কলকাতা, 7 ফেব্রুয়ারি: শুরু হল 'দুয়ারে পিজির ডাক্তার' পরিষেবা । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) নির্দেশ মেনে গ্রামে গ্রামে গিয়ে চিকিৎসা পরিষেবা দেবে এসএসকেএম হাসপাতালের (SSKM Hospital) চিকিৎসকরা। যা শুরু হল আজ থেকে ৷ এই পরিষেবা দেওয়ার জন্য মঙ্গলবার 40 জন চিকিৎসক রওনা দিলেন কেশিয়ারিতে । 8 ও 9 তারিখ ক্যাম্প হবে ওই এলাকার রবীন্দ্র ভবনে । সেখানে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করবেন চিকিৎসকেরা (Duare PG Doctor camp to start from Keshiary) ৷
উল্লেখ্য, জানুয়ারি মাসের 16 তারিখ এসএসকেএম হাসপাতালের প্রতিষ্ঠা দিবস ছিল ৷ সেই উপলক্ষ্যে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি নির্দেশ দিয়েছিলেন গ্রামে গ্রামে জুনিয়র চিকিৎসকদের পাঠানোর। স্বাস্থ্যমন্ত্রী নির্দেশ দেওয়া মাত্রই শুরু কাজ। তারপরেই ফেব্রুয়ারি 7 তারিখ অর্থাৎ আজ কেশিয়ারিতে গেলেন 40 জন চিকিৎসক। এসএসকেএমের মেডিসিন, পেডিয়াট্রিক, স্কিন কার্ডিওলজি, এন্ডোক্রিনোলজি ও ইএনটি বিভাগের চিকিৎসকরা আজ গিয়েছেন ওই এলাকায় ।
8 এবং 9 তারিখে দু'টি ক্যাম্প হবে কেশিয়ারিতে ৷ সেখানকার প্রশাসন আশাকর্মীদের সহায়তায় 1100 রোগীকে চিহ্নিত করেছে বলে সূত্রের খবর ৷ তাদের চিকিৎসা হবে। এর পাশাপাশি জানা গিয়েছে, এবার থেকে প্রতিমাসে রাজ্যের বিভিন্ন জায়গায় 3টি করে ক্যাম্প হবে 'দুয়ারে পিজির ডাক্তার'-এর ৷ কেশিয়ারির পর ক্যাম্প করা হবে ঝাড়গ্রামে। এই পরিষেবার নাম মুখ্যমন্ত্রী নিজেই ঠিক করে দিয়েছেন- 'দুয়ারে পিজির ডাক্তার' ।
প্রসঙ্গত, গ্রামীণ হাসপাতালগুলির বিরুদ্ধে বহুবার রোগী রেফার করার অভিযোগ উঠেছে । পর্যাপ্ত হাসপাতাল পরিকাঠামো, চিকিৎসক না থাকার দরুণ গ্রামীণ হাসপাতালগুলি রোগী রেফার করতে বাধ্য হন বলে অভিযোগ । এর জন্য নতুন রেফার নীতি তৈরি করছে স্বাস্থ্য দফতর । গ্রাম বাংলার দিকে তাকিয়েই রেফার নীতি যে তৈরি হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী । সেখানেই কাজ শুরু এসএসকেএমের ।
আরও পড়ুন: সোজা হল কিশোরীর সম্পূর্ণ ঝুঁকে যাওয়া শিরদাঁড়া, জটিল অস্ত্রোপচারে সাফল্য এনআরএস-এ