কলকাতা, 20 অক্টোবর : কোরোনার গোষ্ঠী সংক্রমণ চলছে । সরকার এবং প্রশাসনের তরফে পুজোকে উৎসাহিত না করে জমায়েত বন্ধের জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত ছিল । জনস্বার্থে কলকাতা হাইকোর্টের নির্দেশকে পুঙ্খানুপুঙ্খভাবে পালন করুক সরকার । বলছেন চিকিৎসকরা । এ কথার পাশাপাশি দুর্গাপুজোয় ভিড় এড়াতে কলকাতা হাইকোর্টের নির্দেশকে স্বাগত জানাল সরকারি এবং বেসরকারি চিকিৎসকদের বিভিন্ন সংগঠন । কলকাতা হাইকোর্টের এই নিদের্শকে "ঐতিহাসিক" হিসাবে উল্লেখ করে চিকিৎসকরা বলছেন, "পুজো হোক, আড়ম্বর নয়"।
সরকারি এবং বেসরকারি চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের তরফে রাজ্য সরকার, প্রশাসন এবং প্রতিটি রাজনৈতিক দলের কাছে ইতিমধ্যেই একাধিকবার আবেদনে জানানো হয়েছে, দুর্গাপুজো তথা উৎসবের এই মরশুমে জনসমাগম রুখতে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক । না হলে সংক্রমণ যে হারে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে, তা সামাল দেওয়া মুশকিল হয়ে যাবে । কোরোনার যে মারাত্মক পরিস্থিতি তৈরি হবে, যার জেরে অনেকে যেমন চিকিৎসা পাবেন না, তেমনই মৃত্যুর হারও বেড়ে যাবে । অথচ, এমন আবেদনে সাড়া দেওয়া হচ্ছে না বলেও চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের তরফে জানানো হয়েছে । আর, এই ধরনের পরিস্থিতির মধ্যে এক জনস্বার্থ মামলায় সোমবার কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যের সব পুজো মণ্ডপে নো-এন্ট্রি ঘোষণা করা হয়েছে ।
কলকাতা হাইকোর্টের নির্দেশের বিষয়ে রাজ্যের সরকারি চিকিৎসকদের একটি সংগঠন সার্ভিস ডক্টরস ফোরাম-এর সাধারণ সম্পাদক, চিকিৎসক সজল বিশ্বাস বলেন, "ভিড় এড়িয়ে দুর্গাপুজো করার জন্য কলকাতা হাইকোর্টের নির্দেশকে আমরা সাধুবাদ জানাই । আমাদের দেশ এবং রাজ্যে কোরোনার গোষ্ঠী সংক্রমণ চলছে । এই সময় দুর্গোৎসবের মতো বড় ধরনের জমায়েত সংক্রমণকে বহুগুণ বাড়াতে সাহায্য করবে । হাজার হাজার মানুষ একসঙ্গে আক্রান্ত হলে বেড পাবেন না । কারণ আমাদের দেশ ও রাজ্যে সেরকম স্বাস্থ্য পরিকাঠামো নেই । তাই দুই সপ্তাহ আগেই মুখ্যমন্ত্রীকে আমরা চিঠি দিয়ে জানিয়েছিলাম ভিড় এড়াতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক ।"
সার্ভিস ডক্টরস ফোরাম-এর সাধারণ সম্পাদক বলেন, "সরকার এবং প্রশাসনের তরফে পুজোকে উৎসাহিত না করে জমায়েত বন্ধের জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত ছিল । সম্প্রতি কেরালার ওনাম উৎসবের পরে যে ভাবে ওই রাজ্যে কোরোনার সংক্রমণ দশ গুণেরও বেশি বেড়ে গিয়েছে, তার থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল ।" তিনি বলেন, "আমরা দাবি করছি, জনস্বার্থে কলকাতা হাইকোর্টের নির্দেশকে পুঙ্খানুপুঙ্খভাবে পালন করুক সরকার । এবং, এর বাইরেও সার্বিকভাবে রাস্তা-ঘাট, যানবাহন-সহ সর্বত্রই যাতে জমায়েত না হতে পারে, মানুষ যাতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে পারেন, সেই ব্যবস্থা নিশ্চিত করুক ।"
কলকাতা হাইকোর্টের নির্দেশের বিষয়ে রাজ্যের সরকারি এবং বেসরকারি চিকিৎসকদের একটি সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের তরফে জানানো হয়েছে, "কলকাতা হাইকোর্টের এই নির্দেশ ঐতিহাসিক । আমরা এই নির্দেশকে স্বাগত জানাচ্ছি ।" একইসঙ্গে এই সংগঠনের তরফে বলা হয়েছে, "পুজো হোক, আড়ম্বর নয় ।" এ রাজ্যের সরকারি এবং বেসরকারি চিকিৎসকদের বিভিন্ন সংগঠনকে নিয়ে গঠিত চিকিৎসকদের যৌথ মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গল-এর তরফে কলকাতা হাইকোর্টের নির্দেশের বিষয়ে জানানো হয়েছে, কোরোনার এই পরিস্থিতির মাঝে দুর্গোৎসবে রাশ টেনে কলকাতা হাইকোর্টের ঐতিহাসিক এই রায়কে কৃতজ্ঞচিত্তে স্বাগত জানানো হচ্ছে ।