ETV Bharat / state

বাজেটে লাভজনক সংস্থার বিকেন্দ্রীকরণ নিয়ে প্রশ্ন তুললেন দোলা সেন - দোলা সেন

কেন্দ্রীয় বাজেটের সমালোচনা করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন ৷ কেন্দ্রীয় বাজেটে লাভজনক সংস্থাগুলোর বিকেন্দ্রীকরণ নিয়ে প্রশ্ন তোলেন তিনি ৷

dola sen
দোলা সেন
author img

By

Published : Feb 11, 2020, 5:57 AM IST

কলকাতা, 10 ফেব্রয়ারি: রাজ্যসভায় কেন্দ্রীয় বাজেটের সমালোচনা করলেন তৃণমূল সাংসদ দোলা সেন ৷ তাঁর প্রশ্ন, লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে কেন বিকেন্দ্রীকরণ করা হচ্ছে ? একই সঙ্গে তাঁর প্রশ্ন অলাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোতে কেন সরকার বিনিয়োগ করছে ? রাজ্যসভায় তিনি গত দুই অর্থবর্ষের বেশ কিছু তথ্য তুলে ধরেন ৷ তাঁর বক্তব্যে উঠে আসে, CLW, SAIL, IOC-এর মতো লাভজনক সংস্থার তথ্য ৷ রীতিমতো তথ্য দিয়ে কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে সরব হন দোলা সেন ৷

তিনি বলেন, "2018-2019 অর্থবর্ষে বেঙ্গল কেমিকেলের লাভ 25 কোটি টাকা ছিল ৷ 2019-20 অর্থবর্ষে 350টি ইঞ্জিনের বরাত থাকলেও 403টি রেল ইঞ্জিন তৈরি করেছে CLW ৷ এই সংস্থাটিকে কেন বিকেন্দ্রীকরণ করা হয়েছে ?"

2020-21 অর্থবর্ষের বাজেটে বেশ কয়েকটি সংস্থার বিকেন্দ্রীকরণ করার কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ এর তীব্র বিরোধিতা করেছে বিরোধীরা ৷ দোলা সেন বলেন, "VSP কর্নাটক, SSP তামিলনাডু়, ASP পশ্চিমবঙ্গ, বেঙ্গল কেমিকেল, হিন্দুস্থান কর্পোরেশন, অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড, ভারত পেট্রোলিয়াম, IOC, LIC-র মতো সংস্থাগুলোর বিকেন্দ্রীকরণের কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার ৷ ব্যাঙ্ক সংযুক্তিকরণের নামে কর্মচারী ও গ্রাহকদের অনিশ্চয়তার মুখে ঠেলে দেওয়া হয়েছে ৷ সরকারের হাতে থাকা কয়লাখনিগুলো শিল্পপতিদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে ৷ BSNL, HPC-র কর্মীরা তাঁদের প্রাপ্য বেতন ও ভাতা পাচ্ছেন না ৷"

তিনি আরও বলেন, "কেন্দ্রীয় সরকারের পদক্ষেপে দেশের জনগণের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে ৷ সরকার তাদের এই পদক্ষেপের কী ব্যাখ্যা দেবে ? সরকার জনবিরোধী কাজ করছে ৷ শ্রমিকরা কাজ হারাচ্ছে ৷ তাদের জীবন অনিশ্চিত হয়ে পড়েছে ৷ এই অবস্থায় সরকার তাদের পাশে না থেকে শিল্পপতিদের তোষামোদ করছে ৷ সাধারণ মানুষের জীবন সহজ করার বদলে আরও জটিল করে দিয়েছে সরকার ৷"

কলকাতা, 10 ফেব্রয়ারি: রাজ্যসভায় কেন্দ্রীয় বাজেটের সমালোচনা করলেন তৃণমূল সাংসদ দোলা সেন ৷ তাঁর প্রশ্ন, লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে কেন বিকেন্দ্রীকরণ করা হচ্ছে ? একই সঙ্গে তাঁর প্রশ্ন অলাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোতে কেন সরকার বিনিয়োগ করছে ? রাজ্যসভায় তিনি গত দুই অর্থবর্ষের বেশ কিছু তথ্য তুলে ধরেন ৷ তাঁর বক্তব্যে উঠে আসে, CLW, SAIL, IOC-এর মতো লাভজনক সংস্থার তথ্য ৷ রীতিমতো তথ্য দিয়ে কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে সরব হন দোলা সেন ৷

তিনি বলেন, "2018-2019 অর্থবর্ষে বেঙ্গল কেমিকেলের লাভ 25 কোটি টাকা ছিল ৷ 2019-20 অর্থবর্ষে 350টি ইঞ্জিনের বরাত থাকলেও 403টি রেল ইঞ্জিন তৈরি করেছে CLW ৷ এই সংস্থাটিকে কেন বিকেন্দ্রীকরণ করা হয়েছে ?"

2020-21 অর্থবর্ষের বাজেটে বেশ কয়েকটি সংস্থার বিকেন্দ্রীকরণ করার কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ এর তীব্র বিরোধিতা করেছে বিরোধীরা ৷ দোলা সেন বলেন, "VSP কর্নাটক, SSP তামিলনাডু়, ASP পশ্চিমবঙ্গ, বেঙ্গল কেমিকেল, হিন্দুস্থান কর্পোরেশন, অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড, ভারত পেট্রোলিয়াম, IOC, LIC-র মতো সংস্থাগুলোর বিকেন্দ্রীকরণের কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার ৷ ব্যাঙ্ক সংযুক্তিকরণের নামে কর্মচারী ও গ্রাহকদের অনিশ্চয়তার মুখে ঠেলে দেওয়া হয়েছে ৷ সরকারের হাতে থাকা কয়লাখনিগুলো শিল্পপতিদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে ৷ BSNL, HPC-র কর্মীরা তাঁদের প্রাপ্য বেতন ও ভাতা পাচ্ছেন না ৷"

তিনি আরও বলেন, "কেন্দ্রীয় সরকারের পদক্ষেপে দেশের জনগণের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে ৷ সরকার তাদের এই পদক্ষেপের কী ব্যাখ্যা দেবে ? সরকার জনবিরোধী কাজ করছে ৷ শ্রমিকরা কাজ হারাচ্ছে ৷ তাদের জীবন অনিশ্চিত হয়ে পড়েছে ৷ এই অবস্থায় সরকার তাদের পাশে না থেকে শিল্পপতিদের তোষামোদ করছে ৷ সাধারণ মানুষের জীবন সহজ করার বদলে আরও জটিল করে দিয়েছে সরকার ৷"


New Delhi, Feb 10 (ANI): Equity benchmark indices witnessed profit booking And closed in the negative zone on Monday amid concerns over the impact of coronavirus on supply chains And global economy. The BSE SAndP Sensex closed 162 points lower at 40,980 while the Nifty 50 slipped by 67 points at 12,032. All sectoral indices at the National Stock Exchange (NSE) were in the red with Nifty metal melting by 3 per cent, auto by 2.5 per cent And realty by 1 per cent. Among stocks, Tata Steel dipped by 5.9 per cent at Rs 443.15 per share while Hindalco was down by 3.2 per cent at Rs 191 apiece. Auto stocks too slipped substantially with Mahindra and Mahindra down by 7.1 per cent And Eicher Motors by 3.3 per cent. The other prominent losers were Zee Entertainment, Grasim, Bharti Infratel, Coal India, Britannia And Yes Bank. However, UPL, Bajaj Finance, Kotak Mahindra Bank, Reliance Industries And Hindustan Lever traded with a positive bias.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.