ETV Bharat / state

Dengue Death in Kolkata: ফের ডেঙ্গিতে বলি এক, স্বাস্থ্যভবনের পরিসংখ্যানে চাঞ্চল্য - মেয়র ফিরহাদ হাকিম

Dengue Situation in WB: ফের এক ডেঙ্গি আক্রান্তের মৃত্যু কলকাতায় ৷ যাদবপুরের বাসিন্দা 13 বছরের এক কিশোরী ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মারা যায় শনিবার দুপুরে ৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 23, 2023, 10:48 PM IST

কলকাতা, 23 সেপ্টেম্বর: ডেঙ্গিকে ঘিরে ভয়াবহ অবস্থা রাজ্যে। হু হু করে বেড়ে চলেছে সংক্রমণ। শনিবার ফের ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 13 বছরের এক কিশোরীর। যাদবপুরের বাসিন্দার 21 তারিখ ডেঙ্গি ধরা পরে। আজই তাকে ভর্তি করা হয় এমআর বাঙুর হাসপাতালে। সেখানেই দুপুরে হার্ট-অ্যাটাকে মৃত্যু হয় কিশোরীর। বেসরকারি মতে, এখনও পর্যন্ত রাজ্যের ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু 43 জনের।

তবে ভয় দেখাচ্ছে স্বাস্থ্যভবনের সাপ্তাহিক রিপোর্ট। এদিন স্বাস্থ্য দফতরের সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয়। সূত্রের খবর, সেই রিপোর্টে দেখা গিয়েছে গত সাত দিনে 7 হাজার 670 জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। 20 সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে মোট 35 হাজার 737 জন ডেঙ্গি আক্রান্ত। বেসরকারি মতে এখনও রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 43 জনের। তবে সরকারি পরিসংখ্যান আলাদা ৷ সেখানে দেখা গিয়েছে, এখনও পর্যন্ত রাজ্যে ডেঙ্গিতে 3 জনের মৃত্যু হয়েছে । সব থেকে খারাপ অবস্থা উত্তর 24 পরগনায়। কলকাতা, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলিতেও হু হু করে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা।

সূত্রের খবর, 20 সেপ্টেম্বর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, শুধু উত্তর 24 পরগনাতেই 8 হাজার 535 জন ডেঙ্গি আক্রান্ত । কলকাতায় এখনও পর্যন্ত 4 হাজার 427 জন ডেঙ্গি আক্রান্ত। পাশাপাশি মুর্শিদাবাদে এখনও পর্যন্ত 4 হাজার 266 জন ডেঙ্গি আক্রান্ত। এদিকে, নদিয়ায় এখনও পর্যন্ত 3 হাজার 83 জন ডেঙ্গি আক্রান্ত। হুগলিতে এখনও পর্যন্ত 3 হাজার 83 জন ডেঙ্গি আক্রান্ত। ঝাড়গ্রামে এখনও পর্যন্ত 1 হাজার 363 জন ডেঙ্গি আক্রান্ত। মালদায় ডেঙ্গি আক্রান্তে সংখ্যা এখনও পর্যন্ত 1 হাজার 337 জন ৷ দক্ষিণ 24 পরগনায় 1 হাজার 276 জন ডেঙ্গি আক্রান্ত।

আরও পড়ুন: পুজোর মুখে ডেঙ্গি বাড়ছে বিদ্যুৎ গতিতে, ছুটির দিনও খোলা থাকবে স্বাস্থ্যকেন্দ্র

ডেঙ্গি পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন পৌরনিগমও ৷ এদিন মেয়র ফিরহাদ হাকিম জানান, যতটা সম্ভব প্রস্তুতি নেওয়া হচ্ছে ৷ অন্য শহরের তুলনায় কলকাতায় ডেঙ্গির প্রকোম কম ৷ সেটা যাতে কম থাকে তার জন্য ব্যবস্থা করা হচ্ছে ৷ যেহেতু লকডাউন নেই, করোনা নেই, মানুষের মুভমেন্ট হচ্ছে ৷ যার ফলে ডেঙ্গি আরও ছড়িয়ে পড়বে ৷ প্রচার ও সচেতনমূলক কাজ করা হচ্ছে ৷ পরিস্থিতি মোকাবিলায় ইউপিএইচসিগুলোর সময় বাড়ানো হয়েছে ৷ পাশাপাশি ছুটির দিনেও তা খোলা থাকবে ৷

