ETV Bharat / state

Agitation of Engineers in KMC : কলকাতা পৌরনিগমে ইঞ্জিনিয়রদের বিক্ষোভ মিছিল - কলকাতা পৌরনিগমে ইঞ্জিনিয়ারদের বিক্ষোভ মিছিল

ইঞ্জিনিয়রদের একাধিক দাবি নিয়ে বিক্ষোভের জেরে ফের উত্তাল কলকাতা পৌরনিগম (Agitation of Engineers in KMC with multiple demands) ৷ পৌরনিগমের কেন্দ্রীয় ভবনের অভ্যন্তরে বিক্ষোভ মিছিল করেন ইঞ্জিনিয়ররা । অবিলম্বে দু’বছরের বকেয়া হলিডে ও ওভারটাইমের টাকা দিতে হবে বলে দাবি করেন তাঁরা ।

Demonstration procession of engineers in Kolkata Municipal Corporation
Agitation of Engineers
author img

By

Published : Apr 21, 2022, 8:48 PM IST

কলকাতা, 21 এপ্রিল : ইঞ্জিনিয়রদের একাধিক দাবি নিয়ে ফের উত্তাল হয়ে উঠল কলকাতা পৌরনিগম ৷ তৃণমূল বোর্ডের সময়কালে একের পর এক স্থায়ী পদ শূন্য হলেও সেখানে নিয়োগ হয়নি কোনও কর্মী । ফলে ক্রমশ কমতে থাকা কর্মীদের উপর এখন পাহাড় প্রমাণ চাপ । পদোন্নতি থেকে হলিডে, ওভারটাইমের টাকা বকেয়া । রাজ্য সরকারের স্বাস্থ্য বিমা পান না তাঁরা ।

আর এরকম এক গুচ্ছ দাবিকে সামনে রেখে এদিন কেএমসি ইঞ্জিনিয়র অ্যান্ড আলায়েড সার্ভিসেস অ্যাসোসিয়েশনের আহ্বানে কলকাতা পৌরনিগমের কেন্দ্রীয় ভবনের অভ্যন্তরে বিক্ষোভ মিছিল করেন ইঞ্জিনিয়ররা (Demonstration procession of engineers in Kolkata Municipal Corporation)। পৌরসভার বিভিন্ন বিভাগের ইঞ্জিনিয়ররা এই বিক্ষোভ মিছিলে অংশ নেয় । মিছিলে তাঁরা অবিলম্বে সমস্ত শূন্যপদে লোক নিয়োগ করার পক্ষে স্লোগান তোলেন । অবসরপ্রাপ্ত কর্মচারিদের পেনশন চালু করা নিয়ে ফের সরব হন বিক্ষোভকারীরা ।

Demonstration procession of engineers in Kolkata Municipal Corporation
কলকাতা পৌরনিগমে ইঞ্জিনিয়রদের বিক্ষোভ মিছিল

কলকাতা পৌরনিগমের বেহাল অবস্থা ভাঁড়ারের । বিভিন্ন অনুষ্ঠান করে লক্ষ লক্ষ টাকা খরচ করলেও তাঁদের বকেয়া মেটাচ্ছে না বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা । তাঁদের কথায়, অবিলম্বে দু’বছরের বকেয়া হলিডে ও ওভারটাইমের টাকা দিতে হবে । দিনের পর দিন ইঞ্জিনিয়রদের পদোন্নতি না হওয়াতে নানাভাবে আর্থিক বঞ্চনার শিকার হচ্ছেন বলে এদিন ইঞ্জিনিয়ররা বলেন ।

Demonstration procession of engineers in Kolkata Municipal Corporation
কলকাতা পৌরনিগমে ইঞ্জিনিয়রদের বিক্ষোভ মিছিল

পদোন্নতি নিয়ে কোনওরকম টালবাহানা করা চলবে না বলে সাফ হুঁশিয়ারি দেয় বিক্ষোভকারীরা । অবিলম্বে রাজ্য সরকারের ন্যায় হেলথ স্কিম চালু করার দাবিও তুলেছেন তাঁরা । এই মিছিল জল সরবরাহ, ইঞ্জিনিয়ারিং, নিকাশি, জঞ্জাল সাফাই-সহ একাধিক বিভাগে ঘুরে শেষ হয় জল সরবরাহ বিভাগের সামনে । সেখানেই জমায়েত হয়ে অবস্থান বিক্ষোভ করেন ইঞ্জিনিয়ররা । এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি পার্থ গুপ্ত ও সম্পাদক মানস সিনহা ।

