ETV Bharat / state

রাস্তার খোলা খাবার, শরবত না খেতে আবেদন অতীনের

রাস্তার ধারে ছোটো ছোটো দোকানগুলির খোলা খাবার ও খোলা শরবত খাবেন না। এই আবেদন জানালেন কলকাতা পৌরনিগমের ডেপুটি মেয়র অতীন ঘোষ। এই নিয়ে মানুষকে সচেতন করতে পৌরনিগমের তরফে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বরফ ব্যবহার শরবতে
author img

By

Published : Apr 10, 2019, 1:20 PM IST

Updated : Apr 10, 2019, 2:39 PM IST

কলকাতা, 10 এপ্রিল : রাস্তার খোলা খাবার ও খোলা শরবত না খাওয়ার আবেদন করলেন কলকাতা পৌরনিগমের ডেপুটি মেয়র অতীন ঘোষ। তিনি বলেন, "কলকাতা শহরে খাদ্য নিরাপত্তা ও সুরক্ষা বাড়াতে অভিযান চালানো হচ্ছে। ইতিমধ্যেই শহর জুড়ে আমরা বিজ্ঞাপন দেওয়া শুরু করেছি। সাধারণ মানুষের কাছে আবেদন করছি এই গরমে যাতে তারা রাস্তার খোলা শরবত ও খোলা খাবার না খায়।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেন, "যারা দোকানে খাবারের ব্যবসা করে তাদের বিরুদ্ধে আমাদের আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। কিন্তু যারা রাস্তার ধারে ছোটো ছোটো দোকান করে ব্যবসা করে সেখানকার খাবারের নমুনা আমরা সংগ্রহ করছি। এই দোকানগুলির জন্য যেহেতু কোনও আইন নেই তাই তারা ভেজাল খাবার বিক্রি করলে তাদের খাবার বাজেয়াপ্ত করে তাদের সতর্ক করব। মৃতদেহ রাখা ও মাছ রাখার জন্য যে বরফ ব্যবহার করা হয় তা অনেক সময় এই রাস্তার ধারে শরবতের দোকানগুলি ব্যবহার করে থাকে। এই শরবত মানুষ খেলে লিভার ও পেটের সমস্যা হবে। তাই আমরা বলব খোলা খাবার খাবেন না।"

খোলা খাবার না খাওয়ার অনুরোধ
কলকাতা পৌরনিগমের তরফে অভিযান

তিনি আরও বলেন, "52 দিনের অভিযানের মধ্যে ইতিমধ্যেই আমরা 13 দিন অতিক্রম করেছি। যেহেতু 23 মে পর্যন্ত পৌরনিগমের অনেক কর্মী নির্বাচনের কাছে ব্যস্ত থাকবেন তাই এই মুহূর্তে আমাদের অভিযান চালিয়ে নিয়ে যেতে একটু অসুবিধা হচ্ছে। নির্বাচনের পরে অভিযান আবার স্বাভাবিক ভাবেই চলবে।"

কলকাতা, 10 এপ্রিল : রাস্তার খোলা খাবার ও খোলা শরবত না খাওয়ার আবেদন করলেন কলকাতা পৌরনিগমের ডেপুটি মেয়র অতীন ঘোষ। তিনি বলেন, "কলকাতা শহরে খাদ্য নিরাপত্তা ও সুরক্ষা বাড়াতে অভিযান চালানো হচ্ছে। ইতিমধ্যেই শহর জুড়ে আমরা বিজ্ঞাপন দেওয়া শুরু করেছি। সাধারণ মানুষের কাছে আবেদন করছি এই গরমে যাতে তারা রাস্তার খোলা শরবত ও খোলা খাবার না খায়।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেন, "যারা দোকানে খাবারের ব্যবসা করে তাদের বিরুদ্ধে আমাদের আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। কিন্তু যারা রাস্তার ধারে ছোটো ছোটো দোকান করে ব্যবসা করে সেখানকার খাবারের নমুনা আমরা সংগ্রহ করছি। এই দোকানগুলির জন্য যেহেতু কোনও আইন নেই তাই তারা ভেজাল খাবার বিক্রি করলে তাদের খাবার বাজেয়াপ্ত করে তাদের সতর্ক করব। মৃতদেহ রাখা ও মাছ রাখার জন্য যে বরফ ব্যবহার করা হয় তা অনেক সময় এই রাস্তার ধারে শরবতের দোকানগুলি ব্যবহার করে থাকে। এই শরবত মানুষ খেলে লিভার ও পেটের সমস্যা হবে। তাই আমরা বলব খোলা খাবার খাবেন না।"

খোলা খাবার না খাওয়ার অনুরোধ
কলকাতা পৌরনিগমের তরফে অভিযান

তিনি আরও বলেন, "52 দিনের অভিযানের মধ্যে ইতিমধ্যেই আমরা 13 দিন অতিক্রম করেছি। যেহেতু 23 মে পর্যন্ত পৌরনিগমের অনেক কর্মী নির্বাচনের কাছে ব্যস্ত থাকবেন তাই এই মুহূর্তে আমাদের অভিযান চালিয়ে নিয়ে যেতে একটু অসুবিধা হচ্ছে। নির্বাচনের পরে অভিযান আবার স্বাভাবিক ভাবেই চলবে।"

Wb_kol_8april_8001_uber_copy_papri কলকাতা, ৯ এপ্রিল: পরিবহন দপ্তরের নির্দেশ যাত্রীদের সুবিধার মাথা মাথায় রেখে আজ থেকেই উবার গাড়িগুলিতে এসি চালু করতে হবে। বন্ধ রাখা যাবে না। পশ্চিমবঙ্গ অনলাইন ক্যাব অপারেটরস গিল্ডের তরফে ভাড়া বাড়ানোর দাবিতে উবার গাড়িগুলির এসি পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্তকে রদবদল করে আজ থেকে গাড়িতে এসি চালু করতে হবে। গিল্ডের সম্পাদক ইন্দ্রনীল বন্দোপাধ্যায় বলেন, " আমরা পরিবহন দপ্তরের নির্দেশ অনুসারে গাড়িতে আজ থেকে এসি চালাচ্ছি। তবে বেলা ১টা থেকে ৫টা পর্যন্ত এসি বন্ধ থাকবে। এর পাশাপাশি আমাদের আন্দোলন ঠিক যেমন চলছিল তেমনভাবে চলবে।" তিনি আরও বলেন, "আমরা আগামী সাতদিন এভাবেই আমাদের আন্দোলন চালাব এর মধ্যে যদি কোনও সুরাহা না হয় তাহলে আমরা বৃহতর আন্দোলনের পথে যাব।" অন্যদিকে সিটু অনুমোদিত অ্যাপ ক্যাব চালক সংগঠনের সম্পাদক ইন্দ্রজিৎ ঘোষের মতে, "যদিও একথাটা ঠিক যে ওলা উবের এর কোম্পানি গুলি ভয়ানক শোষণ চালাছে। তবে গাড়ির এসি বন্ধ রাখা অযুক্তিক। যাত্রীদের হয়রানি ছাড়া আর কিছুই নয়। আমাদের লড়াই কোম্পানির সাথে যাত্রীদের সাথে নয়। এসি বন্ধের আন্দোলন করলে রাস্তায় ড্রাইভারদের সাথে যাত্রীদের সমস্যা হবে। এইটি কোন মতেই কাম্য নয়।" তিনি আরও বলেন যে বিভিন্ন দাবি নিয়ে আগামী শুক্রবার বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ দেখবেন তাঁরা।"
Last Updated : Apr 10, 2019, 2:39 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.