ETV Bharat / state

PRS Oberoi Passes Away: প্রয়াত ওবেরয় গ্রুপের চেয়ারম্যান পৃথ্বীরাজ সিং ওবেরয়, শোকপ্রকাশ মমতার

দেশের হোটেল ইন্ডাস্ট্রির অন্যতম মুখ পৃথ্বীরাজ সিং ওবেরয় প্রয়াত ৷ তাঁর মৃত্যুতে শোক জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

ETV Bharat
প্রয়াত দ্য ওবেরয় গ্রুপের চেয়ারম্যান এমিরেটাস পৃথ্বী রাজ সিং ওবেরয়
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 14, 2023, 3:40 PM IST

Updated : Nov 14, 2023, 3:52 PM IST

নয়াদিল্লি, 14 নভেম্বর: প্রয়াত দ্য ওবেরয় গ্রুপের চেয়ারম্যান এমিরেটাস পৃথ্বীরাজ সিং ওবেরয় ৷ তিনি আধুনিক ভারতীয় আতিথ্যের পথিকৃৎ বলেও পরিচিত ৷ হোটেল ব্যবসাকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছিলেন তিনি ৷ মঙ্গলবার তাঁর মৃত্যু হয়েছে ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 94 বছর ৷ ওবেরয় গ্রুপের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, "আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, দ্য ওবেরয় গ্রুপের চেয়ারম্যান এমিরেটাস পিআরএস ওবেরয় প্রয়াত হয়েছেন ৷" পাশাপাশি সংস্থার তরফে আরও বলা হয়েছে, তাঁর দেখানো পথই আগমিদিনের পাথেয় হতে চলেছে ৷

  • Saddened by the demise of Padma Vibhushan PRS Oberoi, Chairman of the Oberoi group, and the hospitality tycoon of India.

    He was trained in Darjeeling and his achievements have been inextricably linked to West Bengal. We shall all feel the irreparable loss.

    Condolences to the…

    — Mamata Banerjee (@MamataOfficial) November 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সোশাল মিডিয়ায় তিনি লেখেন, "ভারতীয় আতিথেয়তার মুখ তথা দ্য ওবেরয় গ্রুপের চেয়ারম্যান এমিরেটাস পদ্মভূষণ পিআরএস ওবেরয়ের মৃত্যুতে শোক প্রকাশ করছি ৷ তিনি দার্জিলিংয়ে প্রশিক্ষণ পেয়েছিলেন ৷ তাঁর উন্নতির সঙ্গে পশ্চিমবঙ্গের একটা অঙ্গাঙ্গী যোগ রয়েছে ৷ তাঁর চলে যাওয়ায় যে ক্ষতি হয়েছে, তা অপূরণীয় ৷ তাঁর বন্ধু, পরিবার এবং তাঁর পৃষ্ঠপোষকদের প্রতি সমবেদনা জানাই ৷"

ভারতের হোটেল শিল্পে ওবেরয় গ্রুপের ভূমিকা উল্লেখযোগ্য ৷ পিআরএস ওবেরয় একাধিক পুরস্কার পেয়েছেন এবং সম্মানে ভূষিত হয়েছেন ৷ দেশের পর্যটন এবং আতিথেয়তার ক্ষেত্র তাঁর অবদানের জন্য ভারত সরকার তাঁকে পদ্মভূষণ সম্মান দেয় ৷ এছাড়া ইন্টারন্যাশনাল লাক্সারি ট্র্যাভেল মার্কেটে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে তাঁকে সম্মানিত করা হয়েছে ৷ আমেরিকার ম্যাগাজিন তাঁকে 'কর্পোরেট হোটেলিয়ার অফ দ্য ওয়ার্ল্ড' পুরস্কার দিয়েছে ৷ এর বাইরেও একাধিক সম্মান পেয়েছেন কর্মজীবনে ৷

আরও পড়ুন:

1. 20 নভেম্বর পর্যন্ত ঠাসা ভিড় পাহাড়ের হোটেল ও হোম-স্টেগুলিতে

2. ট্রেনের কামরা নাকি বিলাসবহুল হোটেল ! বন্দে ভারত স্লিপারের নকশায় বিস্মিত দেশবাসী

