ETV Bharat / state

Calcutta High Court: প্রাথমিকে চলতি নিয়োগ নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের - খারিজ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ

প্রাথমিকে শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া বর্তমানে চলছে তা নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটি নির্দেশ মঙ্গলবার খারিজ করে দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ৷

Etv Bharat
ফাইল ছবি
author img

By

Published : Apr 11, 2023, 4:30 PM IST

Updated : Apr 11, 2023, 5:20 PM IST

কলকাতা, 11 এপ্রিল: এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ৷ গত বছর 29 সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা পর্ষদ শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে বিজ্ঞপ্তি দিয়েছিল তাতে সম্মতি জানিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ৷ মঙ্গলবার বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতীম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ তা খারিজ করে দেয় ।

উল্লেখ্য, 2022 এর 29 সেপ্টেম্বর একটি বিজ্ঞপ্তি দিয়ে পর্ষদ জানিয়েছিল, টেট উত্তীর্ণ যে সব প্রার্থী 2020-22 সালে ডিএলএড প্রশিক্ষণের জন্য ভর্তি হয়েছেন তাঁরা চলতি নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন । পর্ষদের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেন কয়েকজন চাকরিপ্রার্থী । তাঁদের বক্তব্য ছিল, 2016 সালের নিয়ম অনুযায়ী ডিএলএড প্রশিক্ষণ সম্পূর্ণ করেছেন এমন প্রার্থীরাই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারেন । এক্ষেত্রে যেহেতু 2020-22 সালের ডিএলএড প্রার্থীদের প্রশিক্ষণ সম্পূর্ণ হয়নি । তাই নিয়ম অনুযায়ী তাঁরা চলতি এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারেন না বলে দাবি করা হয় ওই আবেদনে ৷

কিন্তু ওই আবেদন খারিজ করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্ষদের সিদ্ধান্তই বহাল রাখেন । মঙ্গলবার ডিভিশন বেঞ্চ এবার সেই নির্দেশই খারিজ করে দিল ।

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিকাণ্ডে নাম একাধিক বিধায়ক ও কাউন্সিলরের, তালিকা তৈরি করছে ইডি

উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়োগ সংক্রান্ত ওই বিজ্ঞপ্তিতে বলা হয় চাকরিপ্রার্থীদের যোগ্যতা হিসাবে ডিএলএড বা ডিএড (স্পেশাল এডুকেশন) বা বিএড-এর প্রশিক্ষণ থাকতে হবে ৷ সেক্ষেত্রে যাঁরা 2020-22 সেশনে ভর্তি হয়েছেন অথবা ডিএলএড বা ডিএড (স্পেশাল এডুকেশন) বা বিএড পার্ট-1 পরীক্ষা দেওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হয়েছেন, তাঁরাও এই পরীক্ষায় বসতে পারবেন । এই নির্দেশের বিরুদ্ধেই গত বছর হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে মামলা করেছিলেন আগেই ডিএলএড উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা । তাঁদের মূল বক্তব্য ছিল, এই নির্দেশের ফলে তাঁদের চাকরি পাওয়ার সুযোগ কমে যাচ্ছে । মামলাটি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রেগুলার বেঞ্চে শুনানির পর বিচারপতি নির্দেশ দেন, পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ীই পরীক্ষা হবে ৷ সেই নির্দেশের বিরুদ্ধে আপিল হয় ডিভিশন বেঞ্চে । এদিন ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের সেই নির্দেশ খারিজ করে দিল ।

কলকাতা, 11 এপ্রিল: এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ৷ গত বছর 29 সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা পর্ষদ শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে বিজ্ঞপ্তি দিয়েছিল তাতে সম্মতি জানিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ৷ মঙ্গলবার বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতীম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ তা খারিজ করে দেয় ।

উল্লেখ্য, 2022 এর 29 সেপ্টেম্বর একটি বিজ্ঞপ্তি দিয়ে পর্ষদ জানিয়েছিল, টেট উত্তীর্ণ যে সব প্রার্থী 2020-22 সালে ডিএলএড প্রশিক্ষণের জন্য ভর্তি হয়েছেন তাঁরা চলতি নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন । পর্ষদের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেন কয়েকজন চাকরিপ্রার্থী । তাঁদের বক্তব্য ছিল, 2016 সালের নিয়ম অনুযায়ী ডিএলএড প্রশিক্ষণ সম্পূর্ণ করেছেন এমন প্রার্থীরাই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারেন । এক্ষেত্রে যেহেতু 2020-22 সালের ডিএলএড প্রার্থীদের প্রশিক্ষণ সম্পূর্ণ হয়নি । তাই নিয়ম অনুযায়ী তাঁরা চলতি এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারেন না বলে দাবি করা হয় ওই আবেদনে ৷

কিন্তু ওই আবেদন খারিজ করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্ষদের সিদ্ধান্তই বহাল রাখেন । মঙ্গলবার ডিভিশন বেঞ্চ এবার সেই নির্দেশই খারিজ করে দিল ।

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিকাণ্ডে নাম একাধিক বিধায়ক ও কাউন্সিলরের, তালিকা তৈরি করছে ইডি

উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়োগ সংক্রান্ত ওই বিজ্ঞপ্তিতে বলা হয় চাকরিপ্রার্থীদের যোগ্যতা হিসাবে ডিএলএড বা ডিএড (স্পেশাল এডুকেশন) বা বিএড-এর প্রশিক্ষণ থাকতে হবে ৷ সেক্ষেত্রে যাঁরা 2020-22 সেশনে ভর্তি হয়েছেন অথবা ডিএলএড বা ডিএড (স্পেশাল এডুকেশন) বা বিএড পার্ট-1 পরীক্ষা দেওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হয়েছেন, তাঁরাও এই পরীক্ষায় বসতে পারবেন । এই নির্দেশের বিরুদ্ধেই গত বছর হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে মামলা করেছিলেন আগেই ডিএলএড উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা । তাঁদের মূল বক্তব্য ছিল, এই নির্দেশের ফলে তাঁদের চাকরি পাওয়ার সুযোগ কমে যাচ্ছে । মামলাটি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রেগুলার বেঞ্চে শুনানির পর বিচারপতি নির্দেশ দেন, পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ীই পরীক্ষা হবে ৷ সেই নির্দেশের বিরুদ্ধে আপিল হয় ডিভিশন বেঞ্চে । এদিন ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের সেই নির্দেশ খারিজ করে দিল ।

Last Updated : Apr 11, 2023, 5:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.