ETV Bharat / state

Kolkata Roads: ফেলে দেওয়া প্লাস্টিক দিয়েই এবার হবে মহানগরের রাস্তা তৈরির কাঁচামাল

author img

By

Published : Mar 22, 2023, 7:55 PM IST

একবার ব্যবহার করে যে প্লাস্টিকগুলি ফেলে দেওয়া হয়, সেগুলি থেকে ভয়ঙ্কর দূষণ হয় বলে পরিবেশ বিশেষজ্ঞদের দাবি ৷ এবার ওই প্লাস্টিক দিয়ে বিটুমিনাস অ্যাসফল্ট তৈরি করে রাস্তা তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহার করতে কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) ৷

Kolkata Roads
Kolkata Roads

কলকাতা, 22 মার্চ: নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহারের পর ফেলে দেওয়া প্লাস্টিক ভয়ঙ্করভাবে পরিবেশ দূষণ ঘটায় (Pollution from Plastic) । তবে সেই প্লাস্টিক এবার ব্যবহার করেই মহানগরে তৈরি হবে রাজপথ । কলকাতা কর্পোরেশন (KMC) এই ফেলে দেওয়া প্লাস্টিক থেকেই তৈরি করবে বিটুমিনাস অ্যাসফল্ট । একবার ব্যবহার করা যায়, এমন প্লাস্টিক পরিবেশ দূষণ ঘটাতে একটি শক্তিশালী উপাদান হিসেবে কাজ করে বলে বিশেষজ্ঞদের দাবি । তাই সেই বাতিল প্লাস্টিক খুব তাড়াতাড়ি হয়ে উঠবে রাস্তা তৈরির উপাদান (KMC to Use Discarded plastic) ।

কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, পাইলট প্রজেক্ট হিসেবে কয়েকটি রাস্তা তৈরি করা হয়েছে । 14 নম্বর বরোর নেতাজি সুভাষ রোড, 9 নম্বর বরোর রিমাউন্ট রোড ও ডায়মন্ড হারবার রোডের সংযোগ স্থলে রাস্তা সারাইয়ে এই পদ্ধতি ব্যবহার করা হয়েছে । সড়ক বিভাগের পামার বাজার প্ল্যান্ট থেকে এই ধরনের পদ্ধতিতে প্রস্তুত হওয়া পিচ নিয়ে কাজ করা হয়েছে । ড্রাই প্রসেস পদ্ধতিতে অনুসরণ করে কাজগুলো হচ্ছে । সম্প্রতি পৌরনিগমের গরাগাছা ও পামার বাজার দুই প্ল্যান্টে শুষ্ক ও সিক্ত পদ্ধতিতে ফেলে দেওয়া প্লাস্টিক থেকে বহু পরিমাণে হট বিটুমিনাস অ্যাসফল্ট তৈরি হবে ।

পরিবেশ দূষণ ঠেকাতে প্লাস্টিকের ব্যবহার কমানো ও প্লাস্টিক রিসাইকেল করে তা আবার ব্যবহার করার মতো একাধিক পদক্ষেপ করছে কলকাতা কর্পোরেশন । এটা তার অন্যতম উদাহরণ বলে পৌরনিগম সূত্রে খবর । সাধারণ পিচ রাস্তার যে গুণমান আর তা তৈরিতে যা খরচ, তার থেকে আরও ভালো গুণমান ও কম খরচে এই বিটুমিন তৈরি হবে বলে জানা গিয়েছে । পাশাপশি বর্ষায় পিচ রাস্তার থেকে বেশি টেকসই হবে এই রাস্তা বলেই মনে করছেন বিশেজ্ঞরা ।

উল্লেখ্য, পামার বাজারের দু’টি ও গরাগাছায় দু’টি, মোট চারটি ড্রাম মিক্স প্লান্ট আছে পৌরনিগমের সড়ক বিভাগের । এছাড়াও গরাগাছাতে একটি ব্যচমিক্স প্ল্যান্ট আছে । চারটি ড্রাম মিক্স প্ল্যান্টে প্রতি ঘণ্টায় 40 টন হট মিক্স প্রস্তুত হয় । ব্যাচমিক্স প্ল্যান্টে 100 টন হট মিক্স হয় ঘণ্টায় ।

কেন্দ্রীয় সরকারের সড়ক বিভাগ কয়েক বছর আগে পরিবেশ রক্ষায় প্লাস্টিক ফের ব্যবহার করে এই ধরনের রাস্তা তৈরির ঘোষণা করেছিল । একটি এক্সপ্রেসওয়ের বেশ খানিকটা রাস্তা তৈরিও হয় এই পদ্ধতিতে । এবার কলকাতায় হবে একই পদ্ধতিতে রাস্তা তৈরি হবে । ফলে প্লাস্টিক থেকে কমবে দূষণ । পিচ তৈরির খরচ কিছুটা কমবে । রাস্তার মানও ভালো হবে ।

এই প্রসঙ্গে কলকাতা কর্পোরেশনের রাস্তা বিভাগের ভারপ্রাপ্ত মেয়র পারিষদ সদস্য অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, ‘‘আমরা কলকাতার দু’তিনটি রাস্তা পাইলট প্রজেক্ট হিসেবে ইতিমধ্যেই করে ফেলেছি । জল, বর্ষা, তীব্র দাবদাহে কতটা টেকসই হয় এই রাস্তা, এখন সেটাই নজরে আছে ।’’

