ETV Bharat / state

বাস ফেলে পালাল চালক, যানজটে হাওড়া ব্রিজ

মাঝ রাস্তায় বাস ফেলে বেপাত্তা চালক । তার জেরে দীর্ঘক্ষণ যানজট হাওড়া ব্রিজে । বর্তমানে স্বাভাবিক যান চলাচল ।

ছবি
ছবি
author img

By

Published : Feb 17, 2020, 2:54 PM IST

কলকাতা, 17 ফেব্রুয়ারি: সকাল 11 টা । অফিস টাইমে প্রতিদিনের মতো ব্যস্ত হাওড়া ব্রিজ । শয়ে শয়ে বাস-ট্যাক্সি চলছে । দু'পাশের ফুটপাথেও ভিড় । তার মাঝেই বিপত্তি । মাঝ রাস্তায় দাঁড়িয়ে 215 A রুটের একটি বাস । বেপাত্তা চালক । পিছনে গাড়ির লম্বা লাইন । অনবরত হর্নের শব্দ । কিন্তু কী উপায় ? ফাঁকা ড্রাইভার সিট । আর এর জেরেই প্রবল যানজট তৈরি হয় হাওড়া ব্রিজে ।

সল্টলেক থেকে হাওড়া স্টেশন যাচ্ছিল বাসটি । তখন ব্রিজের মাঝামাঝি জায়াগায় । সেই সময় এক ট্যাক্সিকে পাশ দেওয়া নিয়ে বচসার সূত্রপাত । তড়িঘড়ি নিচে নেমে আসেন বাসের চালক । বেরিয়ে আসেন ট্যাক্সিচালকও । কে ভুল করেছে তা নিয়ে দীর্ঘক্ষণ চলতে থাকে বচসা । এবার বচসা গড়ায় হাতাহাতিতে । হঠাৎই বাস ছেড়ে পালিয়ে যান চালক । তখনও ভিতরে যাত্রীরা । গন্তব্য পৌঁছায়নি বাস । মাঝ রাস্তাতেই দাঁড়িয়ে রয়েছে । এদিকে ট্যাক্সিচালকও ট্যাক্সি নিয়ে বেরিয়ে গেছেন । পিছনে তখন লম্বা লাইন ।

প্রত্যক্ষদর্শীদের একাংশ জানাচ্ছেন, হাওড়া ব্রিজের মুখে প্যাসেঞ্জার তুলতে গিয়েছিলেন ওই বাসের চালক । তখন সামনে চলে আসে ট‍্যাক্সি । ফলে প্যাসেঞ্জার তোলা সম্ভব হয়নি । আর তাতেই প্রচণ্ড ক্ষেপে যান বাসচালক । তারপরই এই ঘটনা ।

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় ট্র্যাফিক পুলিশ । প্রায় আধ ঘণ্টার প্রচেষ্টায় বাসটিকে সরানো হয়েছে । আপাতত স্বাভাবিক যান চলাচল ।

কলকাতা, 17 ফেব্রুয়ারি: সকাল 11 টা । অফিস টাইমে প্রতিদিনের মতো ব্যস্ত হাওড়া ব্রিজ । শয়ে শয়ে বাস-ট্যাক্সি চলছে । দু'পাশের ফুটপাথেও ভিড় । তার মাঝেই বিপত্তি । মাঝ রাস্তায় দাঁড়িয়ে 215 A রুটের একটি বাস । বেপাত্তা চালক । পিছনে গাড়ির লম্বা লাইন । অনবরত হর্নের শব্দ । কিন্তু কী উপায় ? ফাঁকা ড্রাইভার সিট । আর এর জেরেই প্রবল যানজট তৈরি হয় হাওড়া ব্রিজে ।

সল্টলেক থেকে হাওড়া স্টেশন যাচ্ছিল বাসটি । তখন ব্রিজের মাঝামাঝি জায়াগায় । সেই সময় এক ট্যাক্সিকে পাশ দেওয়া নিয়ে বচসার সূত্রপাত । তড়িঘড়ি নিচে নেমে আসেন বাসের চালক । বেরিয়ে আসেন ট্যাক্সিচালকও । কে ভুল করেছে তা নিয়ে দীর্ঘক্ষণ চলতে থাকে বচসা । এবার বচসা গড়ায় হাতাহাতিতে । হঠাৎই বাস ছেড়ে পালিয়ে যান চালক । তখনও ভিতরে যাত্রীরা । গন্তব্য পৌঁছায়নি বাস । মাঝ রাস্তাতেই দাঁড়িয়ে রয়েছে । এদিকে ট্যাক্সিচালকও ট্যাক্সি নিয়ে বেরিয়ে গেছেন । পিছনে তখন লম্বা লাইন ।

প্রত্যক্ষদর্শীদের একাংশ জানাচ্ছেন, হাওড়া ব্রিজের মুখে প্যাসেঞ্জার তুলতে গিয়েছিলেন ওই বাসের চালক । তখন সামনে চলে আসে ট‍্যাক্সি । ফলে প্যাসেঞ্জার তোলা সম্ভব হয়নি । আর তাতেই প্রচণ্ড ক্ষেপে যান বাসচালক । তারপরই এই ঘটনা ।

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় ট্র্যাফিক পুলিশ । প্রায় আধ ঘণ্টার প্রচেষ্টায় বাসটিকে সরানো হয়েছে । আপাতত স্বাভাবিক যান চলাচল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.