3. একাধিকবার নিম্নমানের খাবার পরিবেশন, মুম্বইয়ের নামী হোটেলের পরিষেবা নিয়ে ক্ষুব্ধ ঝুলন

নয়াদিল্লি, 14 নভেম্বর: প্রয়াত দ্য ওবেরয় গ্রুপের চেয়ারম্যান এমিরেটাস পৃথ্বীরাজ সিং ওবেরয় ৷ তিনি আধুনিক ভারতীয় আতিথ্যের পথিকৃৎ বলেও পরিচিত ৷ হোটেল ব্যবসাকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছিলেন তিনি ৷ মঙ্গলবার তাঁর মৃত্যু হয়েছে ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 94 বছর ৷ ওবেরয় গ্রুপের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, "আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, দ্য ওবেরয় গ্রুপের চেয়ারম্যান এমিরেটাস পিআরএস ওবেরয় প্রয়াত হয়েছেন ৷" পাশাপাশি সংস্থার তরফে আরও বলা হয়েছে, তাঁর দেখানো পথই আগমিদিনের পাথেয় হতে চলেছে ৷

  • Saddened by the demise of Padma Vibhushan PRS Oberoi, Chairman of the Oberoi group, and the hospitality tycoon of India.

    He was trained in Darjeeling and his achievements have been inextricably linked to West Bengal. We shall all feel the irreparable loss.

    Condolences to the…

    — Mamata Banerjee (@MamataOfficial) November 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সোশাল মিডিয়ায় তিনি লেখেন, "ভারতীয় আতিথেয়তার মুখ তথা দ্য ওবেরয় গ্রুপের চেয়ারম্যান এমিরেটাস পদ্মভূষণ পিআরএস ওবেরয়ের মৃত্যুতে শোক প্রকাশ করছি ৷ তিনি দার্জিলিংয়ে প্রশিক্ষণ পেয়েছিলেন ৷ তাঁর উন্নতির সঙ্গে পশ্চিমবঙ্গের একটা অঙ্গাঙ্গী যোগ রয়েছে ৷ তাঁর চলে যাওয়ায় যে ক্ষতি হয়েছে, তা অপূরণীয় ৷ তাঁর বন্ধু, পরিবার এবং তাঁর পৃষ্ঠপোষকদের প্রতি সমবেদনা জানাই ৷"

ভারতের হোটেল শিল্পে ওবেরয় গ্রুপের ভূমিকা উল্লেখযোগ্য ৷ পিআরএস ওবেরয় একাধিক পুরস্কার পেয়েছেন এবং সম্মানে ভূষিত হয়েছেন ৷ দেশের পর্যটন এবং আতিথেয়তার ক্ষেত্র তাঁর অবদানের জন্য ভারত সরকার তাঁকে পদ্মভূষণ সম্মান দেয় ৷ এছাড়া ইন্টারন্যাশনাল লাক্সারি ট্র্যাভেল মার্কেটে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে তাঁকে সম্মানিত করা হয়েছে ৷ আমেরিকার ম্যাগাজিন তাঁকে 'কর্পোরেট হোটেলিয়ার অফ দ্য ওয়ার্ল্ড' পুরস্কার দিয়েছে ৷ এর বাইরেও একাধিক সম্মান পেয়েছেন কর্মজীবনে ৷

আরও পড়ুন:

1. 20 নভেম্বর পর্যন্ত ঠাসা ভিড় পাহাড়ের হোটেল ও হোম-স্টেগুলিতে

2. ট্রেনের কামরা নাকি বিলাসবহুল হোটেল ! বন্দে ভারত স্লিপারের নকশায় বিস্মিত দেশবাসী

3. একাধিকবার নিম্নমানের খাবার পরিবেশন, মুম্বইয়ের নামী হোটেলের পরিষেবা নিয়ে ক্ষুব্ধ ঝুলন

Last Updated : Nov 14, 2023, 3:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.