের বিভিন্ন জেলায়। সকাল থেকে আস্তে আস্তে বৃষ্টির মাত্রা বাড়তে শুরু করে।

আবহাওয়া দপ্তর সুত্রে জানাজাচ্ছে,
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত৷ এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে৷ তার ফলে শনি ও রবিবার মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে সব জেলাতেই ।বেশি প্রভাব পড়বে উপকূলের জেলাগুলোতে জানিয়েছে আবহাওয়া দফতর। পাশাপাশি ওড়িশাতেও তৈরি হয়েছে একটি নিম্নচাপ। এর ফলে ওড়িশা উপকূলেও বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।

আবহাওয়া দপ্তর সুত্রে জানানো হচ্ছে,আজ দিনভর আকাশ থাকবে মেঘলা।মাঝারি থেকে কখনো কখনো ভারী বৃষ্টির ও সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সর্বোচ্চ ৩৩.১ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫.৬ ডিগ্রির আশেপাশে থাকবে।তবে বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমান থাকবে ৯৫ শতাংশ। ফলে বৃষ্টি হলেও অস্বস্তি বজায় থাকবে। প্রসঙ্গত কয়েকদিন আগে ভারী বৃষ্টি হলেও গোটা দক্ষিণবঙ্গের বৃষ্টির ঘাড়তি এখনো মেটে নি।Conclusion:
Last Updated : Aug 24, 2019, 2:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.