ETV Bharat / state

AD-HOC কমিটি থেকে ইস্তফা দিলেন দিব্যেন্দু মুখোপাধ্যায় - AD-HOC কমিটি থেকে ইস্তফা দিলেন দিব্যেন্দু মুখোপাধ্যায়

AD-HOC কমিটি থেকে ইস্তফা দিলেন দিব্যেন্দু মুখোপাধ্যায় ৷ হঠাৎ ইস্তফায় রাজনীতিক মহলে জল্পনা তুঙ্গে ৷

dibyendu mukherjee resignated from AD-HOC committee kolkata
দিব্যেন্দু মুখোপাধ্যায়
author img

By

Published : Oct 4, 2020, 3:50 PM IST

কলকাতা, 4 অক্টোবর : পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অ্যাড-হক(AD-HOC) কমিটি থেকে ইস্তফা দিলেন তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠনের সভাপতি দিব্যেন্দু মুখোপাধ্যায় । শুধু তাই নয়, তাঁর ইস্তফাপত্র মধ্যশিক্ষা পর্ষদ গ্রহণ করেছে বলে জানা গেছে । কেন তিনি হঠাৎ ইস্তফা দিলেন তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজনীতিক মহলে ৷ তবে এ প্রসঙ্গে ETV ভারতের কাছে তিনি দাবি করেন, "দলের সাংগঠনিক কাজে ব্যস্ত থাকার জন্য সরকারি AD-HOC কমিটি ছাড়লাম ।"

একদিকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদেরAD-HOC কমিটির গুরুত্বপূর্ণ পদ, অন্যদিকে তৃণমূল শিক্ষক সংগঠনের সভাপতির পদে তিনিও ছিলেন দিব্যেন্দু মুখোপাধ্যায় । বেশ সুনামের সঙ্গে কাজ করার জন্য তৃণমূল শীর্ষ নেতৃত্বের সুনজরে ছিলেন তিনি ।

তাঁর কথায়," দলের তরফ থেকে নির্দেশিকা দেওয়া হয়েছে লক্ষ্মী পুজোর পর থেকে ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন জেলায় শিক্ষক সংগঠনকে জোরালো ভাবে এগিয়ে নিয়ে যেতে হবে । বিভিন্ন সম্মেলন করে সামনের নির্বাচনে শিক্ষকদের ব্যাপকভাবে কাজে লাগাতে হবে । এমতাবস্থায় এডহক কমিটির মিটিংয়ে সময় দেওয়া সম্ভব হবে না । সে কারণে সরকারি কমিটি থেকে ইস্তফা দিলাম । দলের সাংগঠনিক কাজে বেশি মনোযোগ দেওয়ার কারণে এই সিদ্ধান্ত নিতে হল ।"

কলকাতা, 4 অক্টোবর : পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অ্যাড-হক(AD-HOC) কমিটি থেকে ইস্তফা দিলেন তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠনের সভাপতি দিব্যেন্দু মুখোপাধ্যায় । শুধু তাই নয়, তাঁর ইস্তফাপত্র মধ্যশিক্ষা পর্ষদ গ্রহণ করেছে বলে জানা গেছে । কেন তিনি হঠাৎ ইস্তফা দিলেন তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজনীতিক মহলে ৷ তবে এ প্রসঙ্গে ETV ভারতের কাছে তিনি দাবি করেন, "দলের সাংগঠনিক কাজে ব্যস্ত থাকার জন্য সরকারি AD-HOC কমিটি ছাড়লাম ।"

একদিকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদেরAD-HOC কমিটির গুরুত্বপূর্ণ পদ, অন্যদিকে তৃণমূল শিক্ষক সংগঠনের সভাপতির পদে তিনিও ছিলেন দিব্যেন্দু মুখোপাধ্যায় । বেশ সুনামের সঙ্গে কাজ করার জন্য তৃণমূল শীর্ষ নেতৃত্বের সুনজরে ছিলেন তিনি ।

তাঁর কথায়," দলের তরফ থেকে নির্দেশিকা দেওয়া হয়েছে লক্ষ্মী পুজোর পর থেকে ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন জেলায় শিক্ষক সংগঠনকে জোরালো ভাবে এগিয়ে নিয়ে যেতে হবে । বিভিন্ন সম্মেলন করে সামনের নির্বাচনে শিক্ষকদের ব্যাপকভাবে কাজে লাগাতে হবে । এমতাবস্থায় এডহক কমিটির মিটিংয়ে সময় দেওয়া সম্ভব হবে না । সে কারণে সরকারি কমিটি থেকে ইস্তফা দিলাম । দলের সাংগঠনিক কাজে বেশি মনোযোগ দেওয়ার কারণে এই সিদ্ধান্ত নিতে হল ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.