ETV Bharat / state

Dilip attacks Sukanta over BJP conflict: সুকান্তর অভিজ্ঞতা কম, দল থেকে যোগ্যদের বাদ দিলে চলবে না: দিলীপ - সুকান্ত মজুমদারকে কটাক্ষ দিলীপ ঘোষের

সুকান্ত মজুমদারের অভিজ্ঞতা কম ৷ দল থেকে যোগ্য লোকেদের বাদ দিলে চলবে না (Dilip attacks Sukanta over BJP conflict)৷ বিজেপিতে আদি ও নব্য দ্বন্দ্ব আরও উস্কে দিয়ে এই বার্তাই দিলেন দিলীপ ঘোষ (Bengal BJP conflict)৷

Dilip Ghosh attacks Sukanta Majumdar over state BJP conflict
সুকান্তর অভিজ্ঞতা কম, দল থেকে যোগ্যদের বাদ দিলে চলবে না: দিলীপ
author img

By

Published : Apr 21, 2022, 1:44 PM IST

কলকাতা, 21 এপ্রিল: বিজেপিতে আদি ও নব্যদের দ্বন্দ্বকে আরও উস্কে দিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip attacks Sukanta over BJP conflict)৷ সরাসরি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে বার্তা দিয়ে তিনি বলেছেন, "দল থেকে যোগ্যদের বাদ দিলে চলবে না ৷"

বৃহস্পতিবার সল্টলেক স্টেডিয়ামে প্রাতঃভ্রমণে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ (Dilip Ghosh attacks Sukanta Majumdar)৷ সুকান্ত মজুমদার ঠিকমতো সাংগঠনিক দায়িত্ব সামলাতে পারছেন কি না এ প্রশ্নের জবাবে তিনি বলেন, "সুকান্ত মজুমদার সবে দায়িত্ব পেয়েছেন ৷ তাঁর অভিজ্ঞতা কম ৷ পার্টি কত বছর ধরে লড়াই করছে ৷ তার মধ্যে বহু যোগ্য ব্যক্তি আছেন, যাঁরা বড় আন্দোলন সংগঠিত করেছেন ৷ সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন ৷ যাঁদেরকে বিশ্বাস করে লোকেরা রাস্তায় নেমেছে ৷ সেই লোকগুলোকে গুরুত্ব দেওয়া উচিত ৷"

রাজ্য বিজেপির নেতৃত্বে সম্প্রতি যে পরিবর্তন আনা হয়েছে, সে প্রসঙ্গে বার্তা দিয়ে দিলীপ (Bengal BJP conflict) বলেন, "নেতৃত্বে পরিবর্তন হতেই থাকবে ৷ আমাদের পার্টিতে শিষ্টাচার অনুযায়ী নতুন নেতৃত্ব আসবে ৷ সে জন্যই এখনও বেঁচে আছে পার্টিটা । যোগ্য লোকগুলোকে পার্টি থেকে বাদ দিলে হবে না ৷ তাঁদের যে অভিজ্ঞতা রয়েছে, তার সুফল নিতে হবে ।"

সাংগঠনিক ক্ষেত্রে কিছু পরিকল্পনার অভাব রয়েছে বলে জানিয়ে দিলীপ বলেন, "মানুষ আমাদের স্বীকৃতি দিয়ে বিরোধী আসনে বসিয়েছিল ৷ বাংলার মানুষ চায় আমরা মাঠে লড়ি এবং এই সরকারকে ফেলে দিই ৷ সেই ভূমিকা যদি পালন না করি তাহলে মানুষ আমাদের বিরোধী আসনে কেন রাখবে ? কোথাও একটা অভাব আছে, সেটা পরিকল্পনার অভাব হতে পারে ৷ নেতাদের মনোবলের অভাব আছে ৷ কর্মীদের কেউ পার্টি ছেড়ে চলে যায়নি ৷ কয়েকজন এসেছিলেন ঝড়ে, তাঁরা ঝড়েতেই চলে গিয়েছেন ৷"

