কলকাতা, 11 ডিসেম্বর : এ যেন চোখের বদলে চোখ, মারের বদলে মারের হুমকি ৷ দলীয় কর্মীদের মারধর করলে তার সুদ সহ ফেরত দেওয়ার হুমকি দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ গতকাল নিজের ফেসবুকে দিলীপের হুমকি 'সব লাল ডায়েরিতে লিখে রাখছি ৷ সুদ সহ ফেরত দেব ৷'
বিজেপি রাজ্য সভাপতির এহেন ফেসবুক পোস্ট ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে ৷ লাল ডায়েরির কথা উল্লেখ করতেই নতুন করে বিতর্কের জন্ম নিয়েছে ৷ কারণ বছর কয়েক আগে সুদীপ্ত সেন তথা সারদা কেলেঙ্কারিতে এই লাল ডায়েরি প্রসঙ্গ রাজ্য রাজনীতিতে একটা জল্পনা তৈরি করেছিল ৷ নাম জড়িয়েছিল তৃণমূল কংগ্রেসের একাধিক নেতার ৷ বিষয়টি অস্বস্তিতে ফেলেছিল দলকে ৷ রাজনৈতিক মহলের অভিমত দিলীপ ঘোষের লাল ডায়েরি কোথাও যেন সেই কথাকে মনে করিয়ে দিল ৷
আরও পড়ুন : "অরাজকতা", "অসহিষ্ণুতা" এবং "গুন্ডারাজ", বাংলায় বদলের ডাক নাড্ডার
গতকাল বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার গাড়িতে হামলার ঘটনা ঘটে ৷ সেই ঘটনায় নাম জড়ায় তৃণমূলের ৷ তারপরই রাজ্য সভাপতির এহেন ফেসবুক পোস্ট ৷ ভোট যত এগোচ্ছে রাজনৈতিক নেতাদের ভাষা ততই যেন সব সীমারেখা ছাড়িয়ে যাচ্ছে ৷ এবার যেভাবে ফেসবুকে বিজেপি রাজ্য সভাপতি আক্রমণ করলেন তা নিয়েও নতুন করে বিতর্ক তৈরি হতে শুরু করেছে ৷
যদিও দিলীপ ঘোষের ডায়েরি প্রসঙ্গ নিয়ে আক্রমণ করতে পিছপা হয়নি তৃণমূল ৷ দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন,"কবে মুকুল রায়, কৈলাশ বিজয়বর্গীয় দিল্লিতে গিয়ে দিলীপ ঘোষকে সরানোর জন্য ওয়াকালতি করেছেন সেগুলোও ওই ডায়েরিতে লেখা উচিত ৷" তিনি আরও বলেন, দিল্লিতে কৃষক বিক্ষোভ । অন্য দিকে বাংলায় উন্নয়ন । বাংলায় ঢুকতে পারছে না বিজেপি ।"