আরও পড়ুন : KMC Organising Religious Programme : কোষাগারের হাল খারাপ, তাও ইফতার-দুর্গাপুজোর সংর্বধনায় এলাহি আয়োজন কলকাতা পৌরনিগমের

কলকাতা, 21 এপ্রিল : ইঞ্জিনিয়রদের একাধিক দাবি নিয়ে ফের উত্তাল হয়ে উঠল কলকাতা পৌরনিগম ৷ তৃণমূল বোর্ডের সময়কালে একের পর এক স্থায়ী পদ শূন্য হলেও সেখানে নিয়োগ হয়নি কোনও কর্মী । ফলে ক্রমশ কমতে থাকা কর্মীদের উপর এখন পাহাড় প্রমাণ চাপ । পদোন্নতি থেকে হলিডে, ওভারটাইমের টাকা বকেয়া । রাজ্য সরকারের স্বাস্থ্য বিমা পান না তাঁরা ।

আর এরকম এক গুচ্ছ দাবিকে সামনে রেখে এদিন কেএমসি ইঞ্জিনিয়র অ্যান্ড আলায়েড সার্ভিসেস অ্যাসোসিয়েশনের আহ্বানে কলকাতা পৌরনিগমের কেন্দ্রীয় ভবনের অভ্যন্তরে বিক্ষোভ মিছিল করেন ইঞ্জিনিয়ররা (Demonstration procession of engineers in Kolkata Municipal Corporation)। পৌরসভার বিভিন্ন বিভাগের ইঞ্জিনিয়ররা এই বিক্ষোভ মিছিলে অংশ নেয় । মিছিলে তাঁরা অবিলম্বে সমস্ত শূন্যপদে লোক নিয়োগ করার পক্ষে স্লোগান তোলেন । অবসরপ্রাপ্ত কর্মচারিদের পেনশন চালু করা নিয়ে ফের সরব হন বিক্ষোভকারীরা ।

Demonstration procession of engineers in Kolkata Municipal Corporation
কলকাতা পৌরনিগমে ইঞ্জিনিয়রদের বিক্ষোভ মিছিল

কলকাতা পৌরনিগমের বেহাল অবস্থা ভাঁড়ারের । বিভিন্ন অনুষ্ঠান করে লক্ষ লক্ষ টাকা খরচ করলেও তাঁদের বকেয়া মেটাচ্ছে না বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা । তাঁদের কথায়, অবিলম্বে দু’বছরের বকেয়া হলিডে ও ওভারটাইমের টাকা দিতে হবে । দিনের পর দিন ইঞ্জিনিয়রদের পদোন্নতি না হওয়াতে নানাভাবে আর্থিক বঞ্চনার শিকার হচ্ছেন বলে এদিন ইঞ্জিনিয়ররা বলেন ।

Demonstration procession of engineers in Kolkata Municipal Corporation
কলকাতা পৌরনিগমে ইঞ্জিনিয়রদের বিক্ষোভ মিছিল

পদোন্নতি নিয়ে কোনওরকম টালবাহানা করা চলবে না বলে সাফ হুঁশিয়ারি দেয় বিক্ষোভকারীরা । অবিলম্বে রাজ্য সরকারের ন্যায় হেলথ স্কিম চালু করার দাবিও তুলেছেন তাঁরা । এই মিছিল জল সরবরাহ, ইঞ্জিনিয়ারিং, নিকাশি, জঞ্জাল সাফাই-সহ একাধিক বিভাগে ঘুরে শেষ হয় জল সরবরাহ বিভাগের সামনে । সেখানেই জমায়েত হয়ে অবস্থান বিক্ষোভ করেন ইঞ্জিনিয়ররা । এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি পার্থ গুপ্ত ও সম্পাদক মানস সিনহা ।

আরও পড়ুন : KMC Organising Religious Programme : কোষাগারের হাল খারাপ, তাও ইফতার-দুর্গাপুজোর সংর্বধনায় এলাহি আয়োজন কলকাতা পৌরনিগমের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.