আরও পড়ুন: Dilip Ghosh on BGBS 2022: বাণিজ্য সম্মেলনে মোদিকে আমন্ত্রণ জানায়নি রাজ্য সরকার: দিলীপ

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করেন মেদিনীপুরের বিজেপি সাংসদ ৷ শিল্প প্রসঙ্গে রাজ্যপাল জগদীপ ধনকড়কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যে বার্তা দিয়েছেন, সে প্রসঙ্গে দিলীপ বলেন, "এই সংঘাত করতে গিয়ে শিল্পের অন্তর্জলি যাত্রা হয়ে গিয়েছে ৷ মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পপতিদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব নিতে পারছেন না ৷ এ দিকে তাঁর ভাইরা সিন্ডিকেটের নামে, কাটমানির নামে কোনও ব্যবসা বা কোনও শিল্প হতে দিচ্ছে না । যে গুলো ছিল সেগুলোও উঠে যাচ্ছে । পশ্চিমবাংলায় শিল্প বন্ধ হয়ে গিয়েছে ৷ 10 বছর ধরে কোনও বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়নি । এখানে খুন, ধর্ষণ, রাহাজানি চলছে ৷ এখানে যাঁরা এসেছেন, সেই শিল্পপতিরা এখানকার কোনও সংবাদমাধ্যম যদি দেখেন তাহলে দেখবেন সকাল থেকে তৃণমূলের লোকেরা বন্দুক নিয়ে দৌঁড়চ্ছে, প্রোমোটারকে মারছে, ব্যবসায়ীকে মারছে ৷ এই অবস্থায় কে ব্যবসা করবে ?"

এ দিন বিজেপির প্রবীণ নেতা তথাগত রায়কেও একহাত নেন দিলীপ ৷ বলেন, "যাঁরা লোকের পায়ে ধরে চাকরি পেয়েছেন, পার্টি অফিসটাকে পানশালা বানিয়েছেন, মদ আর ফুর্তি ছাড়া কিছু করেননি, যাঁরা বিরোধী পার্টির থেকে, সিপিএম ও তৃণমূলের থেকে সব সুবিধা নিয়েছেন, যাতে বিজেপি কোনওদিন 4 শতাংশের বেশি না যায় সেই ব্যবস্থা করেছেন, সেই সব মানুষদের কথা কে শুনবে ? বয়সের দোষ আছে ৷ বাহাত্তর হয়ে গেলে আর মাথার ঠিক থাকে না ।"

আরও পড়ুন: Dilip Slams Tathagata : তৃণমূলের থেকে সুবিধা নিয়েছেন তথাগত, অভিযোগ দিলীপের

কলকাতা, 21 এপ্রিল: বিজেপিতে আদি ও নব্যদের দ্বন্দ্বকে আরও উস্কে দিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip attacks Sukanta over BJP conflict)৷ সরাসরি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে বার্তা দিয়ে তিনি বলেছেন, "দল থেকে যোগ্যদের বাদ দিলে চলবে না ৷"

বৃহস্পতিবার সল্টলেক স্টেডিয়ামে প্রাতঃভ্রমণে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ (Dilip Ghosh attacks Sukanta Majumdar)৷ সুকান্ত মজুমদার ঠিকমতো সাংগঠনিক দায়িত্ব সামলাতে পারছেন কি না এ প্রশ্নের জবাবে তিনি বলেন, "সুকান্ত মজুমদার সবে দায়িত্ব পেয়েছেন ৷ তাঁর অভিজ্ঞতা কম ৷ পার্টি কত বছর ধরে লড়াই করছে ৷ তার মধ্যে বহু যোগ্য ব্যক্তি আছেন, যাঁরা বড় আন্দোলন সংগঠিত করেছেন ৷ সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন ৷ যাঁদেরকে বিশ্বাস করে লোকেরা রাস্তায় নেমেছে ৷ সেই লোকগুলোকে গুরুত্ব দেওয়া উচিত ৷"

