ETV Bharat / state

KMC: ডিভিসির ছাড়া জলে শহরের বড় অংশে দূষিত পানীয় জল, আতঙ্কে বাসিন্দারা

author img

By

Published : Oct 4, 2021, 8:09 AM IST

শহরের একাংশে জলের কল খুললেই বেরোচ্ছে ঘোলা জল ৷ যার জেরে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে ৷ কলকাতা ও হুগলির বিস্তীর্ণ এলাকায় ডিভিসির ছাড়া জল ঢুকে পড়ায় এই বিপত্তি বলে জানিয়েছে পৌরনিগম ৷

Kolkata Municipal Corporation
Kolkata Municipal Corporation

কলকাতা, 4 অক্টোবর : জল নিয়ে হইচই শহরের একাংশে ৷ রবিবার সকাল থেকেই উত্তর ও উত্তর পূর্ব কলকাতার বিভিন্ন এলাকায় জলের কল খুলতেই বেরিয়ে আসছে ঘোলা জল । হঠাৎ জলের রং বদলে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা । কলকাতা পৌরনিগমের সূত্রে খবর, কলকাতা ও হুগলির বেশ কিছু এলাকায় ঢুকে পড়েছে ডিভিসির ছাড়া ঘোলা জল । এই বিপত্তির ফলে ইতিমধ্যেই শহরের একটা বড় অংশে পানীয় জলের সংকট তৈরি হয়েছে ।

কলকাতার কাশিপুর থেকে বেলগাছিয়া, উল্টোডাঙা, শ্যামবাজার, মানিকতলা ও বেলেঘাটার বিস্তীর্ণ এলাকা-সহ ধর্মতলা, চৌরঙ্গী, এন্টালি, বউবাজার ও মধ্য কলকাতা জুড়ে এই ঘোলা জলের আতঙ্ক ছড়িয়ে পড়েছে । এর পাশাপাশি হুগলির কোন্নগর, শ্রীরামপুর, বৈদ্যবাটি, চাঁপদানি, চন্দননগর, চুঁচুড়া ও বাঁশবেড়িয়ার পাইপলাইনে এই ঘোলা জল ঢুকে পড়ায় সেখানেও বিপত্তি তৈরি হয়েছে । ইতিমধ্যেই হুগলি পৌরসভা এই ঘোলা জল পান করতে নিষেধ করেছে । তবে কলকাতায় এখনও পর্যন্ত তেমন কোনও নির্দেশ জারি করেনি কলকাতা পৌরনিগম ।

আরও পড়ুন : Kolkata Municipal Corporation : জল-যন্ত্রণা রুখতে বাইপাসের দু’ধারে বহুতল নির্মাণে কঠোর কলকাতা পৌরনিগম

রবিবার সন্ধ্যা থেকেই জল আতঙ্ক ছড়িয়ে পড়ায় ইতিমধ্যেই উত্তর ও মধ্য কলকাতার বাসিন্দারা জল কিনে খেতে শুরু করেছেন । রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, হুগলি ও কলকাতা পৌরনিগমের একাধিক এলাকায় ডিভিসির ছাড়া জল প্রবেশ করেছে । যার ফলে এই পানীয় জল নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ । এমনকি কলকাতা পৌরনিগমের বেশ কয়েকটি পাম্পও বিকল হয়ে পড়েছে ডিভিসির জলের ধাক্কায় । পৌরনিগমের মুখ্য প্রশাসক আরও জানান, আপাতত পলতা থেকে পাঠানো জল শহরে কম সরবরাহ করা হচ্ছে । ইতিমধ্যেই জলের নমুনা পরীক্ষা করা হয়েছে । টালা থেকে পাঠানো জল খাওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা নেই । তবে 13, 14 ও 15 নম্বর ওয়ার্ডের কোলা পানীয় জল ব্যবহারে সর্তকতা নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন বোরো অফিসার ।

