ETV Bharat / state

পোস্তা উড়ালপুলের ঝুলন্ত অংশ ভাঙার কাজ শুরু - kolkata municipal corporation

20 জুন থেকে শুরু হবে পোস্তার মূল উড়ালপুল ভাঙার কাজ ৷ তার আগে আজ থেকে শুরু হল উড়ালপুলের যেসমস্ত অংশগুলি ঝুলন্ত অবস্থায় রয়েছে , সেগুলি ভাঙার কাজ ৷

পোস্তা উড়ালপুল
পোস্তা উড়ালপুল
author img

By

Published : Jun 15, 2021, 10:44 PM IST

কলকাতা , 15 জুন : পোস্তার মূল উড়ালপুল ভাঙার কাজ শুরু হবে 20 জুন থেকে ৷ তার আগে আজ থেকে উড়ালপুলের যেসমস্ত অংশগুলি ঝুলন্ত অবস্থায় রয়েছে , সেগুলি ভাঙার কাজ শুরু হল ৷ এমনই পৌরনিগম সূত্রে খবর ৷ পোস্তার উড়ালপুলটি ভেঙে যাওয়ার সময় একাধিক ছোট ছোট অংশ ভেঙে ঝুলছিল ৷ মূল উড়ালপুলটি ভাঙার সময় যাতে কোনও অসুবিধা না হয় , সেজন্যই এমন সিদ্ধান্ত ৷

পোস্তা উড়ালপুল ভাঙা প্রসঙ্গে ফিরহাদ হাকিম জানিয়েছিলেন, 45 দিনের মধ্যে পুরো উড়ালপুলটিই ভেঙে ফেলা হবে ৷ দায়িত্ব দেওয়া হয়েছে কেএমডিএ তত্ত্বাবধানে চারটি সংস্থাকে ৷ যতদিন এই কাজ চলবে , ততদিন পোস্তা রুট বন্ধ থাকবে ৷ অন্যরুটে গাড়িগুলি চলবে ৷ কে কে টেগর স্ট্রিট, মিরবাহার ঘাট স্ট্রিট ৷ লালবাজার সূত্রে খবর , সোমবার রাত 11 টা থেকে 15 অগস্ট ভোর 5 টা পর্যন্ত বন্ধ থাকবে বলে স্ট্র্যান্ড রোডের একটি অংশ ৷

শুরু হল পোস্তা উড়ালপুল ভাঙার কাজ
শুরু হল পোস্তা উড়ালপুল ভাঙার কাজ

ইতিমধ্যেই ইঞ্জিনিয়াররা পুজো দিয়ে উড়ালপুল ভেঙে ফেলার কাজ শুরু করেছেন ৷ ধাপে ধাপে উড়ালপুলটি ভাঙা হবে ৷ ভাঙার সঙ্গে সঙ্গে কলকাতা পৌরনিগমের কর্মীরা এসে তা পরিষ্কার করে দেবেন ৷ কাজ চলাকালীন যাতে কোনও দুর্ঘটনা না ঘটে সেজন্য রাস্তা বরাবর যতটা খোলা হবে ততটাই দুই ধারে ক্রেন দিয়ে নামিয়ে রাস্তায় রাখার ব্যবস্থা করা হয়েছে।

তৎপর কেএমডিএর কর্মীরা তৎপর কেএমডিএর কর্মীরা
তৎপর কেএমডিএর কর্মীরা

আরও পড়ুন :15 জুন থেকে ভাঙা হবে পোস্তা উড়ালপুল : ফিরহাদ

পৌরনিগম সূত্রে খবর , পুরো উড়ালপুলটি ভাঙার সময় যাতে কোনও দুর্ঘটনা না ঘটে সেজন্যই পুরো উড়ালপুলটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সবই নতুন করে গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

কলকাতা , 15 জুন : পোস্তার মূল উড়ালপুল ভাঙার কাজ শুরু হবে 20 জুন থেকে ৷ তার আগে আজ থেকে উড়ালপুলের যেসমস্ত অংশগুলি ঝুলন্ত অবস্থায় রয়েছে , সেগুলি ভাঙার কাজ শুরু হল ৷ এমনই পৌরনিগম সূত্রে খবর ৷ পোস্তার উড়ালপুলটি ভেঙে যাওয়ার সময় একাধিক ছোট ছোট অংশ ভেঙে ঝুলছিল ৷ মূল উড়ালপুলটি ভাঙার সময় যাতে কোনও অসুবিধা না হয় , সেজন্যই এমন সিদ্ধান্ত ৷

পোস্তা উড়ালপুল ভাঙা প্রসঙ্গে ফিরহাদ হাকিম জানিয়েছিলেন, 45 দিনের মধ্যে পুরো উড়ালপুলটিই ভেঙে ফেলা হবে ৷ দায়িত্ব দেওয়া হয়েছে কেএমডিএ তত্ত্বাবধানে চারটি সংস্থাকে ৷ যতদিন এই কাজ চলবে , ততদিন পোস্তা রুট বন্ধ থাকবে ৷ অন্যরুটে গাড়িগুলি চলবে ৷ কে কে টেগর স্ট্রিট, মিরবাহার ঘাট স্ট্রিট ৷ লালবাজার সূত্রে খবর , সোমবার রাত 11 টা থেকে 15 অগস্ট ভোর 5 টা পর্যন্ত বন্ধ থাকবে বলে স্ট্র্যান্ড রোডের একটি অংশ ৷

শুরু হল পোস্তা উড়ালপুল ভাঙার কাজ
শুরু হল পোস্তা উড়ালপুল ভাঙার কাজ

ইতিমধ্যেই ইঞ্জিনিয়াররা পুজো দিয়ে উড়ালপুল ভেঙে ফেলার কাজ শুরু করেছেন ৷ ধাপে ধাপে উড়ালপুলটি ভাঙা হবে ৷ ভাঙার সঙ্গে সঙ্গে কলকাতা পৌরনিগমের কর্মীরা এসে তা পরিষ্কার করে দেবেন ৷ কাজ চলাকালীন যাতে কোনও দুর্ঘটনা না ঘটে সেজন্য রাস্তা বরাবর যতটা খোলা হবে ততটাই দুই ধারে ক্রেন দিয়ে নামিয়ে রাস্তায় রাখার ব্যবস্থা করা হয়েছে।

তৎপর কেএমডিএর কর্মীরা তৎপর কেএমডিএর কর্মীরা
তৎপর কেএমডিএর কর্মীরা

আরও পড়ুন :15 জুন থেকে ভাঙা হবে পোস্তা উড়ালপুল : ফিরহাদ

পৌরনিগম সূত্রে খবর , পুরো উড়ালপুলটি ভাঙার সময় যাতে কোনও দুর্ঘটনা না ঘটে সেজন্যই পুরো উড়ালপুলটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সবই নতুন করে গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.