রাজ্য বিজেপির নেতৃত্বে সম্প্রতি যে পরিবর্তন আনা হয়েছে, সে প্রসঙ্গে বার্তা দিয়ে দিলীপ (Bengal BJP conflict) বলেন, "নেতৃত্বে পরিবর্তন হতেই থাকবে ৷ আমাদের পার্টিতে শিষ্টাচার অনুযায়ী নতুন নেতৃত্ব আসবে ৷ সে জন্যই এখনও বেঁচে আছে পার্টিটা । যোগ্য লোকগুলোকে পার্টি থেকে বাদ দিলে হবে না ৷ তাঁদের যে অভিজ্ঞতা রয়েছে, তার সুফল নিতে হবে ।"

সাংগঠনিক ক্ষেত্রে কিছু পরিকল্পনার অভাব রয়েছে বলে জানিয়ে দিলীপ বলেন, "মানুষ আমাদের স্বীকৃতি দিয়ে বিরোধী আসনে বসিয়েছিল ৷ বাংলার মানুষ চায় আমরা মাঠে লড়ি এবং এই সরকারকে ফেলে দিই ৷ সেই ভূমিকা যদি পালন না করি তাহলে মানুষ আমাদের বিরোধী আসনে কেন রাখবে ? কোথাও একটা অভাব আছে, সেটা পরিকল্পনার অভাব হতে পারে ৷ নেতাদের মনোবলের অভাব আছে ৷ কর্মীদের কেউ পার্টি ছেড়ে চলে যায়নি ৷ কয়েকজন এসেছিলেন ঝড়ে, তাঁরা ঝড়েতেই চলে গিয়েছেন ৷"

আরও পড়ুন: Dilip Ghosh on BGBS 2022: বাণিজ্য সম্মেলনে মোদিকে আমন্ত্রণ জানায়নি রাজ্য সরকার: দিলীপ

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করেন মেদিনীপুরের বিজেপি সাংসদ ৷ শিল্প প্রসঙ্গে রাজ্যপাল জগদীপ ধনকড়কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যে বার্তা দিয়েছেন, সে প্রসঙ্গে দিলীপ বলেন, "এই সংঘাত করতে গিয়ে শিল্পের অন্তর্জলি যাত্রা হয়ে গিয়েছে ৷ মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পপতিদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব নিতে পারছেন না ৷ এ দিকে তাঁর ভাইরা সিন্ডিকেটের নামে, কাটমানির নামে কোনও ব্যবসা বা কোনও শিল্প হতে দিচ্ছে না । যে গুলো ছিল সেগুলোও উঠে যাচ্ছে । পশ্চিমবাংলায় শিল্প বন্ধ হয়ে গিয়েছে ৷ 10 বছর ধরে কোনও বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়নি । এখানে খুন, ধর্ষণ, রাহাজানি চলছে ৷ এখানে যাঁরা এসেছেন, সেই শিল্পপতিরা এখানকার কোনও সংবাদমাধ্যম যদি দেখেন তাহলে দেখবেন সকাল থেকে তৃণমূলের লোকেরা বন্দুক নিয়ে দৌঁড়চ্ছে, প্রোমোটারকে মারছে, ব্যবসায়ীকে মারছে ৷ এই অবস্থায় কে ব্যবসা করবে ?"

এ দিন বিজেপির প্রবীণ নেতা তথাগত রায়কেও একহাত নেন দিলীপ ৷ বলেন, "যাঁরা লোকের পায়ে ধরে চাকরি পেয়েছেন, পার্টি অফিসটাকে পানশালা বানিয়েছেন, মদ আর ফুর্তি ছাড়া কিছু করেননি, যাঁরা বিরোধী পার্টির থেকে, সিপিএম ও তৃণমূলের থেকে সব সুবিধা নিয়েছেন, যাতে বিজেপি কোনওদিন 4 শতাংশের বেশি না যায় সেই ব্যবস্থা করেছেন, সেই সব মানুষদের কথা কে শুনবে ? বয়সের দোষ আছে ৷ বাহাত্তর হয়ে গেলে আর মাথার ঠিক থাকে না ।"

আরও পড়ুন: Dilip Slams Tathagata : তৃণমূলের থেকে সুবিধা নিয়েছেন তথাগত, অভিযোগ দিলীপের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.