আরও পড়ুন : KMC Drinking Water: কলেরা রুখতে আগাম ব্যবস্থা কলকাতা পৌরনিগমের

কলকাতা পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, আজ সোমবার থেকে আগামী দু-তিন দিন পানীয় জলের সরবরাহ বিঘ্নিত হবে । ইতিমধ্যেই টালা ও গার্ডেনরিচ এলাকায় বিশেষ নজরদারি করা হচ্ছে । হুগলি নদীর জল থেকেই এই সমস্যা বলে জানায় পৌর কর্তৃপক্ষ । সেইসঙ্গে ব্যারাকপুরে বোলতা জল প্রকল্পে ডিভিসির ছাড়া ঘোলা কাদামাটি যুক্ত জল ঢুকে পড়ায় তা কল থেকে বের করা হচ্ছে । আধুনিক প্রযুক্তির দ্বারাও পুরোপুরি এই জল শোধন করা সম্ভব নয় । তাই আগামী কয়েকদিন জলের সমস্যা থাকবে বলে পৌরনিগম সূত্রে খবর । এই বিষয়ে ফিরহাদ হাকিম জানান, আগামী কয়েকদিন নদীর উপরে জলস্তর থেকে পাইপের সাহায্যে অল্প অল্প করে জল পলতায় আনা হবে । তাই আগামী কয়েকদিন তুলনামূলকভাবে জল সরবরাহ কম থাকবে ৷

হুগলির উত্তরপাড়া থেকে বাঁশবেড়িয়া পর্যন্ত এলাকাগুলিতে পাইপলাইন থেকে ঘোলা জল বেরিয়ে আসায় আতঙ্ক ছড়ায় । বিষয়টি ইঞ্জিনিয়ারদের নজরে আসতেই পরীক্ষায় ডিভিসির ঘোলা জলের বিষয়টি ধরা পড়েছে । ইতিমধ্যেই উত্তরপাড়া পৌরনিগম বিভিন্ন এলাকায় মাইকিং করে ঘোলা জল পান করতে নিষেধ করা হচ্ছে বাসিন্দাদের । যতক্ষণ না এই সমস্যার সমাধান হচ্ছে ততদিন পর্যন্ত নাগরিকদের সাবধানে জলের ব্যবহার জন্য আবেদন জানানো হয়েছে ।

আরও পড়ুন : Kmc Firhad Hakim: শহরের জল জমা রুখতে সেচমন্ত্রীকে চিঠি ফিরহাদ হাকিমের

কলকাতা, 4 অক্টোবর : জল নিয়ে হইচই শহরের একাংশে ৷ রবিবার সকাল থেকেই উত্তর ও উত্তর পূর্ব কলকাতার বিভিন্ন এলাকায় জলের কল খুলতেই বেরিয়ে আসছে ঘোলা জল । হঠাৎ জলের রং বদলে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা । কলকাতা পৌরনিগমের সূত্রে খবর, কলকাতা ও হুগলির বেশ কিছু এলাকায় ঢুকে পড়েছে ডিভিসির ছাড়া ঘোলা জল । এই বিপত্তির ফলে ইতিমধ্যেই শহরের একটা বড় অংশে পানীয় জলের সংকট তৈরি হয়েছে ।

কলকাতার কাশিপুর থেকে বেলগাছিয়া, উল্টোডাঙা, শ্যামবাজার, মানিকতলা ও বেলেঘাটার বিস্তীর্ণ এলাকা-সহ ধর্মতলা, চৌরঙ্গী, এন্টালি, বউবাজার ও মধ্য কলকাতা জুড়ে এই ঘোলা জলের আতঙ্ক ছড়িয়ে পড়েছে । এর পাশাপাশি হুগলির কোন্নগর, শ্রীরামপুর, বৈদ্যবাটি, চাঁপদানি, চন্দননগর, চুঁচুড়া ও বাঁশবেড়িয়ার পাইপলাইনে এই ঘোলা জল ঢুকে পড়ায় সেখানেও বিপত্তি তৈরি হয়েছে । ইতিমধ্যেই হুগলি পৌরসভা এই ঘোলা জল পান করতে নিষেধ করেছে । তবে কলকাতায় এখনও পর্যন্ত তেমন কোনও নির্দেশ জারি করেনি কলকাতা পৌরনিগম ।

