ETV Bharat / state

ভগবানকে ধন্যবাদ, অনেকে রক্ষা পেয়েছেন; বউবাজারে ক্ষতিগ্রস্তদের বললেন মুখ্যমন্ত্রী - Disaster, Mamata Banerjee says after visit bow bazar

বৌবাজারে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী ৷ ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন নিয়ে আগামীকাল বৈঠখ ডেকেছেন মুখ্যমন্ত্রী ৷ থাকবেন মেট্রোর শীর্ষ কর্তারা ৷

মমতা
author img

By

Published : Sep 2, 2019, 6:54 PM IST

Updated : Sep 2, 2019, 8:38 PM IST

কলকাতা, 2 সেপ্টেম্বর : মেট্রো টানেলে কাজের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে বউবাজারের একাধিক বাড়ি । বেশ কয়েকটি বাড়ির একাংশ ভেঙে পড়েছে । অসহায় অবস্থায় পড়েছেন বাসিন্দারা । গতকালই মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে পুনর্বাসনের কথা বলা হয়েছিল । আজ ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কথাও বলেন । বেশ কয়েকজনের কাছ থেকে অভাব-অভিযোগ শোনেন ।

ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করার পর মুখ্যমন্ত্রী বলেন, "এতবড় ডিজ়াস্টার । ভগবানকে ধন্যবাদ, অনেকে রক্ষা পেয়েছে । সঙ্গে সঙ্গে উদ্ধারকাজ না হলে মানুষের জীবন নষ্ট হতে পারত ।" পরে তিনি বলেন, "বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার জন্য আগামীকাল বিকেল তিনটেয় একটি বৈঠক ডাকা হয়েছে । ডাকা হয়েছে মেট্রো কর্তৃপক্ষকে । থাকবেন মেয়র, পরিবহন সচিব, কলকাতার পুলিশ কমিশনার সহ অন্যান্য আধিকারিকরা । ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন নিয়ে আলোচনা হবে বৈঠকে । রাজ্য সরকার , মেট্রো রেলওয়ে, কলকাতা পুলিশ, বিপর্যয় মোকাবিলা দপ্তর একসঙ্গে কাজ করবে ৷"

কী বললেন মুখ্যমন্ত্রী ?

বউবাজারে কিছুক্ষণ থেকেই চলে যান মুখ্যমন্ত্রী । সব ক্ষতিগ্রস্তের সঙ্গে দেখা করতে পারেননি । তাই, অনেকেই ক্ষুব্ধ হন । তাঁরা মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পরই বিক্ষোভ দেখাতে শুরু করেন । বলেন, "আমরা এক কাপড়ে বাড়ি ছেড়েছি । ভোটার কার্ড, রেশন কার্ড সহ সব প্রয়োজনীয় নথি নষ্ট হয়েছে । তাও মুখ্যমন্ত্রী আমাদের অভাব-অভিযোগ শুনলেন না । বরং বলছেন, আমরা ভগবানের কৃপায় বেঁচে গেছি । এ কী ধরনের কথাবার্তা ? আমরা সর্বহারা । তারপরও এসব বলছেন উনি ।"

কলকাতা, 2 সেপ্টেম্বর : মেট্রো টানেলে কাজের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে বউবাজারের একাধিক বাড়ি । বেশ কয়েকটি বাড়ির একাংশ ভেঙে পড়েছে । অসহায় অবস্থায় পড়েছেন বাসিন্দারা । গতকালই মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে পুনর্বাসনের কথা বলা হয়েছিল । আজ ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কথাও বলেন । বেশ কয়েকজনের কাছ থেকে অভাব-অভিযোগ শোনেন ।

ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করার পর মুখ্যমন্ত্রী বলেন, "এতবড় ডিজ়াস্টার । ভগবানকে ধন্যবাদ, অনেকে রক্ষা পেয়েছে । সঙ্গে সঙ্গে উদ্ধারকাজ না হলে মানুষের জীবন নষ্ট হতে পারত ।" পরে তিনি বলেন, "বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার জন্য আগামীকাল বিকেল তিনটেয় একটি বৈঠক ডাকা হয়েছে । ডাকা হয়েছে মেট্রো কর্তৃপক্ষকে । থাকবেন মেয়র, পরিবহন সচিব, কলকাতার পুলিশ কমিশনার সহ অন্যান্য আধিকারিকরা । ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন নিয়ে আলোচনা হবে বৈঠকে । রাজ্য সরকার , মেট্রো রেলওয়ে, কলকাতা পুলিশ, বিপর্যয় মোকাবিলা দপ্তর একসঙ্গে কাজ করবে ৷"

কী বললেন মুখ্যমন্ত্রী ?

বউবাজারে কিছুক্ষণ থেকেই চলে যান মুখ্যমন্ত্রী । সব ক্ষতিগ্রস্তের সঙ্গে দেখা করতে পারেননি । তাই, অনেকেই ক্ষুব্ধ হন । তাঁরা মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পরই বিক্ষোভ দেখাতে শুরু করেন । বলেন, "আমরা এক কাপড়ে বাড়ি ছেড়েছি । ভোটার কার্ড, রেশন কার্ড সহ সব প্রয়োজনীয় নথি নষ্ট হয়েছে । তাও মুখ্যমন্ত্রী আমাদের অভাব-অভিযোগ শুনলেন না । বরং বলছেন, আমরা ভগবানের কৃপায় বেঁচে গেছি । এ কী ধরনের কথাবার্তা ? আমরা সর্বহারা । তারপরও এসব বলছেন উনি ।"

Last Updated : Sep 2, 2019, 8:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.