ETV Bharat / state

Calcutta High Court: প্রাথমিকে চলতি নিয়োগ নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের

প্রাথমিকে শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া বর্তমানে চলছে তা নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটি নির্দেশ মঙ্গলবার খারিজ করে দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ৷

Etv Bharat
ফাইল ছবি
author img

By

Published : Apr 11, 2023, 4:30 PM IST

Updated : Apr 11, 2023, 5:20 PM IST

কলকাতা, 11 এপ্রিল: এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ৷ গত বছর 29 সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা পর্ষদ শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে বিজ্ঞপ্তি দিয়েছিল তাতে সম্মতি জানিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ৷ মঙ্গলবার বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতীম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ তা খারিজ করে দেয় ।

উল্লেখ্য, 2022 এর 29 সেপ্টেম্বর একটি বিজ্ঞপ্তি দিয়ে পর্ষদ জানিয়েছিল, টেট উত্তীর্ণ যে সব প্রার্থী 2020-22 সালে ডিএলএড প্রশিক্ষণের জন্য ভর্তি হয়েছেন তাঁরা চলতি নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন । পর্ষদের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেন কয়েকজন চাকরিপ্রার্থী । তাঁদের বক্তব্য ছিল, 2016 সালের নিয়ম অনুযায়ী ডিএলএড প্রশিক্ষণ সম্পূর্ণ করেছেন এমন প্রার্থীরাই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারেন । এক্ষেত্রে যেহেতু 2020-22 সালের ডিএলএড প্রার্থীদের প্রশিক্ষণ সম্পূর্ণ হয়নি । তাই নিয়ম অনুযায়ী তাঁরা চলতি এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারেন না বলে দাবি করা হয় ওই আবেদনে ৷

কিন্তু ওই আবেদন খারিজ করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্ষদের সিদ্ধান্তই বহাল রাখেন । মঙ্গলবার ডিভিশন বেঞ্চ এবার সেই নির্দেশই খারিজ করে দিল ।

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিকাণ্ডে নাম একাধিক বিধায়ক ও কাউন্সিলরের, তালিকা তৈরি করছে ইডি

উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়োগ সংক্রান্ত ওই বিজ্ঞপ্তিতে বলা হয় চাকরিপ্রার্থীদের যোগ্যতা হিসাবে ডিএলএড বা ডিএড (স্পেশাল এডুকেশন) বা বিএড-এর প্রশিক্ষণ থাকতে হবে ৷ সেক্ষেত্রে যাঁরা 2020-22 সেশনে ভর্তি হয়েছেন অথবা ডিএলএড বা ডিএড (স্পেশাল এডুকেশন) বা বিএড পার্ট-1 পরীক্ষা দেওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হয়েছেন, তাঁরাও এই পরীক্ষায় বসতে পারবেন । এই নির্দেশের বিরুদ্ধেই গত বছর হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে মামলা করেছিলেন আগেই ডিএলএড উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা । তাঁদের মূল বক্তব্য ছিল, এই নির্দেশের ফলে তাঁদের চাকরি পাওয়ার সুযোগ কমে যাচ্ছে । মামলাটি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রেগুলার বেঞ্চে শুনানির পর বিচারপতি নির্দেশ দেন, পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ীই পরীক্ষা হবে ৷ সেই নির্দেশের বিরুদ্ধে আপিল হয় ডিভিশন বেঞ্চে । এদিন ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের সেই নির্দেশ খারিজ করে দিল ।

কলকাতা, 11 এপ্রিল: এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ৷ গত বছর 29 সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা পর্ষদ শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে বিজ্ঞপ্তি দিয়েছিল তাতে সম্মতি জানিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ৷ মঙ্গলবার বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতীম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ তা খারিজ করে দেয় ।

উল্লেখ্য, 2022 এর 29 সেপ্টেম্বর একটি বিজ্ঞপ্তি দিয়ে পর্ষদ জানিয়েছিল, টেট উত্তীর্ণ যে সব প্রার্থী 2020-22 সালে ডিএলএড প্রশিক্ষণের জন্য ভর্তি হয়েছেন তাঁরা চলতি নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন । পর্ষদের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেন কয়েকজন চাকরিপ্রার্থী । তাঁদের বক্তব্য ছিল, 2016 সালের নিয়ম অনুযায়ী ডিএলএড প্রশিক্ষণ সম্পূর্ণ করেছেন এমন প্রার্থীরাই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারেন । এক্ষেত্রে যেহেতু 2020-22 সালের ডিএলএড প্রার্থীদের প্রশিক্ষণ সম্পূর্ণ হয়নি । তাই নিয়ম অনুযায়ী তাঁরা চলতি এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারেন না বলে দাবি করা হয় ওই আবেদনে ৷

কিন্তু ওই আবেদন খারিজ করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্ষদের সিদ্ধান্তই বহাল রাখেন । মঙ্গলবার ডিভিশন বেঞ্চ এবার সেই নির্দেশই খারিজ করে দিল ।

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিকাণ্ডে নাম একাধিক বিধায়ক ও কাউন্সিলরের, তালিকা তৈরি করছে ইডি

উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়োগ সংক্রান্ত ওই বিজ্ঞপ্তিতে বলা হয় চাকরিপ্রার্থীদের যোগ্যতা হিসাবে ডিএলএড বা ডিএড (স্পেশাল এডুকেশন) বা বিএড-এর প্রশিক্ষণ থাকতে হবে ৷ সেক্ষেত্রে যাঁরা 2020-22 সেশনে ভর্তি হয়েছেন অথবা ডিএলএড বা ডিএড (স্পেশাল এডুকেশন) বা বিএড পার্ট-1 পরীক্ষা দেওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হয়েছেন, তাঁরাও এই পরীক্ষায় বসতে পারবেন । এই নির্দেশের বিরুদ্ধেই গত বছর হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে মামলা করেছিলেন আগেই ডিএলএড উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা । তাঁদের মূল বক্তব্য ছিল, এই নির্দেশের ফলে তাঁদের চাকরি পাওয়ার সুযোগ কমে যাচ্ছে । মামলাটি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রেগুলার বেঞ্চে শুনানির পর বিচারপতি নির্দেশ দেন, পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ীই পরীক্ষা হবে ৷ সেই নির্দেশের বিরুদ্ধে আপিল হয় ডিভিশন বেঞ্চে । এদিন ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের সেই নির্দেশ খারিজ করে দিল ।

Last Updated : Apr 11, 2023, 5:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.