আরও পড়ুন : Kolkata Municipal Corporation : জল-যন্ত্রণা রুখতে বাইপাসের দু’ধারে বহুতল নির্মাণে কঠোর কলকাতা পৌরনিগম

রবিবার সন্ধ্যা থেকেই জল আতঙ্ক ছড়িয়ে পড়ায় ইতিমধ্যেই উত্তর ও মধ্য কলকাতার বাসিন্দারা জল কিনে খেতে শুরু করেছেন । রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, হুগলি ও কলকাতা পৌরনিগমের একাধিক এলাকায় ডিভিসির ছাড়া জল প্রবেশ করেছে । যার ফলে এই পানীয় জল নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ । এমনকি কলকাতা পৌরনিগমের বেশ কয়েকটি পাম্পও বিকল হয়ে পড়েছে ডিভিসির জলের ধাক্কায় । পৌরনিগমের মুখ্য প্রশাসক আরও জানান, আপাতত পলতা থেকে পাঠানো জল শহরে কম সরবরাহ করা হচ্ছে । ইতিমধ্যেই জলের নমুনা পরীক্ষা করা হয়েছে । টালা থেকে পাঠানো জল খাওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা নেই । তবে 13, 14 ও 15 নম্বর ওয়ার্ডের কোলা পানীয় জল ব্যবহারে সর্তকতা নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন বোরো অফিসার ।

আরও পড়ুন : KMC Drinking Water: কলেরা রুখতে আগাম ব্যবস্থা কলকাতা পৌরনিগমের

কলকাতা পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, আজ সোমবার থেকে আগামী দু-তিন দিন পানীয় জলের সরবরাহ বিঘ্নিত হবে । ইতিমধ্যেই টালা ও গার্ডেনরিচ এলাকায় বিশেষ নজরদারি করা হচ্ছে । হুগলি নদীর জল থেকেই এই সমস্যা বলে জানায় পৌর কর্তৃপক্ষ । সেইসঙ্গে ব্যারাকপুরে বোলতা জল প্রকল্পে ডিভিসির ছাড়া ঘোলা কাদামাটি যুক্ত জল ঢুকে পড়ায় তা কল থেকে বের করা হচ্ছে । আধুনিক প্রযুক্তির দ্বারাও পুরোপুরি এই জল শোধন করা সম্ভব নয় । তাই আগামী কয়েকদিন জলের সমস্যা থাকবে বলে পৌরনিগম সূত্রে খবর । এই বিষয়ে ফিরহাদ হাকিম জানান, আগামী কয়েকদিন নদীর উপরে জলস্তর থেকে পাইপের সাহায্যে অল্প অল্প করে জল পলতায় আনা হবে । তাই আগামী কয়েকদিন তুলনামূলকভাবে জল সরবরাহ কম থাকবে ৷

হুগলির উত্তরপাড়া থেকে বাঁশবেড়িয়া পর্যন্ত এলাকাগুলিতে পাইপলাইন থেকে ঘোলা জল বেরিয়ে আসায় আতঙ্ক ছড়ায় । বিষয়টি ইঞ্জিনিয়ারদের নজরে আসতেই পরীক্ষায় ডিভিসির ঘোলা জলের বিষয়টি ধরা পড়েছে । ইতিমধ্যেই উত্তরপাড়া পৌরনিগম বিভিন্ন এলাকায় মাইকিং করে ঘোলা জল পান করতে নিষেধ করা হচ্ছে বাসিন্দাদের । যতক্ষণ না এই সমস্যার সমাধান হচ্ছে ততদিন পর্যন্ত নাগরিকদের সাবধানে জলের ব্যবহার জন্য আবেদন জানানো হয়েছে ।

আরও পড়ুন : Kmc Firhad Hakim: শহরের জল জমা রুখতে সেচমন্ত্রীকে চিঠি ফিরহাদ হাকিমের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.