কলকাতা, 23 সেপ্টেম্বর: ডেঙ্গিকে ঘিরে ভয়াবহ অবস্থা রাজ্যে। হু হু করে বেড়ে চলেছে সংক্রমণ। শনিবার ফের ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 13 বছরের এক কিশোরীর। যাদবপুরের বাসিন্দার 21 তারিখ ডেঙ্গি ধরা পরে। আজই তাকে ভর্তি করা হয় এমআর বাঙুর হাসপাতালে। সেখানেই দুপুরে হার্ট-অ্যাটাকে মৃত্যু হয় কিশোরীর। বেসরকারি মতে, এখনও পর্যন্ত রাজ্যের ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু 43 জনের।

তবে ভয় দেখাচ্ছে স্বাস্থ্যভবনের সাপ্তাহিক রিপোর্ট। এদিন স্বাস্থ্য দফতরের সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয়। সূত্রের খবর, সেই রিপোর্টে দেখা গিয়েছে গত সাত দিনে 7 হাজার 670 জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। 20 সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে মোট 35 হাজার 737 জন ডেঙ্গি আক্রান্ত। বেসরকারি মতে এখনও রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 43 জনের। তবে সরকারি পরিসংখ্যান আলাদা ৷ সেখানে দেখা গিয়েছে, এখনও পর্যন্ত রাজ্যে ডেঙ্গিতে 3 জনের মৃত্যু হয়েছে । সব থেকে খারাপ অবস্থা উত্তর 24 পরগনায়। কলকাতা, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলিতেও হু হু করে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা।

সূত্রের খবর, 20 সেপ্টেম্বর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, শুধু উত্তর 24 পরগনাতেই 8 হাজার 535 জন ডেঙ্গি আক্রান্ত । কলকাতায় এখনও পর্যন্ত 4 হাজার 427 জন ডেঙ্গি আক্রান্ত। পাশাপাশি মুর্শিদাবাদে এখনও পর্যন্ত 4 হাজার 266 জন ডেঙ্গি আক্রান্ত। এদিকে, নদিয়ায় এখনও পর্যন্ত 3 হাজার 83 জন ডেঙ্গি আক্রান্ত। হুগলিতে এখনও পর্যন্ত 3 হাজার 83 জন ডেঙ্গি আক্রান্ত। ঝাড়গ্রামে এখনও পর্যন্ত 1 হাজার 363 জন ডেঙ্গি আক্রান্ত। মালদায় ডেঙ্গি আক্রান্তে সংখ্যা এখনও পর্যন্ত 1 হাজার 337 জন ৷ দক্ষিণ 24 পরগনায় 1 হাজার 276 জন ডেঙ্গি আক্রান্ত।

আরও পড়ুন: পুজোর মুখে ডেঙ্গি বাড়ছে বিদ্যুৎ গতিতে, ছুটির দিনও খোলা থাকবে স্বাস্থ্যকেন্দ্র

ডেঙ্গি পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন পৌরনিগমও ৷ এদিন মেয়র ফিরহাদ হাকিম জানান, যতটা সম্ভব প্রস্তুতি নেওয়া হচ্ছে ৷ অন্য শহরের তুলনায় কলকাতায় ডেঙ্গির প্রকোম কম ৷ সেটা যাতে কম থাকে তার জন্য ব্যবস্থা করা হচ্ছে ৷ যেহেতু লকডাউন নেই, করোনা নেই, মানুষের মুভমেন্ট হচ্ছে ৷ যার ফলে ডেঙ্গি আরও ছড়িয়ে পড়বে ৷ প্রচার ও সচেতনমূলক কাজ করা হচ্ছে ৷ পরিস্থিতি মোকাবিলায় ইউপিএইচসিগুলোর সময় বাড়ানো হয়েছে ৷ পাশাপাশি ছুটির দিনেও তা খোলা থাকবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.