আরও পড়ুন: কেএমসি'র বাজেট অধিবেশনে মোবাইলে ব্যস্ত কাউন্সিলর, কড়া নিদান চেয়ারপার্সনের

কলকাতা, 22 মার্চ: নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহারের পর ফেলে দেওয়া প্লাস্টিক ভয়ঙ্করভাবে পরিবেশ দূষণ ঘটায় (Pollution from Plastic) । তবে সেই প্লাস্টিক এবার ব্যবহার করেই মহানগরে তৈরি হবে রাজপথ । কলকাতা কর্পোরেশন (KMC) এই ফেলে দেওয়া প্লাস্টিক থেকেই তৈরি করবে বিটুমিনাস অ্যাসফল্ট । একবার ব্যবহার করা যায়, এমন প্লাস্টিক পরিবেশ দূষণ ঘটাতে একটি শক্তিশালী উপাদান হিসেবে কাজ করে বলে বিশেষজ্ঞদের দাবি । তাই সেই বাতিল প্লাস্টিক খুব তাড়াতাড়ি হয়ে উঠবে রাস্তা তৈরির উপাদান (KMC to Use Discarded plastic) ।

কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, পাইলট প্রজেক্ট হিসেবে কয়েকটি রাস্তা তৈরি করা হয়েছে । 14 নম্বর বরোর নেতাজি সুভাষ রোড, 9 নম্বর বরোর রিমাউন্ট রোড ও ডায়মন্ড হারবার রোডের সংযোগ স্থলে রাস্তা সারাইয়ে এই পদ্ধতি ব্যবহার করা হয়েছে । সড়ক বিভাগের পামার বাজার প্ল্যান্ট থেকে এই ধরনের পদ্ধতিতে প্রস্তুত হওয়া পিচ নিয়ে কাজ করা হয়েছে । ড্রাই প্রসেস পদ্ধতিতে অনুসরণ করে কাজগুলো হচ্ছে । সম্প্রতি পৌরনিগমের গরাগাছা ও পামার বাজার দুই প্ল্যান্টে শুষ্ক ও সিক্ত পদ্ধতিতে ফেলে দেওয়া প্লাস্টিক থেকে বহু পরিমাণে হট বিটুমিনাস অ্যাসফল্ট তৈরি হবে ।

পরিবেশ দূষণ ঠেকাতে প্লাস্টিকের ব্যবহার কমানো ও প্লাস্টিক রিসাইকেল করে তা আবার ব্যবহার করার মতো একাধিক পদক্ষেপ করছে কলকাতা কর্পোরেশন । এটা তার অন্যতম উদাহরণ বলে পৌরনিগম সূত্রে খবর । সাধারণ পিচ রাস্তার যে গুণমান আর তা তৈরিতে যা খরচ, তার থেকে আরও ভালো গুণমান ও কম খরচে এই বিটুমিন তৈরি হবে বলে জানা গিয়েছে । পাশাপশি বর্ষায় পিচ রাস্তার থেকে বেশি টেকসই হবে এই রাস্তা বলেই মনে করছেন বিশেজ্ঞরা ।

উল্লেখ্য, পামার বাজারের দু’টি ও গরাগাছায় দু’টি, মোট চারটি ড্রাম মিক্স প্লান্ট আছে পৌরনিগমের সড়ক বিভাগের । এছাড়াও গরাগাছাতে একটি ব্যচমিক্স প্ল্যান্ট আছে । চারটি ড্রাম মিক্স প্ল্যান্টে প্রতি ঘণ্টায় 40 টন হট মিক্স প্রস্তুত হয় । ব্যাচমিক্স প্ল্যান্টে 100 টন হট মিক্স হয় ঘণ্টায় ।

কেন্দ্রীয় সরকারের সড়ক বিভাগ কয়েক বছর আগে পরিবেশ রক্ষায় প্লাস্টিক ফের ব্যবহার করে এই ধরনের রাস্তা তৈরির ঘোষণা করেছিল । একটি এক্সপ্রেসওয়ের বেশ খানিকটা রাস্তা তৈরিও হয় এই পদ্ধতিতে । এবার কলকাতায় হবে একই পদ্ধতিতে রাস্তা তৈরি হবে । ফলে প্লাস্টিক থেকে কমবে দূষণ । পিচ তৈরির খরচ কিছুটা কমবে । রাস্তার মানও ভালো হবে ।

এই প্রসঙ্গে কলকাতা কর্পোরেশনের রাস্তা বিভাগের ভারপ্রাপ্ত মেয়র পারিষদ সদস্য অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, ‘‘আমরা কলকাতার দু’তিনটি রাস্তা পাইলট প্রজেক্ট হিসেবে ইতিমধ্যেই করে ফেলেছি । জল, বর্ষা, তীব্র দাবদাহে কতটা টেকসই হয় এই রাস্তা, এখন সেটাই নজরে আছে ।’’

আরও পড়ুন: কেএমসি'র বাজেট অধিবেশনে মোবাইলে ব্যস্ত কাউন্সিলর, কড়া নিদান চেয়ারপার্সনের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.